'অতিথি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
A
কুটুম
B
অভ্যাগত
C
কুটম্ব
D
ভোজালি
উত্তরের বিবরণ
‘অতিথি’ এর প্রতিশব্দ
-
‘অতিথি’ এর প্রতিশব্দ নয়: ভোজালি
-
কারণ: ভোজালি অর্থ বাঁকানো ছোরাবিশেষ।
-
-
‘অতিথি’ এর প্রতিশব্দ:
-
অভ্যাগত
-
মেহমান
-
নিমন্ত্রিত
-
আমন্ত্রিত
-
কুটুম
-
কুটুম্ব
-
আগন্তুক
-
উৎস: ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
সূর্য- এর প্রতিশব্দ নয় কোনটি?
Created: 1 month ago
A
আদিত্য
B
ভাস্কর
C
অরুণ
D
শশাঙ্ক
‘সূর্য’ শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে রবি, সবিতা, দিবাকর, আদিত্য এবং অন্যান্য সমার্থক শব্দ। এটি সূর্যের বিভিন্ন রূপ বা প্রসঙ্গে ব্যবহার করা যায়।
-
সূর্য = রবি, সবিতা, দিবাকর, আদিত্য, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি
অন্যান্য:
-
শশাঙ্ক = চাঁদ
উৎস:
0
Updated: 1 month ago
কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
Created: 2 months ago
A
পাবক
B
মারুত
C
পবন
D
অনিল
'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ।
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
0
Updated: 2 months ago
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'হাতি'
Created: 1 month ago
A
বারণ
B
অশ্ম
C
উপল
D
কোনোটিই নয়
হাতি, পাথর ও ঘোড়া শব্দগুলোর সমার্থক শব্দগুলো নিম্নরূপ整理 করা হলো।
-
হাতি
-
সমার্থক শব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল
-
-
পাথর
-
সমার্থক শব্দ: পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর
-
-
ঘোড়া
-
সমার্থক শব্দ: অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ
-
0
Updated: 1 month ago