The word 'plurality' means-
A
The letter 'S'
B
Chaos and confusion
C
Men and women
D
The holding of more than one office at a time
উত্তরের বিবরণ
Plurality (noun)
Plural: pluralities
English Meaning:
-
A state or condition where there are many different kinds or types of something; variety or multiplicity.
-
The quality of being plural or made up of more than one; for example, "a plurality of worlds" implies multiple worlds. In grammar, it refers to forms indicating more than one (as in plural verbs).
-
In politics or official context, it can also mean the holding of more than one office at the same time.
Bangla Meaning:
১। [Uncountable noun] বিভিন্নতা বা বহুত্ব; [Countable noun] অনেক সংখ্যক কিছু; (ভোট ইত্যাদির ক্ষেত্রে) সংখ্যাগরিষ্ঠতা বা অধিকাংশ।
২। [Uncountable noun] একাধিক পদ বা দায়িত্ব একসাথে ধারণ করার অবস্থা (বহুপদাধিকার); [Countable noun] যুগ্মভাবে ধারণ করা পদ বা দায়িত্ব (যুগ্মাধিকার)।
Example Usage:
-
The plurality of cultures in a cosmopolitan city enriches its identity.
-
He was criticized for holding a plurality of offices in the administration.
Sources:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago
What is the meaning of the word "Animosity"?
Created: 2 weeks ago
A
Anonymous
B
Malice
C
Affection
D
Insipid
• The Correct answer is: খ) Malice.
-
Animosity (noun)
-
Bangla Meaning: বিদ্বেষ; সক্রিয় শত্রুতা
-
English Meaning: a strong feeling of dislike or hatred
-
-
Malice (noun)
-
Bangla Meaning: অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা
-
English Meaning: desire to cause pain, injury, or distress to another
-
• Other options:
-
ক) Anonymous (Adj)
-
Bangla Meaning: নামহীন বা অপ্রকাশিত নাম
-
English Meaning: of unknown authorship or origin
-
-
গ) Affection (noun)
-
Bangla Meaning: স্নেহ; প্রেম; মমত্ব
-
English Meaning: a feeling of liking and caring for someone or something
-
-
ঘ) Insipid (Adj)
-
Bangla Meaning: বিরস; নীরস; অরসিক; বিস্বাদ; অস্বাদু
-
English Meaning: lacking in qualities that interest, stimulate, or challenge
-
Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.

0
Updated: 2 weeks ago
What does Climax mean?
Created: 3 days ago
A
The rise of story
B
The fall of story
C
The peak of story
D
The base of story
Climax (ক্লাইম্যাক্স)
-
সংজ্ঞা: কোনো গল্প, নাটক বা উপন্যাসের সবচেয়ে নাটকীয় ও আবেগঘন মুহূর্ত, যেখানে কাহিনী সর্বোচ্চ উত্তেজনায় পৌঁছে।
-
গঠন: ক্লাইম্যাক্স হলো মূল টার্নিং পয়েন্ট—যেখানে Rising Action শেষ হয়ে Falling Action শুরু হয়।
-
আলঙ্কারিক অর্থ: শব্দ বা বাক্যগুলোকে এমনভাবে সাজানো যাতে প্রতিটি ধাপ আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা শক্তিশালী হয়।
উদাহরণ:
-
Antigone: Antigone-এর মৃত্যু হলো ক্লাইম্যাক্স।
-
Macbeth: Banquo-এর ভূত দেখে Macbeth-এর ভয় পাওয়া—এটি নাটকের ক্লাইম্যাক্স।
-
বাক্য উদাহরণ: "He smiles, he laughs and he roars." → এখানে he roars হলো ক্লাইম্যাক্স।
সারসংক্ষেপ:
ক্লাইম্যাক্স হলো গল্পের শিখর মুহূর্ত, যেখানে উত্তেজনা সর্বাধিক থাকে এবং পাঠক বা দর্শকের আবেগ চরমে পৌঁছে।

0
Updated: 3 days ago
EQUIVOCAL means
Created: 2 months ago
A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago