Which poem is an example of an Ode by John Keats?
A
Ode to a Nightingale
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
Elegy Written in a Country Churchyard
উত্তরের বিবরণ
Ode হলো এক ধরনের lyric কবিতা যেখানে গভীর অনুভূতি, দার্শনিক ভাবনা বা প্রশংসা প্রকাশ করা হয়। John Keats Ode ধারার শ্রেষ্ঠ কবি। তাঁর বিখ্যাত Odes হলো— Ode to a Nightingale, Ode on a Grecian Urn, Ode on Melancholy, Ode to Psyche। এগুলোতে তিনি সৌন্দর্য, ক্ষণস্থায়ীতা এবং শিল্পের চিরন্তনতা নিয়ে আলোচনা করেছেন। “Ode to a Nightingale”-তে তিনি পাখির গান শুনে চিরস্থায়ী সুখের কল্পনা করেছেন, যেখানে মানুষ দুঃখ-কষ্ট থেকে মুক্ত। অন্যদিকে Shelley লিখেছেন Ode to the West Wind ও Ode to a Skylark। সুতরাং Keats-এর কাজের সঠিক উত্তর হলো “Ode to a Nightingale।”
0
Updated: 1 month ago
Which of the following is an example of a Soliloquy?
Created: 1 month ago
A
“Out, out brief candle” – Macbeth
B
“All the world’s a stage” – As You Like It
C
“Friends, Romans, countrymen” – Julius Caesar
D
“To be, or not to be” – Hamlet
Soliloquy হলো একক বক্তৃতা, যেখানে মঞ্চে চরিত্র একা থেকে নিজের চিন্তা ও অনুভূতি ব্যক্ত করে। Shakespeare নাটকে Soliloquy-এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। Hamlet-এর বিখ্যাত “To be, or not to be” Soliloquy তার মানসিক দ্বন্দ্ব— বেঁচে থাকা ভালো না মৃত্যুবরণ— সেই প্রশ্নকে প্রকাশ করে। এটি দর্শককে চরিত্রের অন্তর্দৃষ্টি বুঝতে সাহায্য করে। অন্য Soliloquy-এর উদাহরণ হলো Macbeth-এর “Tomorrow, and tomorrow, and tomorrow,” Iago-এর “I hate the Moor” (Othello), Edmund-এর “Thou, nature, art my goddess” (King Lear)। Soliloquy চরিত্রের মনের অবস্থা উন্মোচন করে, দর্শককে নাটকের গভীরে নিয়ে যায়। তাই Hamlet-এর উক্তিটি Soliloquy-এর শ্রেষ্ঠ উদাহরণ।
0
Updated: 1 month ago
Which of the following is an example of Poetic Justice?
Created: 1 month ago
A
The punishment of Shylock in The Merchant of Venice
B
Hamlet’s death in Shakespeare’s play
C
Willy Loman’s downfall in Death of a Salesman
D
Oedipus’s blindness in Oedipus Rex
Poetic Justice বলতে বোঝায় সাহিত্যে এমন এক নৈতিক ব্যবস্থা যেখানে ভাল চরিত্ররা তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্ররা তাদের দোষের কারণে শাস্তি পায়। Shakespeare-এর The Merchant of Venice-এ Shylock Antonio-র জীবন নষ্ট করতে চাইলে শেষে আইন অনুযায়ী তারই শাস্তি হয়— এটি Poetic Justice-এর উৎকৃষ্ট উদাহরণ। একইভাবে Dickens-এর A Tale of Two Cities এবং Hawthorne-এর The Scarlet Letter এও Poetic Justice দেখা যায়। এর উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে পাঠককে তৃপ্তি দেওয়া। এটি বাস্তব জীবনে সবসময় না হলেও সাহিত্যে পাঠককে ন্যায়বিচারের অনুভূতি দেয়। তাই Shylock-এর শাস্তি হলো Poetic Justice-এর সেরা উদাহরণ।
0
Updated: 1 month ago
Which of the following school of literary writings is connected with a medical theory?
Created: 5 months ago
A
Comedy of Manners
B
Theater of the Absurd
C
Heroic Tragedy
D
Comedy of Humours
‘Comedy of Humours’ টার্মটি এসেছে ল্যাটিন শব্দ ‘humor’ বা ‘umor’ থেকে, যার অর্থ “তরল” বা “দ্রবণ।” মধ্যযুগীয় ও রেনেসাঁর চিকিৎসা তত্ত্বে এটি ব্যবহৃত হতো। তখন ধারণা ছিল, মানুষের শরীর চার ধরনের তরলের সমন্বয়ে গঠিত —
এগুলো হলো: রক্ত (blood), ফ্লেম (phlegm), হলুদ পিত্ত (yellow bile বা choler), এবং কালো পিত্ত (black bile বা melancholy)। যখন এই তরলগুলো সঠিক মাত্রায় ভারসাম্য বজায় রাখে, তখন একজন মানুষের শরীর ও মনের সুস্থতা বজায় থাকে।
Comedy of Humours হল এমন একটি নাট্যধারা, যা মূলত ১৬শ শতকের শেষভাগে ইংরেজ নাট্যকার বেন জনসনের সাথে সম্পর্কিত। এই ধরণের নাটকে চরিত্রগুলো তাদের নিজস্ব ‘হিউমার’ বা মেজাজ অনুযায়ী আচরণ করে। এই হিউমার বা temperaments চার ধরনের হয় —
-
Choleric (খিটখিটে বা বদমেজাজি),
-
Melancholic (বিষণ্ণ বা বিষাদগ্রস্ত),
-
Sanguine (আশাবাদী ও প্রাণবন্ত),
-
Phlegmatic (স্বভাবতই ধীর ও উদাসীন)।
উদাহরণ স্বরূপ: বেন জনসনের নাটক Every Man in His Humour এবং Every Man Out of His Humour হল দুইটি বিখ্যাত ‘Comedy of Humours’।
সূত্র: Britannica ও An ABC of English Literature (ড. এম. মোফিজার রহমান)।
0
Updated: 5 months ago