Which of the following is the correct definition of an Epic?
A
A short lyrical poem about love
B
A long narrative poem about heroic deeds
C
A play with comic and tragic elements
D
A poem of mourning
উত্তরের বিবরণ
Epic হলো দীর্ঘ narrative poem যেখানে বীরপুরুষের অভিযান, দেবতা, যুদ্ধ এবং সমাজের মূলনীতি বর্ণিত হয়। Aristotle বলেছেন, Epic হলো “representation in the form of narrative verse” যা Tragedy-এর মতো নাটকীয়ভাবে গঠিত হওয়া উচিত। বিখ্যাত Epic-এর মধ্যে আছে Homer-এর Iliad ও Odyssey, Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost এবং Anglo-Saxon এর Beowulf। Epic দুটি ধরণের হতে পারে: Primary/Oral Epic (যেমন Mahabharata, Ramayana, Iliad) যা প্রজন্ম থেকে মুখে মুখে প্রচারিত, এবং Secondary/Literary Epic (যেমন Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost) যা নির্দিষ্ট কবির লেখা। Epic কেবল বীরত্ব নয়, বরং সমাজের ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে। তাই এর সংজ্ঞা হলো— a long narrative poem about heroic deeds।
0
Updated: 1 month ago
The literary work 'Kubla Khan' is-
Created: 5 months ago
A
a history by Vincent Smith
B
a verse by Coleridge
C
a drama by Oscar Wilde
D
a short story by Somerst Maugham
Kubla Khan
-
Kubla Khan একটি বিখ্যাত কবিতা, যা রচনা করেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতাটির পূর্ণ নাম: Kubla Khan; or, A Vision in a Dream।
-
এটি একটি Romantic poem।
-
কবির নিজের ভাষ্যমতে, তিনি এই কবিতাটি রচনা করেন নেশাগ্রস্ত অবস্থায়, এবং এর অনেক লাইন তিনি স্বপ্নে পেয়েছিলেন।
-
অনেক সাহিত্য গবেষক মনে করেন, এই কবিতার মূল বিষয়বস্তু হলো "Nature of human genius"।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor।
-
তিনি ১২৬০ থেকে ১২৯৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন খ্যাতনামা British poet।
-
একই সঙ্গে ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে রচিত তাঁর Lyrical Ballads গ্রন্থটি ইংরেজি Romantic movement-এর সূত্রপাত ঘটায়।
-
তাঁর রচিত Biographia Literaria (1817) হলো ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য-সমালোচনামূলক গ্রন্থ।
Notable Works of Samuel Taylor Coleridge
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book, with William Wordsworth)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman, Live MCQ Lecture, and Britannica.
0
Updated: 5 months ago
Which of the following works is the best example of Satire?
Created: 1 month ago
A
Candide – Voltaire
B
Hamlet – Shakespeare
C
Lycidas – Milton
D
Doctor Faustus – Marlowe
Satire এমন এক সাহিত্যধারা যেখানে ব্যঙ্গ, বিদ্রূপ ও কৌতুক ব্যবহার করে সমাজ, রাজনীতি বা মানুষের দুর্বলতাকে তুলে ধরা হয়। Voltaire-এর Candide হলো একটি দার্শনিক ব্যঙ্গকাব্য। এখানে “best of all possible worlds” ধারণাকে তীব্রভাবে বিদ্রূপ করা হয়েছে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels এবং George Orwell এর Animal Farm Satire-এর অসাধারণ উদাহরণ। Candide-এ ভ্রমণকাহিনির মাধ্যমে সমাজের ভণ্ডামি, যুদ্ধ, দুর্নীতি, ধর্মীয় অসঙ্গতি ইত্যাদি তুলে ধরা হয়েছে। Satire-এর উদ্দেশ্য শুধু হাসানো নয়, বরং সমালোচনা ও সংশোধনের বার্তা দেওয়া। এভাবে Voltaire সমাজে প্রচলিত অযৌক্তিক আশাবাদকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাই সঠিক উত্তর হলো Candide।
0
Updated: 1 month ago
Which of the following is an example of Poetic Justice?
Created: 1 month ago
A
The punishment of Shylock in The Merchant of Venice
B
Hamlet’s death in Shakespeare’s play
C
Willy Loman’s downfall in Death of a Salesman
D
Oedipus’s blindness in Oedipus Rex
Poetic Justice বলতে বোঝায় সাহিত্যে এমন এক নৈতিক ব্যবস্থা যেখানে ভাল চরিত্ররা তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্ররা তাদের দোষের কারণে শাস্তি পায়। Shakespeare-এর The Merchant of Venice-এ Shylock Antonio-র জীবন নষ্ট করতে চাইলে শেষে আইন অনুযায়ী তারই শাস্তি হয়— এটি Poetic Justice-এর উৎকৃষ্ট উদাহরণ। একইভাবে Dickens-এর A Tale of Two Cities এবং Hawthorne-এর The Scarlet Letter এও Poetic Justice দেখা যায়। এর উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে পাঠককে তৃপ্তি দেওয়া। এটি বাস্তব জীবনে সবসময় না হলেও সাহিত্যে পাঠককে ন্যায়বিচারের অনুভূতি দেয়। তাই Shylock-এর শাস্তি হলো Poetic Justice-এর সেরা উদাহরণ।
0
Updated: 1 month ago