A
Pindaric Ballad
B
Broadside Ballad
C
Romantic Ballad
D
Modernist Ballad
উত্তরের বিবরণ
Ballad হলো এক ধরনের narrative poem বা গান যা সাধারণত গল্প বলে। এর প্রধান তিন ধরণ হলো— Traditional/Folk Ballads, Literary/Art Ballads, এবং Broadside/Street Ballads। Broadside Ballad ছিল বিশেষভাবে জনপ্রিয় ১৬শ ও ১৭শ শতকে। এগুলো বড় কাগজে (broadsheet) ছাপা হতো এবং রাস্তায় বিক্রি হতো। এতে সাধারণত কোনো চাঞ্চল্যকর ঘটনা, ঐতিহাসিক তথ্য বা লোককাহিনি কাব্যরূপে লেখা থাকত। Traditional Ballads মুখে মুখে প্রচারিত হতো এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত হতো। Literary Ballads আবার নির্দিষ্ট কবিদের দ্বারা রচিত হতো। Coleridge এর The Rime of the Ancient Mariner হলো Literary Ballad-এর উদাহরণ। তাই Ballad-এর নির্দিষ্ট ধরন হিসেবে Broadside Ballad সঠিক উত্তর।

1
Updated: 1 day ago
Which of the following is an example of Poetic Justice?
Created: 1 day ago
A
The punishment of Shylock in The Merchant of Venice
B
Hamlet’s death in Shakespeare’s play
C
Willy Loman’s downfall in Death of a Salesman
D
Oedipus’s blindness in Oedipus Rex
Poetic Justice বলতে বোঝায় সাহিত্যে এমন এক নৈতিক ব্যবস্থা যেখানে ভাল চরিত্ররা তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্ররা তাদের দোষের কারণে শাস্তি পায়। Shakespeare-এর The Merchant of Venice-এ Shylock Antonio-র জীবন নষ্ট করতে চাইলে শেষে আইন অনুযায়ী তারই শাস্তি হয়— এটি Poetic Justice-এর উৎকৃষ্ট উদাহরণ। একইভাবে Dickens-এর A Tale of Two Cities এবং Hawthorne-এর The Scarlet Letter এও Poetic Justice দেখা যায়। এর উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে পাঠককে তৃপ্তি দেওয়া। এটি বাস্তব জীবনে সবসময় না হলেও সাহিত্যে পাঠককে ন্যায়বিচারের অনুভূতি দেয়। তাই Shylock-এর শাস্তি হলো Poetic Justice-এর সেরা উদাহরণ।

0
Updated: 1 day ago
The literary work 'Kubla Khan' is-
Created: 3 months ago
A
a history by Vincent Smith
B
a verse by Coleridge
C
a drama by Oscar Wilde
D
a short story by Somerst Maugham
Kubla Khan
-
Kubla Khan একটি বিখ্যাত কবিতা, যা রচনা করেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতাটির পূর্ণ নাম: Kubla Khan; or, A Vision in a Dream।
-
এটি একটি Romantic poem।
-
কবির নিজের ভাষ্যমতে, তিনি এই কবিতাটি রচনা করেন নেশাগ্রস্ত অবস্থায়, এবং এর অনেক লাইন তিনি স্বপ্নে পেয়েছিলেন।
-
অনেক সাহিত্য গবেষক মনে করেন, এই কবিতার মূল বিষয়বস্তু হলো "Nature of human genius"।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor।
-
তিনি ১২৬০ থেকে ১২৯৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন খ্যাতনামা British poet।
-
একই সঙ্গে ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে রচিত তাঁর Lyrical Ballads গ্রন্থটি ইংরেজি Romantic movement-এর সূত্রপাত ঘটায়।
-
তাঁর রচিত Biographia Literaria (1817) হলো ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য-সমালোচনামূলক গ্রন্থ।
Notable Works of Samuel Taylor Coleridge
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book, with William Wordsworth)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman, Live MCQ Lecture, and Britannica.

0
Updated: 3 months ago
A
person who writes about his own life writes-
Created: 1 month ago
A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.

0
Updated: 1 month ago