Which of the following is an example of Poetic Justice?
A
The punishment of Shylock in The Merchant of Venice
B
Hamlet’s death in Shakespeare’s play
C
Willy Loman’s downfall in Death of a Salesman
D
Oedipus’s blindness in Oedipus Rex
উত্তরের বিবরণ
Poetic Justice বলতে বোঝায় সাহিত্যে এমন এক নৈতিক ব্যবস্থা যেখানে ভাল চরিত্ররা তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্ররা তাদের দোষের কারণে শাস্তি পায়। Shakespeare-এর The Merchant of Venice-এ Shylock Antonio-র জীবন নষ্ট করতে চাইলে শেষে আইন অনুযায়ী তারই শাস্তি হয়— এটি Poetic Justice-এর উৎকৃষ্ট উদাহরণ। একইভাবে Dickens-এর A Tale of Two Cities এবং Hawthorne-এর The Scarlet Letter এও Poetic Justice দেখা যায়। এর উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে পাঠককে তৃপ্তি দেওয়া। এটি বাস্তব জীবনে সবসময় না হলেও সাহিত্যে পাঠককে ন্যায়বিচারের অনুভূতি দেয়। তাই Shylock-এর শাস্তি হলো Poetic Justice-এর সেরা উদাহরণ।
0
Updated: 1 month ago
Which of the following is an example of a Historical Novel?
Created: 1 month ago
A
War and Peace – Leo Tolstoy
B
Pride and Prejudice – Jane Austen
C
Brave New World – Aldous Huxley
D
Jane Eyre – Charlotte Brontë
Novel হলো দীর্ঘ আকারের গদ্যকাহিনি যেখানে চরিত্র, কাহিনি, প্রেক্ষাপট ও থিম বিস্তৃতভাবে প্রকাশ পায়। Novel-এর বিভিন্ন ধরন আছে— Historical, Realist, Romantic, Science Fiction, Mystery, Modernist ইত্যাদি। Historical Novel ইতিহাসভিত্তিক, যেখানে অতীত ঘটনা, যুদ্ধ বা রাজনৈতিক প্রেক্ষাপট কাহিনির কেন্দ্রে থাকে। Leo Tolstoy এর War and Peace একটি মহান Historical Novel যেখানে Napoleon-এর যুদ্ধকালীন রাশিয়ার সামাজিক ও পারিবারিক জীবন বর্ণনা করা হয়েছে। অন্যদিকে Jane Austen এর Pride and Prejudice হলো Realist Novel, Charlotte Brontë এর Jane Eyre Romantic Novel এবং Aldous Huxley এর Brave New World হলো Science Fiction। তাই সঠিক উত্তর হলো War and Peace।
0
Updated: 1 month ago
A
person who writes about his own life writes-
Created: 2 months ago
A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.
0
Updated: 2 months ago
Who is considered the father of Dramatic Monologue?
Created: 1 month ago
A
William Shakespeare
B
Robert Browning
C
T. S. Eliot
D
John Donne
Dramatic Monologue হল এক ধরনের কবিতা যেখানে একজন মাত্র বক্তা নীরব শ্রোতার উদ্দেশ্যে কথা বলে। এর বৈশিষ্ট্য হলো single speaker, silent listener, abrupt beginning, colloquial language ইত্যাদি। Robert Browning (1812–1889) এই ধারার প্রকৃত রূপদাতা এবং তাঁকে “Father of Dramatic Monologue” বলা হয়। তাঁর “My Last Duchess,” “Porphyria’s Lover,” এবং “Fra Lippo Lippi” হলো এই ধারার অসাধারণ উদাহরণ। Browning এর কাজের মাধ্যমে Dramatic Monologue ইংরেজি সাহিত্যে স্বতন্ত্র স্থান পায়। এখানে কবি নিজেকে সরাসরি প্রকাশ করেন না বরং চরিত্রের মুখ দিয়ে জীবন, দোষ, গুণ এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন। Dramatic Monologue পাঠকের সামনে চরিত্রের অন্তর্দৃষ্টি ও মানসিক জটিলতা উন্মোচন করে। এই জন্য Browning এর অবদান অনস্বীকার্য।
0
Updated: 1 month ago