Which of the following is an example of a Fable?
A
Gulliver’s Travels – Jonathan Swift
B
The Panchatantra – Indian Literature
C
Paradise Lost – John Milton
D
Hamlet – William Shakespeare
উত্তরের বিবরণ
Fable হলো একটি ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রাচীন গ্রিকের Aesop’s Fables, ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং ফ্রান্সের La Fontaine’s Fables হলো এর বিখ্যাত উদাহরণ। Fable-এর বৈশিষ্ট্য হলো— এতে চরিত্র সাধারণত প্রাণী হয় এবং গল্পের শেষে একটি নীতি বা শিক্ষা প্রদান করা হয়। যেমন, The Fox and the Grapes শিখায় “যা পাওয়া যায় না তা অবহেলা করা সহজ।” The Panchatantra ভারতীয় সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন যেখানে পাঁচ খণ্ডে বিভিন্ন নৈতিক গল্প বলা হয়েছে। তাই সঠিক উত্তর হলো “The Panchatantra।”
0
Updated: 1 month ago
What is the main difference between Literary Terms and Figures of Speech?
Created: 1 month ago
A
Literary Terms are broader concepts, and Figures of Speech are limited to decoration
B
Figures of Speech are broader, Literary Terms are limited
C
Both are the same
D
None of the above
Literary Terms বলতে বোঝায় সাহিত্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সব ধরনের ধারণা, ধারা, কৌশল ও গঠন (যেমন— Allegory, Tragedy, Catharsis, Stream of Consciousness)। এগুলো সাহিত্য বোঝা ও বিশ্লেষণের বৃহত্তর কাঠামো। অন্যদিকে Figures of Speech হলো ভাষার অলংকার বা সাজসজ্জা, যা বাক্যকে সুন্দর ও শিল্পসম্মত করে তোলে (যেমন— Simile, Metaphor, Alliteration, Personification, Hyperbole ইত্যাদি)। অর্থাৎ সব Figures of Speech হলো Literary Terms, কিন্তু সব Literary Terms Figures of Speech নয়। সহজভাবে বললে, Literary Terms সাহিত্যকর্মের পুরো বিশ্লেষণকে নির্দেশ করে, কিন্তু Figures of Speech শুধু ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপ্তি ও কার্যকারিতায়।
1
Updated: 1 month ago
The Three Unities in drama are—
Created: 1 month ago
A
Unity of Action, Time, and Place
B
Unity of Character, Plot, and Style
C
Unity of Thought, Music, and Diction
D
Unity of Comedy, Tragedy, and Satire
Aristotle-এর Poetics থেকে গ্রীক নাট্যশিল্পে যে তত্ত্ব গড়ে ওঠে তা হলো Three Unities। এগুলো হলো— Unity of Action (একটি মূল কাহিনি থাকবে, অপ্রাসঙ্গিক subplot থাকবে না), Unity of Time (ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে), এবং Unity of Place (পুরো নাটক এক জায়গায় ঘটবে)। উদাহরণস্বরূপ, Sophocles-এর Oedipus Rex এই তিনটি Unity প্রায় পুরোপুরি মান্য করে। Shakespeare নাটকে Three Unities মানেননি, বরং বহুমাত্রিক plot ও বহু স্থান ব্যবহার করেছেন। Three Unities নাটককে সংহত ও বাস্তবসম্মত করে, যদিও আধুনিক নাট্যকারেরা এই সীমাবদ্ধতা অতিক্রম করেছেন। তবে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে নাটকের জন্য Unity of Action, Time, and Place অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0
Updated: 1 month ago
Which of the following is the best example of Satire?
Created: 1 month ago
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।
0
Updated: 1 month ago