A
William Shakespeare
B
Robert Browning
C
T. S. Eliot
D
John Donne
উত্তরের বিবরণ
Dramatic Monologue হল এক ধরনের কবিতা যেখানে একজন মাত্র বক্তা নীরব শ্রোতার উদ্দেশ্যে কথা বলে। এর বৈশিষ্ট্য হলো single speaker, silent listener, abrupt beginning, colloquial language ইত্যাদি। Robert Browning (1812–1889) এই ধারার প্রকৃত রূপদাতা এবং তাঁকে “Father of Dramatic Monologue” বলা হয়। তাঁর “My Last Duchess,” “Porphyria’s Lover,” এবং “Fra Lippo Lippi” হলো এই ধারার অসাধারণ উদাহরণ। Browning এর কাজের মাধ্যমে Dramatic Monologue ইংরেজি সাহিত্যে স্বতন্ত্র স্থান পায়। এখানে কবি নিজেকে সরাসরি প্রকাশ করেন না বরং চরিত্রের মুখ দিয়ে জীবন, দোষ, গুণ এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন। Dramatic Monologue পাঠকের সামনে চরিত্রের অন্তর্দৃষ্টি ও মানসিক জটিলতা উন্মোচন করে। এই জন্য Browning এর অবদান অনস্বীকার্য।

0
Updated: 1 day ago
Which of the following is a type of Ballad?
Created: 1 day ago
A
Pindaric Ballad
B
Broadside Ballad
C
Romantic Ballad
D
Modernist Ballad
Ballad হলো এক ধরনের narrative poem বা গান যা সাধারণত গল্প বলে। এর প্রধান তিন ধরণ হলো— Traditional/Folk Ballads, Literary/Art Ballads, এবং Broadside/Street Ballads। Broadside Ballad ছিল বিশেষভাবে জনপ্রিয় ১৬শ ও ১৭শ শতকে। এগুলো বড় কাগজে (broadsheet) ছাপা হতো এবং রাস্তায় বিক্রি হতো। এতে সাধারণত কোনো চাঞ্চল্যকর ঘটনা, ঐতিহাসিক তথ্য বা লোককাহিনি কাব্যরূপে লেখা থাকত। Traditional Ballads মুখে মুখে প্রচারিত হতো এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষিত হতো। Literary Ballads আবার নির্দিষ্ট কবিদের দ্বারা রচিত হতো। Coleridge এর The Rime of the Ancient Mariner হলো Literary Ballad-এর উদাহরণ। তাই Ballad-এর নির্দিষ্ট ধরন হিসেবে Broadside Ballad সঠিক উত্তর।

1
Updated: 1 day ago
Which of the following is a feature of a Tragic Hero?
Created: 1 day ago
A
Catharsis
B
Hubris
C
Anagnorisis
D
All of the above
Tragic Hero হলো সেই কেন্দ্রীয় চরিত্র যিনি মহৎ হলেও একটি ভুল বা দুর্বলতার কারণে (Hamartia) পতনের মুখে পড়েন। Aristotle এর Poetics অনুযায়ী Tragic Hero-এর বৈশিষ্ট্যের মধ্যে আছে— Hamartia (Tragic Flaw), Hubris (অতিরিক্ত অহংকার), Peripeteia (ভাগ্যের উল্টোদিক ঘোরা), Anagnorisis (সত্য উপলব্ধির মুহূর্ত), Catharsis (দর্শকের মনে করুণা ও ভয়ের সঞ্চার), এবং Nemesis (ন্যায্য শাস্তি)। উদাহরণস্বরূপ, Oedipus Rex অহংকার ও ভাগ্য এড়াতে না পারার কারণে পতিত হয়। Macbeth ক্ষমতার লোভে ধ্বংস হয়। Hamlet সিদ্ধান্তহীনতার কারণে মৃত্যুর দিকে যায়। Willy Loman নিজের বাস্তবতা স্বীকার করতে না পেরে মৃত্যুবরণ করে। এই বৈশিষ্ট্যগুলো একত্রে Tragic Hero-এর চরিত্র নির্মাণ করে। ফলে উত্তর হবে "All of the above"।

0
Updated: 1 day ago
Which of the following is an example of a Mock Epic?
Created: 1 day ago
A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।

0
Updated: 1 day ago