Which of the following is an example of a Mock Epic?
A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
উত্তরের বিবরণ
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।
0
Updated: 1 month ago
The genre of The Rape of the Lock is:
Created: 1 month ago
A
Tragedy
B
Lyric
C
Mock-epic
D
Satire
The Rape of the Lock একটি mock-epic কবিতা, যা Alexander Pope রচনা করেছেন। কবিতাটি heroic couplets আকারে লেখা হয়েছে। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৭১২ সালে, যার মধ্যে কেবল দুটি canto ছিল; পরবর্তীতে ১৭১৪ সালে এটি পাঁচটি canto-তে সম্প্রসারিত হয়। কবিতার কাহিনী একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে দুই পরিবারের মধ্যে বিরোধ মিটানোর উদ্দেশ্য ছিল। গল্পটি তুলে ধরে কিভাবে একজন যুবক এক যুবতীর চুলের লক চুরি করে। পোপ এই তুচ্ছ ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যা সাধারণত মহাজাগতিক বা গুরুত্বপূর্ণ ঘটনার জন্য ব্যবহার করা হয়, যেমন গ্রিক ও ট্রয়ান যুদ্ধের বিবাদ। কবিতায় রয়েছে সাহিত্যের সমৃদ্ধ উল্লেখ ও সমসাময়িক সামাজিক জীবনের ব্যঙ্গাত্মক চিত্র।
Alexander Pope:
-
ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
“Mock Heroic Poet” হিসেবে পরিচিত।
-
কবিতা জটিল বিষয়বস্তু ও সুরুচিপূর্ণ ভাষায় লেখা।
-
ইংরেজি সাহিত্যে তার প্রভাব ব্যাপক।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: An Essay on Criticism, The Rape of the Lock, The Dunciad, An Essay on Man, Eloisa to Abelard, Windsor-Forest।
প্রখ্যাত উক্তি:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
0
Updated: 1 month ago
Which of the following is an example of a Fable?
Created: 1 month ago
A
Gulliver’s Travels – Jonathan Swift
B
The Panchatantra – Indian Literature
C
Paradise Lost – John Milton
D
Hamlet – William Shakespeare
Fable হলো একটি ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রাচীন গ্রিকের Aesop’s Fables, ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং ফ্রান্সের La Fontaine’s Fables হলো এর বিখ্যাত উদাহরণ। Fable-এর বৈশিষ্ট্য হলো— এতে চরিত্র সাধারণত প্রাণী হয় এবং গল্পের শেষে একটি নীতি বা শিক্ষা প্রদান করা হয়। যেমন, The Fox and the Grapes শিখায় “যা পাওয়া যায় না তা অবহেলা করা সহজ।” The Panchatantra ভারতীয় সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন যেখানে পাঁচ খণ্ডে বিভিন্ন নৈতিক গল্প বলা হয়েছে। তাই সঠিক উত্তর হলো “The Panchatantra।”
0
Updated: 1 month ago
The literary work 'Kubla Khan' is-
Created: 5 months ago
A
a history by Vincent Smith
B
a verse by Coleridge
C
a drama by Oscar Wilde
D
a short story by Somerst Maugham
Kubla Khan
-
Kubla Khan একটি বিখ্যাত কবিতা, যা রচনা করেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতাটির পূর্ণ নাম: Kubla Khan; or, A Vision in a Dream।
-
এটি একটি Romantic poem।
-
কবির নিজের ভাষ্যমতে, তিনি এই কবিতাটি রচনা করেন নেশাগ্রস্ত অবস্থায়, এবং এর অনেক লাইন তিনি স্বপ্নে পেয়েছিলেন।
-
অনেক সাহিত্য গবেষক মনে করেন, এই কবিতার মূল বিষয়বস্তু হলো "Nature of human genius"।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor।
-
তিনি ১২৬০ থেকে ১২৯৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন খ্যাতনামা British poet।
-
একই সঙ্গে ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে রচিত তাঁর Lyrical Ballads গ্রন্থটি ইংরেজি Romantic movement-এর সূত্রপাত ঘটায়।
-
তাঁর রচিত Biographia Literaria (1817) হলো ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য-সমালোচনামূলক গ্রন্থ।
Notable Works of Samuel Taylor Coleridge
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book, with William Wordsworth)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman, Live MCQ Lecture, and Britannica.
0
Updated: 5 months ago