'রাজপুত্র' কোন সমাস?
A
কর্মধারয়
B
তৎপুরুষ
C
বহুব্রীহি
D
দ্বন্দ্ব
উত্তরের বিবরণ
ষষ্ঠী তৎপুরুষ সমাস
সংজ্ঞা:
পূর্বপদের ষষ্ঠী বিভক্তি (–র, –এর) লোপ হয়ে যে সমাস গঠিত হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ার ঘাট → খেয়াঘাট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 1 month ago
'চৌরাস্তা' - শব্দটি কোন সমাস?
Created: 3 weeks ago
A
কর্মধারায়
B
উপপদ তৎপুরুষ
C
দ্বিগু
D
সংখ্যাবাচক বহুব্রীহি
দ্বিগু সমাস:
যে সমাসে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদ যুক্ত হয়ে সমষ্টি বা মিলনের অর্থ প্রকাশ করে, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসফল পদটি সাধারণত বিশেষ্য পদ হয়।
উদাহরণ:
-
তিন কালের সমাহার = ত্রিকাল
-
চৌরাস্তার সমাহার = চৌরাস্তা
-
তিন মাথার সমাহার = তেমাথা
-
শত অব্দের সমাহার = শতাব্দী ইত্যাদি
0
Updated: 3 weeks ago
‘বীণাপাণি’ সমস্তপদটি কোন সমাস?
Created: 1 month ago
A
ব্যধিকরণে বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
মধ্যপদলোপী বহুব্রীহি
D
অলুক বহুব্রীহি
যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের দুটিই বিশেষ্যপদ হয়, তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন - বীণা পানিতে যার = বীণাপাণি আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ।
0
Updated: 1 month ago
'ছাত্রসমাজ' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Created: 1 month ago
A
উপসর্গ
B
প্রত্যয়
C
সমাস
D
বলক যোগে
‘ছাত্রসমাজ’ - শব্দটি সমাস প্রক্রিয়ায় গঠিত তৎপুরুষ সমাস।
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ: ছাত্রের সমাজ = ছাত্রসমাজ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)
0
Updated: 1 month ago