A
লাল রং
B
রক্তবর্ণ
C
ইষৎ রক্তবর্ণ
D
গাঢ় লাল
উত্তরের বিবরণ
শব্দার্থ
-
আরক্ত → ইষৎ রক্তবর্ণ
-
নিমিত্তে → অনুরোধ
-
শীকর → জলকণা
-
চলমান → গতিশীল
-
কর্বূর → রাক্ষস
-
উৎকোচ → ঘুষ
-
উৎকুন → উকুন
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 day ago
Quarterly শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
সাপ্তাহিক
B
পাক্ষিক
C
ষান্মাসিক
D
ত্রৈমাসিক
‘Quarterly’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো ত্রৈমাসিক।
এছাড়াও,
-
‘Daily’ শব্দটির বাংলা পরিভাষা দৈনিক পত্র।
-
‘Periodical’ শব্দের বাংলা রূপ সাময়িকী।
-
‘Half-yearly’ অর্থে ব্যবহৃত হয় ষাণ্মাসিক।
-
‘Annuity’ শব্দের পরিভাষা বার্ষিক।
-
‘Fortnightly’ এর জন্য বাংলায় ব্যবহৃত হয় পাক্ষিক।
-
‘Weekly’ শব্দটির বাংলা পরিভাষা সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago
‘Autonomous’ শব্দের অর্থ –
Created: 2 days ago
A
স্বাক্ষর
B
স্বায়ত্তশাসিত
C
সত্যায়িত
D
সংশোধিত
'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত' । স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা । সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।

0
Updated: 2 days ago
Wisdom শব্দের বাংলা অর্থ-
Created: 3 months ago
A
জ্ঞান
B
বুদ্ধি
C
মেধা
D
প্রজ্ঞা
‘Wisdom’ শব্দটির বাংলা অর্থ হলো — গভীর ও বিস্তৃত জ্ঞান, প্রাজ্ঞতা, বিজ্ঞতা ও বিচক্ষণতা।
অন্যদিকে,
• ‘Knowledge’ মানে শুধুমাত্র ‘জ্ঞান’।
• ‘Intellect’ বোঝায় ‘মেধা’।
• ‘Intelligence’ অর্থ ‘বুদ্ধি’।
উৎস: অ্যাকসেসিবল ডিকশনারি

0
Updated: 3 months ago