Which of the following is an example of a Fable?
A
Gulliver’s Travels – Jonathan Swift
B
The Panchatantra – Indian Literature
C
Paradise Lost – John Milton
D
Hamlet – William Shakespeare
উত্তরের বিবরণ
Fable হলো একটি ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রাচীন গ্রিকের Aesop’s Fables, ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং ফ্রান্সের La Fontaine’s Fables হলো এর বিখ্যাত উদাহরণ। Fable-এর বৈশিষ্ট্য হলো— এতে চরিত্র সাধারণত প্রাণী হয় এবং গল্পের শেষে একটি নীতি বা শিক্ষা প্রদান করা হয়। যেমন, The Fox and the Grapes শিখায় “যা পাওয়া যায় না তা অবহেলা করা সহজ।” The Panchatantra ভারতীয় সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন যেখানে পাঁচ খণ্ডে বিভিন্ন নৈতিক গল্প বলা হয়েছে। তাই সঠিক উত্তর হলো “The Panchatantra।”
0
Updated: 1 month ago
Which of the following is a type of Drama based on real events or kings?
Created: 1 month ago
A
Absurd Drama
B
Historical Drama
C
Tragicomedy
D
Morality Play
Drama হলো অভিনয়ের জন্য রচিত সাহিত্যরূপ। এর বিভিন্ন ধরন আছে— Tragedy, Comedy, Tragicomedy, Historical Drama এবং Absurd Drama। Historical Drama বাস্তব ঘটনা বা রাজাদের জীবনের ওপর ভিত্তি করে লেখা হয়। Shakespeare এই ধারার শ্রেষ্ঠ নাট্যকার। তাঁর Henry IV, Richard III প্রভৃতি নাটক সরাসরি ইতিহাস থেকে নেওয়া। Historical Drama-তে রাজনীতি, যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং ঐতিহাসিক সত্য নাটকীয় আঙ্গিকে উপস্থাপন করা হয়। অন্যদিকে Absurd Drama জীবনের অর্থহীনতা দেখায়, Tragicomedy-তে ট্র্যাজেডি ও কমেডি মিশ্রিত থাকে। তাই সঠিক উত্তর হলো Historical Drama।
0
Updated: 1 month ago
Which of the following is one of the six elements of Tragedy according to Aristotle?
Created: 1 month ago
A
Allegory
B
Plot
C
Elegy
D
Satire
Aristotle তাঁর Poetics-এ Tragedy-এর ছয়টি মূল উপাদান উল্লেখ করেছেন: Plot, Character, Diction, Thought, Spectacle, এবং Song (Music)। এর মধ্যে Plot সবচেয়ে গুরুত্বপূর্ণ। Plot হলো ঘটনাবলীর বিন্যাস, যেখানে একটি শুরু, মধ্য ও শেষ থাকে। এটি নাটকের আত্মা বা মেরুদণ্ড। Aristotle বলেন, চরিত্র বা ভাষার চাইতেও Plot বেশি জরুরি, কারণ ঘটনাবলীই ট্র্যাজেডির আবেগকে (pity এবং fear) জাগ্রত করে। যেমন Oedipus Rex-এ Plot এমনভাবে সাজানো যে সত্য উদ্ঘাটন এবং অনিবার্য পতন দর্শককে গভীরভাবে নাড়া দেয়। তাই Tragedy-এর মূল ভিত্তি Plot, এবং এটি ছয় উপাদানের মধ্যে প্রধানতম।
1
Updated: 1 month ago
Class relations and societal conflict is the key understanding of-
Created: 2 months ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
সামাজিক , অর্থনৈতিক , রাজনৈতিক , সাংস্কৃতির সকল ক্ষেত্রে নারীদের সমঅধিকার এবং নারীদের উপর আরোপিত নেতিবাচক বিভিন্ন বিষয় থেকে মুক্ত করার তত্ত্ব বা আন্দোলন হচ্ছে। Feminism Structrualism হচ্ছে 'grammar of literature' যা literary text এর form ,genre, structure ইত্যাদি বিষয় আলোচনা করে। Formalism এমন একটি তত্ত্ব যা literature, যা literary text এর form , genre, structure ইত্যাদি বিষয় আলোচনা করে। Formalism এমন একটি তত্ত্ব যা literary test - এর অন্তর্গত বিচার বিশ্লেলণ, মূল্যায়ন,Grammar, Syantax, বাক্যালংকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আর সমাজে শ্রেণি বিভাজন এবং তাদের মধ্যকার সম্পর্ক ও সংঘর্ষ নিয়ে আলোচনা করে Marxism ।সুতরাং (ঘ) সঠিক উত্তর ।
0
Updated: 2 months ago