Which of the following is a type of Ballad?
A
Pindaric Ballad
B
Broadside Ballad
C
Romantic Ballad
D
Modernist Ballad
উত্তরের বিবরণ
Ballad হলো এক ধরনের narrative poem বা গান যা সাধারণত গল্প বলে। এর প্রধান তিন ধরণ হলো— Traditional/Folk Ballads, Literary/Art Ballads, এবং Broadside/Street Ballads। Broadside Ballad ছিল বিশেষভাবে জনপ্রিয় ১৬শ ও ১৭শ শতকে। এগুলো বড় কাগজে (broadsheet) ছাপা হতো এবং রাস্তায় বিক্রি হতো। এতে সাধারণত কোনো চাঞ্চল্যকর ঘটনা, ঐতিহাসিক তথ্য বা লোককাহিনি কাব্যরূপে লেখা থাকত। Traditional Ballads মুখে মুখে প্রচারিত হতো এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত হতো। Literary Ballads আবার নির্দিষ্ট কবিদের দ্বারা রচিত হতো। Coleridge এর The Rime of the Ancient Mariner হলো Literary Ballad-এর উদাহরণ। তাই Ballad-এর নির্দিষ্ট ধরন হিসেবে Broadside Ballad সঠিক উত্তর।
4
Updated: 1 month ago
Which of the following is an example of a Mock Epic?
Created: 1 month ago
A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।
0
Updated: 1 month ago
Which of the following school of literary writings is connected with a medical theory?
Created: 5 months ago
A
Comedy of Manners
B
Theater of the Absurd
C
Heroic Tragedy
D
Comedy of Humours
‘Comedy of Humours’ টার্মটি এসেছে ল্যাটিন শব্দ ‘humor’ বা ‘umor’ থেকে, যার অর্থ “তরল” বা “দ্রবণ।” মধ্যযুগীয় ও রেনেসাঁর চিকিৎসা তত্ত্বে এটি ব্যবহৃত হতো। তখন ধারণা ছিল, মানুষের শরীর চার ধরনের তরলের সমন্বয়ে গঠিত —
এগুলো হলো: রক্ত (blood), ফ্লেম (phlegm), হলুদ পিত্ত (yellow bile বা choler), এবং কালো পিত্ত (black bile বা melancholy)। যখন এই তরলগুলো সঠিক মাত্রায় ভারসাম্য বজায় রাখে, তখন একজন মানুষের শরীর ও মনের সুস্থতা বজায় থাকে।
Comedy of Humours হল এমন একটি নাট্যধারা, যা মূলত ১৬শ শতকের শেষভাগে ইংরেজ নাট্যকার বেন জনসনের সাথে সম্পর্কিত। এই ধরণের নাটকে চরিত্রগুলো তাদের নিজস্ব ‘হিউমার’ বা মেজাজ অনুযায়ী আচরণ করে। এই হিউমার বা temperaments চার ধরনের হয় —
-
Choleric (খিটখিটে বা বদমেজাজি),
-
Melancholic (বিষণ্ণ বা বিষাদগ্রস্ত),
-
Sanguine (আশাবাদী ও প্রাণবন্ত),
-
Phlegmatic (স্বভাবতই ধীর ও উদাসীন)।
উদাহরণ স্বরূপ: বেন জনসনের নাটক Every Man in His Humour এবং Every Man Out of His Humour হল দুইটি বিখ্যাত ‘Comedy of Humours’।
সূত্র: Britannica ও An ABC of English Literature (ড. এম. মোফিজার রহমান)।
0
Updated: 5 months ago
Which of the following is the best example of Satire?
Created: 1 month ago
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।
0
Updated: 1 month ago