A
The letter 'S'
B
Chaos and confusion
C
Men and women
D
The holding of more than one office at a time
উত্তরের বিবরণ
Plurality (noun)
Plural: pluralities
English Meaning:
-
A state or condition where there are many different kinds or types of something; variety or multiplicity.
-
The quality of being plural or made up of more than one; for example, "a plurality of worlds" implies multiple worlds. In grammar, it refers to forms indicating more than one (as in plural verbs).
-
In politics or official context, it can also mean the holding of more than one office at the same time.
Bangla Meaning:
১। [Uncountable noun] বিভিন্নতা বা বহুত্ব; [Countable noun] অনেক সংখ্যক কিছু; (ভোট ইত্যাদির ক্ষেত্রে) সংখ্যাগরিষ্ঠতা বা অধিকাংশ।
২। [Uncountable noun] একাধিক পদ বা দায়িত্ব একসাথে ধারণ করার অবস্থা (বহুপদাধিকার); [Countable noun] যুগ্মভাবে ধারণ করা পদ বা দায়িত্ব (যুগ্মাধিকার)।
Example Usage:
-
The plurality of cultures in a cosmopolitan city enriches its identity.
-
He was criticized for holding a plurality of offices in the administration.
Sources:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 months ago
What is the meaning of the word 'sequences'?
Created: 2 months ago
A
to follow
B
round up
C
withdraw
D
question closely
Sequence — পরম্পরা, ক্রম, অনুক্রম, আনুপূর্ব, পারম্পর্য, অনুলোপ।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণঃ
ক) To follow — অনুসরণ করা, ধারাবাহিকভাবে ক্রম মেনে চলা।
খ) Round up — পূর্ণ সংখ্যায় নিয়ে আসা; তাড়া করে একত্রিত করা বা গ্রেফতার করা।
গ) Withdraw — সরে যাওয়া; তুলে নেওয়া বা সরিয়ে ফেলা।
ঘ) Question closely — গভীরভাবে প্রশ্ন করা।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায়, উল্লেখিত অপশনগুলোর মধ্যে "to follow" শব্দটির অর্থই সবচেয়ে বেশি "Sequence" শব্দের সাথে সঙ্গতিপূর্ণ।
অতএব, বলা যায়:
The meaning of the word ‘sequences’ is “to follow”.
উৎস:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Oxford Learner’s Dictionary

0
Updated: 2 months ago
Choose the correct meaning of the following words "Handy"
Created: 1 week ago
A
comfortable
B
useful
C
convenient to handle or use
D
necessary
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে "Convenient to handle or use" এবং "Useful" — এই দুটি শব্দই ‘Handy’ শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
তবে অপশনগুলোতে একাধিক সঠিক উত্তর থাকায় নির্দিষ্টভাবে সঠিক উত্তর নির্বাচন করা সম্ভব হয়নি।
• Handy
ইংরেজি অর্থ: সহজে ব্যবহারযোগ্য বা পরিচালনাযোগ্য; উপকারী।
বাংলা অর্থ: হাতে কাজ করার ক্ষেত্রে দক্ষ; কার্যকরী বা কুশলী।
• দেওয়া অপশনগুলোর মধ্যে —
ক) Comfortable – আরামদায়ক
খ) Useful – দরকারি, ব্যবহার্য, উপকারী
গ) Convenient to handle or use – সহজে ব্যবহারের উপযোগী; সুবিধাজনক
ঘ) Necessary – প্রয়োজনীয়, অপরিহার্য
তথ্যসূত্র:
-
Collins Dictionary
-
বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত Accessible Dictionary

0
Updated: 1 week ago
The word bounty is closest in meaning to
Created: 1 week ago
A
generosity
B
familiar
C
dividing line
D
sympathy
• শব্দ ‘bounty’-র অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ‘generosity’ বা উদারতার।
• Bounty (noun) (plural: bounties)
(১) [Uncountable noun] (আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত) অকৃপণ দান বা প্রাচুর্যপূর্ণ উদারতা।
(২) [Countable noun] দরিদ্র বা প্রয়োজনে থাকা মানুষদের প্রতি বদান্য আচরণ বা দান।
(৩) উৎপাদন বাড়ানো কিংবা বিপজ্জনক বন্যপ্রাণী নিধনের মতো কার্যকলাপে উৎসাহ প্রদানের জন্য সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক দেওয়া পুরস্কার বা নগদ অর্থ।
• Generosity (noun)
– যার অর্থ হলো উদারতা, সহৃদয়তা ও মহানুভবতা।
• প্রশ্নে উল্লেখিত অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
familiar – পরিচিত বা সুপরিচিত।
-
dividing line – বিভাজনকারী রেখা বা সীমা।
-
sympathy – সহানুভূতি, সহমর্মিতা বা অনুকম্পা।
• উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায় যে, অর্থের দিক থেকে ‘bounty’ শব্দটির সবচেয়ে কাছাকাছি প্রতিশব্দ হলো generosity।
তথ্যসূত্র: বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।

0
Updated: 1 week ago