'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
A
কম্পিত
B
কম্পন
C
আধুত
D
স্পন্দিত
উত্তরের বিবরণ
ইষৎ” এর এক কথায় প্রকাশ
-
ইষৎ কম্পিত → আধুত
-
ইষৎ রক্তবর্ণ → আরক্ত
-
ইষৎ উষ্ণ → কবোষ্ণ
-
ইষৎ নীলবর্ণ → নীলাভ
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 3 weeks ago
A
উৎপীল
B
কুশীলব
C
কুলীন
D
সানীন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• নাটকের পাত্রপাত্রী - কুশীলব।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী।
- যা বলার যোগ্য নয় – অকথ্য।
- যা অতি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না – অজ্ঞাতকুলশীল ৷
- যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা।
0
Updated: 3 weeks ago
গাছে উঠতে পটু যে- এক কথায় কী বলে?
Created: 2 months ago
A
গাছো
B
গাছি
C
গেছো
D
আরোহী
গাছে উঠতে পটু যে - গেছো। আরোহণ করে যে - আরোহী।
0
Updated: 2 months ago
'মৎস্যের ন্যায় অক্ষি যার' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
মোহিনী
B
এণাক্ষী
C
মীনাক্ষী
D
মৃদঙ্গ
‘মৎস্যের ন্যায় অক্ষি যার’ এক কথায় বলা হয় মীনাক্ষী।
অন্য প্রাসঙ্গিক সমার্থক বা বৈশিষ্ট্যবাচক শব্দ:
-
হরিণের মত চোখ যে নারীর বা যার — এণাক্ষী
-
মুখ করে যে নারী — মোহিনী
-
মৃৎ অঙ্গ যার — মৃদঙ্গ
0
Updated: 1 month ago