'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
উত্তরের বিবরণ
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
যে নারীর হাসি পবিত্র তাকে কী বলে?
Created: 1 month ago
A
সুচিস্মিতা
B
শুচিস্মিতা
C
সুহাসিনী
D
সুহাস্য
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
0
Updated: 1 month ago
'ঈষৎ কম্পিত' এর এক শব্দে প্রকাশ কোনটি?
Created: 2 weeks ago
A
স্পন্দিত
B
আধুত
C
কম্পিত
D
কম্পন
“ইষৎ কম্পিত” অর্থাৎ সামান্য কাঁপছে বা সামান্য কম্পনযুক্ত—এর এক কথায় প্রকাশ ‘আধুত’। এই ধরনের প্রকাশে দুটি বা ততোধিক শব্দের ভাব একত্র করে একটি শব্দে সংক্ষেপে অর্থ প্রকাশ করা হয়, যা ভাষাকে করে তোলে সাবলীল ও সংক্ষিপ্ত।
অনুরূপ এক কথায় প্রকাশসমূহ:
-
ইষৎ রক্তবর্ণ — আরক্ত
-
ইষৎ উষ্ণ — কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ — নীলাভ
0
Updated: 2 weeks ago
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
Created: 1 month ago
A
নির্বাচক
B
ভোটারগণ
C
নির্বাচকমণ্ডলী
D
ভোটারমণ্ডলী
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা:
-
নির্বাচকরা যখন একত্রে কোনো গোষ্ঠী বা দলে থাকে, তখন তাদেরকে বলা হয় নির্বাচকমণ্ডলী।
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago