Which poem is an example of an Ode by John Keats?
A
Ode to a Nightingale
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
Elegy Written in a Country Churchyard
উত্তরের বিবরণ
Ode হলো এক ধরনের lyric কবিতা যেখানে গভীর অনুভূতি, দার্শনিক ভাবনা বা প্রশংসা প্রকাশ করা হয়। John Keats Ode ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর বিখ্যাত Odes হলো— Ode to a Nightingale, Ode on a Grecian Urn, Ode on Melancholy, Ode to Psyche। এগুলোতে তিনি সৌন্দর্য, ক্ষণস্থায়ীতা এবং শিল্পের চিরন্তনতা নিয়ে আলোচনা করেছেন। “Ode to a Nightingale”-তে তিনি পাখির গান শুনে চিরস্থায়ী সুখের কল্পনা করেছেন, যেখানে মানুষ দুঃখ-কষ্ট থেকে মুক্ত। অন্যদিকে Shelley লিখেছেন Ode to the West Wind ও Ode to a Skylark। সুতরাং Keats-এর কাজের সঠিক উত্তর হলো “Ode to a Nightingale।”
0
Updated: 1 month ago
Which of the following is not a type of Sonnet?
Created: 1 month ago
A
Petrarchan Sonnet
B
Shakespearean Sonnet
C
Spenserian Sonnet
D
Romantic Sonnet
Sonnet হলো ১৪ লাইনের একটি কবিতা, সাধারণত iambic pentameter-এ লেখা হয়। এর মূলত তিনটি প্রকার রয়েছে: Petrarchan (Italian), Shakespearean (English), এবং Spenserian। Petrarchan sonnet এ থাকে octave (৮ লাইন) এবং sestet (৬ লাইন)। Shakespearean sonnet এ থাকে তিনটি quatrain এবং একটি rhymed couplet। Spenserian sonnet এ rhyme linking এর বৈশিষ্ট্য থাকে (ABAB BCBC CDCD EE)। তবে Romantic Sonnet বলে কোনো নির্দিষ্ট ধারা নেই; বরং Romantic যুগের কবিরা (যেমন Wordsworth, Keats, Shelley) বিভিন্ন ধরনের sonnet লিখেছেন। তাই Romantic Sonnet কোনো প্রাতিষ্ঠানিক রূপ নয়।
0
Updated: 1 month ago
Which of the following is an example of a Mock Epic?
Created: 1 month ago
A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।
0
Updated: 1 month ago
What is the main difference between Literary Terms and Figures of Speech?
Created: 1 month ago
A
Literary Terms are broader concepts, and Figures of Speech are limited to decoration
B
Figures of Speech are broader, Literary Terms are limited
C
Both are the same
D
None of the above
Literary Terms বলতে বোঝায় সাহিত্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সব ধরনের ধারণা, ধারা, কৌশল ও গঠন (যেমন— Allegory, Tragedy, Catharsis, Stream of Consciousness)। এগুলো সাহিত্য বোঝা ও বিশ্লেষণের বৃহত্তর কাঠামো। অন্যদিকে Figures of Speech হলো ভাষার অলংকার বা সাজসজ্জা, যা বাক্যকে সুন্দর ও শিল্পসম্মত করে তোলে (যেমন— Simile, Metaphor, Alliteration, Personification, Hyperbole ইত্যাদি)। অর্থাৎ সব Figures of Speech হলো Literary Terms, কিন্তু সব Literary Terms Figures of Speech নয়। সহজভাবে বললে, Literary Terms সাহিত্যকর্মের পুরো বিশ্লেষণকে নির্দেশ করে, কিন্তু Figures of Speech শুধু ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপ্তি ও কার্যকারিতায়।
1
Updated: 1 month ago