ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে?
A
উইলিয়াম কেরি
B
রাজা রামমোহন রায়
C
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
D
জোশুয়া মার্শম্যান
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস
-
প্রথম বাংলা ব্যাকরণ (১৭৪৩ খ্রি.)
-
প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়।
-
লেখক: মানোএল দা আসসুম্পসাঁউ
-
তিনি এটি রচনা করেন বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে।
-
-
হ্যালহেডের ব্যাকরণ (১৭৭৮ খ্রি.)
-
প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
বইটির নাম: “A Grammar of the Bengal Language”
-
এটি ইংরেজিতে রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ।
-
-
উইলিয়াম কেরির ব্যাকরণ (১৮০১ খ্রি.)
-
রচিত ইংরেজি ভাষায় “A Grammar of the Bengalee Language”।
-
পরবর্তীতে, ১৮৪৬ সালে জন রবিনসন এই গ্রন্থের বঙ্গানুবাদ প্রকাশ করেন।
-
-
রামমোহন রায়ের ব্যাকরণ (১৮২৬ ও ১৮৩৩ খ্রি.)
-
১৮২৬ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় একটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
১৮৩৩ সালে প্রকাশিত ‘গৌড়ীয় ব্যাকরণ’ হলো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ); বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 1 month ago
A
ভাষ - ভাষা
B
ভাস - ভাসা
C
ভজন - ভোজন
D
মতি - মোতি
বাংলা ভাষায় অনেক শব্দজোড় আছে যেগুলো সমার্থক অর্থ প্রকাশ করে বা উচ্চারণে কাছাকাছি হলেও ভিন্ন অর্থ বহন করে। সঠিক ব্যবহার না করলে বাক্যের অর্থ পরিবর্তিত হতে পারে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দজোড় দেওয়া হলো—
-
সমার্থক শব্দজোড়: ভাষ–ভাষা
অর্থ: কথা।
অন্যদিকে—
-
ভজন অর্থ প্রার্থনা।
-
ভোজন অর্থ আহার।
-
ভাষ অর্থ কথা।
-
ভাস অর্থ দীপ্তি।
-
ভাষা অর্থ কথা।
-
ভাসা অর্থ ভেসে থাকা।
-
মতি অর্থ বুদ্ধি।
-
মোতি অর্থ মুক্তা।
উৎস:
0
Updated: 1 month ago
'কটক' শব্দের অর্থ -
Created: 1 month ago
A
কোমর
B
বক্রদৃষ্টি
C
হাতের অলংকার
D
বাতাস
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, কটক শব্দের অর্থ হলো হাতের অলংকার।
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অনিল = বাতাস
-
কটি = কোমর
-
কটাক্ষ = বক্রদৃষ্টি
উৎস:
0
Updated: 1 month ago
'আসরে নামা' বাগ্ধারার অর্থ -
Created: 1 month ago
A
বিপর্যস্ত অবস্থা
B
আবির্ভূত হওয়া
C
হতবুদ্ধি হওয়া
D
সচেতন হওয়া
বাংলা ভাষায় ‘আসরে নামা’ বাগধারার অর্থ হলো আবির্ভূত হওয়া। একইভাবে, বিভিন্ন বাগধারা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে।
-
আসরে নামা → আবির্ভূত হওয়া
-
আক্কেল গুড়ুম → হতবুদ্ধি হওয়া
-
টনক নড়া → সচেতন হওয়া
-
ঝড়ো কাক → বিপর্যস্ত অবস্থা
উৎস:
0
Updated: 1 month ago