'আরক্ত' শব্দের অর্থ কী?
A
লাল রং
B
রক্তবর্ণ
C
ইষৎ রক্তবর্ণ
D
গাঢ় লাল
উত্তরের বিবরণ
শব্দার্থ
-
আরক্ত → ইষৎ রক্তবর্ণ
-
নিমিত্তে → অনুরোধ
-
শীকর → জলকণা
-
চলমান → গতিশীল
-
কর্বূর → রাক্ষস
-
উৎকোচ → ঘুষ
-
উৎকুন → উকুন
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
Created: 2 months ago
A
একাগ্রতায়
B
সমান ব্যবহারে
C
সম ভাবনায়
D
একযোগে
‘সমভিব্যাহারে’ শব্দটি হলো একটি ক্রিয়াবিশেষণ। এটি সংস্কৃত ও বাংলা মিলিতভাবে গঠিত। অর্থাৎ, শব্দটি গঠনের দিক থেকে দুই ভাষার সংমিশ্রণ।
শব্দটির অর্থ:
-
সঙ্গে
-
একসঙ্গে বা সংঘবদ্ধভাবে
অপরদিকে, ‘একযোগে’ শব্দের অর্থও হলো:
-
একত্রে
-
একসঙ্গে
-
যুগপৎ বা সম্মিলিতভাবে
সুতরাং, ‘সমভিব্যাহারে’ শব্দটির ব্যবহার মূলত ‘একযোগে’ অর্থে হয়।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
শিখণ্ডী শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
কবুতর
B
কোকিল
C
খরগোশ
D
ময়ূর
‘শিখণ্ডী’ শব্দটি দ্বারা বোঝানো হয় ময়ূর।
• ‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী এবং বর্হিণ।
অন্যদিকে,
-
‘খরগোশ’ শব্দের একটি সমার্থক শব্দ হলো শশক।
-
‘কবুতর’ শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়: কপোত, নোটন, পায়রা ও পারাবত।
-
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে: অন্যপুষ্ট, কলকণ্ঠ এবং পিক।
তথ্যসূত্র: বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান এবং ড. সৌমিত্র শেখর প্রণীত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
0
Updated: 2 months ago
Quarterly শব্দের অর্থ কী?
Created: 2 months ago
A
সাপ্তাহিক
B
পাক্ষিক
C
ষান্মাসিক
D
ত্রৈমাসিক
‘Quarterly’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো ত্রৈমাসিক।
এছাড়াও,
-
‘Daily’ শব্দটির বাংলা পরিভাষা দৈনিক পত্র।
-
‘Periodical’ শব্দের বাংলা রূপ সাময়িকী।
-
‘Half-yearly’ অর্থে ব্যবহৃত হয় ষাণ্মাসিক।
-
‘Annuity’ শব্দের পরিভাষা বার্ষিক।
-
‘Fortnightly’ এর জন্য বাংলায় ব্যবহৃত হয় পাক্ষিক।
-
‘Weekly’ শব্দটির বাংলা পরিভাষা সাপ্তাহিক।
উৎস: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।
0
Updated: 2 months ago