Which of the following is a type of Ballad?
A
Pindaric Ballad
B
Broadside Ballad
C
Romantic Ballad
D
Modernist Ballad
উত্তরের বিবরণ
Ballad হলো এক ধরনের narrative poem বা গান যা সাধারণত গল্প বলে। এর প্রধান তিন ধরণ হলো— Traditional/Folk Ballads, Literary/Art Ballads, এবং Broadside/Street Ballads। Broadside Ballad ছিল বিশেষভাবে জনপ্রিয় ১৬শ ও ১৭শ শতকে। এগুলো বড় কাগজে (broadsheet) ছাপা হতো এবং রাস্তায় বিক্রি হতো। এতে সাধারণত কোনো চাঞ্চল্যকর ঘটনা, ঐতিহাসিক তথ্য বা লোককাহিনি কাব্যরূপে লেখা থাকত। Traditional Ballads মুখে মুখে প্রচারিত হতো এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত হতো। Literary Ballads আবার নির্দিষ্ট কবিদের দ্বারা রচিত হতো। Coleridge এর The Rime of the Ancient Mariner হলো Literary Ballad-এর উদাহরণ। তাই Ballad-এর নির্দিষ্ট ধরন হিসেবে Broadside Ballad সঠিক উত্তর।
4
Updated: 1 month ago
Which of the following works is the best example of Satire?
Created: 1 month ago
A
Candide – Voltaire
B
Hamlet – Shakespeare
C
Lycidas – Milton
D
Doctor Faustus – Marlowe
Satire এমন এক সাহিত্যধারা যেখানে ব্যঙ্গ, বিদ্রূপ ও কৌতুক ব্যবহার করে সমাজ, রাজনীতি বা মানুষের দুর্বলতাকে তুলে ধরা হয়। Voltaire-এর Candide হলো একটি দার্শনিক ব্যঙ্গকাব্য। এখানে “best of all possible worlds” ধারণাকে তীব্রভাবে বিদ্রূপ করা হয়েছে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels এবং George Orwell এর Animal Farm Satire-এর অসাধারণ উদাহরণ। Candide-এ ভ্রমণকাহিনির মাধ্যমে সমাজের ভণ্ডামি, যুদ্ধ, দুর্নীতি, ধর্মীয় অসঙ্গতি ইত্যাদি তুলে ধরা হয়েছে। Satire-এর উদ্দেশ্য শুধু হাসানো নয়, বরং সমালোচনা ও সংশোধনের বার্তা দেওয়া। এভাবে Voltaire সমাজে প্রচলিত অযৌক্তিক আশাবাদকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাই সঠিক উত্তর হলো Candide।
0
Updated: 1 month ago
Misanthropist means _____.
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।
0
Updated: 2 months ago
Which of the following is not a type of Sonnet?
Created: 1 month ago
A
Petrarchan Sonnet
B
Shakespearean Sonnet
C
Spenserian Sonnet
D
Romantic Sonnet
Sonnet হলো ১৪ লাইনের একটি কবিতা, সাধারণত iambic pentameter-এ লেখা হয়। এর মূলত তিনটি প্রকার রয়েছে: Petrarchan (Italian), Shakespearean (English), এবং Spenserian। Petrarchan sonnet এ থাকে octave (৮ লাইন) এবং sestet (৬ লাইন)। Shakespearean sonnet এ থাকে তিনটি quatrain এবং একটি rhymed couplet। Spenserian sonnet এ rhyme linking এর বৈশিষ্ট্য থাকে (ABAB BCBC CDCD EE)। তবে Romantic Sonnet বলে কোনো নির্দিষ্ট ধারা নেই; বরং Romantic যুগের কবিরা (যেমন Wordsworth, Keats, Shelley) বিভিন্ন ধরনের sonnet লিখেছেন। তাই Romantic Sonnet কোনো প্রাতিষ্ঠানিক রূপ নয়।
0
Updated: 1 month ago