A
Petrarchan Sonnet
B
Shakespearean Sonnet
C
Spenserian Sonnet
D
Romantic Sonnet
উত্তরের বিবরণ
Sonnet হলো ১৪ লাইনের একটি কবিতা, সাধারণত iambic pentameter-এ লেখা হয়। এর মূলত তিনটি প্রকার রয়েছে: Petrarchan (Italian), Shakespearean (English), এবং Spenserian। Petrarchan sonnet এ থাকে octave (৮ লাইন) এবং sestet (৬ লাইন)। Shakespearean sonnet এ থাকে তিনটি quatrain এবং একটি rhymed couplet। Spenserian sonnet এ rhyme linking এর বৈশিষ্ট্য থাকে (ABAB BCBC CDCD EE)। তবে Romantic Sonnet বলে কোনো নির্দিষ্ট ধারা নেই; বরং Romantic যুগের কবিরা (যেমন Wordsworth, Keats, Shelley) বিভিন্ন ধরনের sonnet লিখেছেন। তাই Romantic Sonnet কোনো প্রাতিষ্ঠানিক রূপ নয়।

0
Updated: 1 day ago
Which of the following is one of the six elements of Tragedy according to Aristotle?
Created: 1 day ago
A
Allegory
B
Plot
C
Elegy
D
Satire
Aristotle তাঁর Poetics-এ Tragedy-এর ছয়টি মূল উপাদান উল্লেখ করেছেন: Plot, Character, Diction, Thought, Spectacle, এবং Song (Music)। এর মধ্যে Plot সবচেয়ে গুরুত্বপূর্ণ। Plot হলো ঘটনাবলীর বিন্যাস, যেখানে একটি শুরু, মধ্য ও শেষ থাকে। এটি নাটকের আত্মা বা মেরুদণ্ড। Aristotle বলেন, চরিত্র বা ভাষার চাইতেও Plot বেশি জরুরি, কারণ ঘটনাবলীই ট্র্যাজেডির আবেগকে (pity এবং fear) জাগ্রত করে। যেমন Oedipus Rex-এ Plot এমনভাবে সাজানো যে সত্য উদ্ঘাটন এবং অনিবার্য পতন দর্শককে গভীরভাবে নাড়া দেয়। তাই Tragedy-এর মূল ভিত্তি Plot, এবং এটি ছয় উপাদানের মধ্যে প্রধানতম।

1
Updated: 1 day ago
Which of the following is a type of Drama based on real events or kings?
Created: 1 day ago
A
Absurd Drama
B
Historical Drama
C
Tragicomedy
D
Morality Play
Drama হলো অভিনয়ের জন্য রচিত সাহিত্যরূপ। এর বিভিন্ন ধরন আছে— Tragedy, Comedy, Tragicomedy, Historical Drama এবং Absurd Drama। Historical Drama বাস্তব ঘটনা বা রাজাদের জীবনের ওপর ভিত্তি করে লেখা হয়। Shakespeare এই ধারার শ্রেষ্ঠ নাট্যকার। তাঁর Henry IV, Richard III প্রভৃতি নাটক সরাসরি ইতিহাস থেকে নেওয়া। Historical Drama-তে রাজনীতি, যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং ঐতিহাসিক সত্য নাটকীয় আঙ্গিকে উপস্থাপন করা হয়। অন্যদিকে Absurd Drama জীবনের অর্থহীনতা দেখায়, Tragicomedy-তে ট্র্যাজেডি ও কমেডি মিশ্রিত থাকে। তাই সঠিক উত্তর হলো Historical Drama।

0
Updated: 1 day ago
Which of the following is the correct definition of an Epic?
Created: 1 day ago
A
A short lyrical poem about love
B
A long narrative poem about heroic deeds
C
A play with comic and tragic elements
D
A poem of mourning
Epic হলো দীর্ঘ narrative poem যেখানে বীরপুরুষের অভিযান, দেবতা, যুদ্ধ এবং সমাজের মূলনীতি বর্ণিত হয়। Aristotle বলেছেন, Epic হলো “representation in the form of narrative verse” যা Tragedy-এর মতো নাটকীয়ভাবে গঠিত হওয়া উচিত। বিখ্যাত Epic-এর মধ্যে আছে Homer-এর Iliad ও Odyssey, Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost এবং Anglo-Saxon এর Beowulf। Epic দুটি ধরণের হতে পারে: Primary/Oral Epic (যেমন Mahabharata, Ramayana, Iliad) যা প্রজন্ম থেকে মুখে মুখে প্রচারিত, এবং Secondary/Literary Epic (যেমন Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost) যা নির্দিষ্ট কবির লেখা। Epic কেবল বীরত্ব নয়, বরং সমাজের ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে। তাই এর সংজ্ঞা হলো— a long narrative poem about heroic deeds।

0
Updated: 1 day ago