'অতিথি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
A
কুটুম
B
অভ্যাগত
C
কুটম্ব
D
ভোজালি
উত্তরের বিবরণ
‘অতিথি’ এর প্রতিশব্দ
-
‘অতিথি’ এর প্রতিশব্দ নয়: ভোজালি
-
কারণ: ভোজালি অর্থ বাঁকানো ছোরাবিশেষ।
-
-
‘অতিথি’ এর প্রতিশব্দ:
-
অভ্যাগত
-
মেহমান
-
নিমন্ত্রিত
-
আমন্ত্রিত
-
কুটুম
-
কুটুম্ব
-
আগন্তুক
-
উৎস: ভাষা শিক্ষা – ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়-
Created: 1 month ago
A
শ্রান্তি
B
হর্ষ
C
পরিতোষ
D
প্রমোদ
‘আনন্দ’ শব্দের সমার্থক ও অপ্রয়োগিত শব্দ সম্পর্কে আমরা জানতে পারি যে এটি বিভিন্ন ধরনের সুখ বা উত্তেজনা প্রকাশের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এর বিপরীত বা অপ্রয়োগিত শব্দ ভুলভাবে ব্যবহারের ফলে অর্থ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
-
‘আনন্দ’-এর সমার্থক শব্দ: উচ্ছ্বাস, উল্লাস, স্ফুরণ, খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ।
-
‘আনন্দ’-এর সমার্থক নয়: শ্রান্তি।
-
‘শ্রান্তি’ শব্দের অর্থ: বিরাম, পরিশ্রমজনিত অবসাদ, নিবৃত্তি।
-
0
Updated: 1 month ago
'আফতাব' শব্দের সমার্থক কোনটি?
Created: 2 months ago
A
অর্ণব
B
রাতুল
C
অর্ক
D
জলধি
‘সূর্য’ শব্দের কিছু সমার্থক শব্দ হলো – অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি এবং সবিতা।
আরও কিছু উদাহরণ:
-
সাগর শব্দের সমার্থক: জলধি, অর্ণব।
-
রাতুল শব্দের সমার্থক: লাল।
তথ্যসূত্র: ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা বই এবং বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'হাতি'
Created: 1 month ago
A
বারণ
B
অশ্ম
C
উপল
D
কোনোটিই নয়
হাতি, পাথর ও ঘোড়া শব্দগুলোর সমার্থক শব্দগুলো নিম্নরূপ整理 করা হলো।
-
হাতি
-
সমার্থক শব্দ: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল
-
-
পাথর
-
সমার্থক শব্দ: পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর
-
-
ঘোড়া
-
সমার্থক শব্দ: অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ
-
0
Updated: 1 month ago