A
Ode to a Nightingale
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
Elegy Written in a Country Churchyard
উত্তরের বিবরণ
Ode হলো এক ধরনের lyric কবিতা যেখানে গভীর অনুভূতি, দার্শনিক ভাবনা বা প্রশংসা প্রকাশ করা হয়। John Keats Ode ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর বিখ্যাত Odes হলো— Ode to a Nightingale, Ode on a Grecian Urn, Ode on Melancholy, Ode to Psyche। এগুলোতে তিনি সৌন্দর্য, ক্ষণস্থায়ীতা এবং শিল্পের চিরন্তনতা নিয়ে আলোচনা করেছেন। “Ode to a Nightingale”-তে তিনি পাখির গান শুনে চিরস্থায়ী সুখের কল্পনা করেছেন, যেখানে মানুষ দুঃখ-কষ্ট থেকে মুক্ত। অন্যদিকে Shelley লিখেছেন Ode to the West Wind ও Ode to a Skylark। সুতরাং Keats-এর কাজের সঠিক উত্তর হলো “Ode to a Nightingale।”

0
Updated: 1 day ago
Which of the following is the best example of Satire?
Created: 1 day ago
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।

0
Updated: 1 day ago
Somnambulism” can be related to which character?
Created: 1 week ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
English
English Grammar
English Literature
Literary terms and genres
Machiavellian Character
No subjects available.
Lady Macbeth’s Sleepwalking – Act 5, Scene 1
-
Medical Term: Somnambulism (sleepwalking)
-
Scene: Act 5, Scene 1 – a doctor and a gentlewoman observe Lady Macbeth sleepwalking.
-
Behavior: She talks in her sleep and attempts to wash imaginary bloodstains from her hands.
-
Significance: Her actions reveal her overwhelming guilt over the murders committed by Macbeth.

0
Updated: 1 week ago
A
person who writes about his own life writes-
Created: 1 month ago
A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.

0
Updated: 1 month ago