A
Candide – Voltaire
B
Hamlet – Shakespeare
C
Lycidas – Milton
D
Doctor Faustus – Marlowe
উত্তরের বিবরণ
Satire এমন এক সাহিত্যধারা যেখানে ব্যঙ্গ, বিদ্রূপ ও কৌতুক ব্যবহার করে সমাজ, রাজনীতি বা মানুষের দুর্বলতাকে তুলে ধরা হয়। Voltaire-এর Candide হলো একটি দার্শনিক ব্যঙ্গকাব্য। এখানে “best of all possible worlds” ধারণাকে তীব্রভাবে বিদ্রূপ করা হয়েছে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels এবং George Orwell এর Animal Farm Satire-এর অসাধারণ উদাহরণ। Candide-এ ভ্রমণকাহিনির মাধ্যমে সমাজের ভণ্ডামি, যুদ্ধ, দুর্নীতি, ধর্মীয় অসঙ্গতি ইত্যাদি তুলে ধরা হয়েছে। Satire-এর উদ্দেশ্য শুধু হাসানো নয়, বরং সমালোচনা ও সংশোধনের বার্তা দেওয়া। এভাবে Voltaire সমাজে প্রচলিত অযৌক্তিক আশাবাদকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাই সঠিক উত্তর হলো Candide।

0
Updated: 1 day ago
A
person who writes about his own life writes-
Created: 1 month ago
A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.

0
Updated: 1 month ago
Which poem is an example of an Ode by John Keats?
Created: 1 day ago
A
Ode to a Nightingale
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
Elegy Written in a Country Churchyard
Ode হলো এক ধরনের lyric কবিতা যেখানে গভীর অনুভূতি, দার্শনিক ভাবনা বা প্রশংসা প্রকাশ করা হয়। John Keats Ode ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর বিখ্যাত Odes হলো— Ode to a Nightingale, Ode on a Grecian Urn, Ode on Melancholy, Ode to Psyche। এগুলোতে তিনি সৌন্দর্য, ক্ষণস্থায়ীতা এবং শিল্পের চিরন্তনতা নিয়ে আলোচনা করেছেন। “Ode to a Nightingale”-তে তিনি পাখির গান শুনে চিরস্থায়ী সুখের কল্পনা করেছেন, যেখানে মানুষ দুঃখ-কষ্ট থেকে মুক্ত। অন্যদিকে Shelley লিখেছেন Ode to the West Wind ও Ode to a Skylark। সুতরাং Keats-এর কাজের সঠিক উত্তর হলো “Ode to a Nightingale।”

0
Updated: 1 day ago
Misanthropist means _____.
Created: 1 month ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 1 month ago