A
Gulliver’s Travels – Jonathan Swift
B
The Panchatantra – Indian Literature
C
Paradise Lost – John Milton
D
Hamlet – William Shakespeare
উত্তরের বিবরণ
Fable হলো একটি ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রাচীন গ্রিকের Aesop’s Fables, ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং ফ্রান্সের La Fontaine’s Fables হলো এর বিখ্যাত উদাহরণ। Fable-এর বৈশিষ্ট্য হলো— এতে চরিত্র সাধারণত প্রাণী হয় এবং গল্পের শেষে একটি নীতি বা শিক্ষা প্রদান করা হয়। যেমন, The Fox and the Grapes শিখায় “যা পাওয়া যায় না তা অবহেলা করা সহজ।” The Panchatantra ভারতীয় সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন যেখানে পাঁচ খণ্ডে বিভিন্ন নৈতিক গল্প বলা হয়েছে। তাই সঠিক উত্তর হলো “The Panchatantra।”

0
Updated: 1 day ago
What is the main difference between Literary Terms and Figures of Speech?
Created: 1 day ago
A
Literary Terms are broader concepts, and Figures of Speech are limited to decoration
B
Figures of Speech are broader, Literary Terms are limited
C
Both are the same
D
None of the above
Literary Terms বলতে বোঝায় সাহিত্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সব ধরনের ধারণা, ধারা, কৌশল ও গঠন (যেমন— Allegory, Tragedy, Catharsis, Stream of Consciousness)। এগুলো সাহিত্য বোঝা ও বিশ্লেষণের বৃহত্তর কাঠামো। অন্যদিকে Figures of Speech হলো ভাষার অলংকার বা সাজসজ্জা, যা বাক্যকে সুন্দর ও শিল্পসম্মত করে তোলে (যেমন— Simile, Metaphor, Alliteration, Personification, Hyperbole ইত্যাদি)। অর্থাৎ সব Figures of Speech হলো Literary Terms, কিন্তু সব Literary Terms Figures of Speech নয়। সহজভাবে বললে, Literary Terms সাহিত্যকর্মের পুরো বিশ্লেষণকে নির্দেশ করে, কিন্তু Figures of Speech শুধু ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপ্তি ও কার্যকারিতায়।

0
Updated: 1 day ago
Which of the following is an example of a Mock Epic?
Created: 1 day ago
A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।

0
Updated: 1 day ago
Somnambulism” can be related to which character?
Created: 1 week ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
English
English Grammar
English Literature
Literary terms and genres
Machiavellian Character
No subjects available.
Lady Macbeth’s Sleepwalking – Act 5, Scene 1
-
Medical Term: Somnambulism (sleepwalking)
-
Scene: Act 5, Scene 1 – a doctor and a gentlewoman observe Lady Macbeth sleepwalking.
-
Behavior: She talks in her sleep and attempts to wash imaginary bloodstains from her hands.
-
Significance: Her actions reveal her overwhelming guilt over the murders committed by Macbeth.

0
Updated: 1 week ago