Which of the following is an example of a Mock Epic?
A
Paradise Lost – John Milton
B
Ulysses – James Joyce
C
The Rape of the Lock – Alexander Pope
D
Hamlet – William Shakespeare
উত্তরের বিবরণ
Mock Epic হলো এমন একটি কাব্যধারা যেখানে গম্ভীর Epic-এর শৈলীকে ব্যবহার করে তুচ্ছ বিষয়কে ব্যঙ্গ করা হয়। এটি ব্যঙ্গাত্মক সাহিত্যর একটি উৎকৃষ্ট রূপ। Alexander Pope এর The Rape of the Lock হলো Mock Epic-এর সেরা উদাহরণ। এখানে Epic-এর গঠন, invocations, supernatural machinery সবই ব্যবহৃত হয়েছে, কিন্তু বিষয় হলো এক মহিলার চুল কেটে নেওয়ার ছোট ঘটনা। এইভাবে Pope সমাজের তুচ্ছতা ও ভণ্ডামিকে হাস্যরসের মাধ্যমে উন্মোচন করেছেন। আরও কিছু উদাহরণ হলো Swift-এর The Battle of the Books এবং Byron-এর Don Juan। তাই “The Rape of the Lock” Mock Epic ধারার সবচেয়ে ক্লাসিক কাজ।
0
Updated: 1 month ago
Which of the following is not a type of Sonnet?
Created: 1 month ago
A
Petrarchan Sonnet
B
Shakespearean Sonnet
C
Spenserian Sonnet
D
Romantic Sonnet
Sonnet হলো ১৪ লাইনের একটি কবিতা, সাধারণত iambic pentameter-এ লেখা হয়। এর মূলত তিনটি প্রকার রয়েছে: Petrarchan (Italian), Shakespearean (English), এবং Spenserian। Petrarchan sonnet এ থাকে octave (৮ লাইন) এবং sestet (৬ লাইন)। Shakespearean sonnet এ থাকে তিনটি quatrain এবং একটি rhymed couplet। Spenserian sonnet এ rhyme linking এর বৈশিষ্ট্য থাকে (ABAB BCBC CDCD EE)। তবে Romantic Sonnet বলে কোনো নির্দিষ্ট ধারা নেই; বরং Romantic যুগের কবিরা (যেমন Wordsworth, Keats, Shelley) বিভিন্ন ধরনের sonnet লিখেছেন। তাই Romantic Sonnet কোনো প্রাতিষ্ঠানিক রূপ নয়।
0
Updated: 1 month ago
Which of the following is a type of Drama based on real events or kings?
Created: 1 month ago
A
Absurd Drama
B
Historical Drama
C
Tragicomedy
D
Morality Play
Drama হলো অভিনয়ের জন্য রচিত সাহিত্যরূপ। এর বিভিন্ন ধরন আছে— Tragedy, Comedy, Tragicomedy, Historical Drama এবং Absurd Drama। Historical Drama বাস্তব ঘটনা বা রাজাদের জীবনের ওপর ভিত্তি করে লেখা হয়। Shakespeare এই ধারার শ্রেষ্ঠ নাট্যকার। তাঁর Henry IV, Richard III প্রভৃতি নাটক সরাসরি ইতিহাস থেকে নেওয়া। Historical Drama-তে রাজনীতি, যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং ঐতিহাসিক সত্য নাটকীয় আঙ্গিকে উপস্থাপন করা হয়। অন্যদিকে Absurd Drama জীবনের অর্থহীনতা দেখায়, Tragicomedy-তে ট্র্যাজেডি ও কমেডি মিশ্রিত থাকে। তাই সঠিক উত্তর হলো Historical Drama।
0
Updated: 1 month ago
The genre of The Rape of the Lock is:
Created: 1 month ago
A
Tragedy
B
Lyric
C
Mock-epic
D
Satire
The Rape of the Lock একটি mock-epic কবিতা, যা Alexander Pope রচনা করেছেন। কবিতাটি heroic couplets আকারে লেখা হয়েছে। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৭১২ সালে, যার মধ্যে কেবল দুটি canto ছিল; পরবর্তীতে ১৭১৪ সালে এটি পাঁচটি canto-তে সম্প্রসারিত হয়। কবিতার কাহিনী একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে দুই পরিবারের মধ্যে বিরোধ মিটানোর উদ্দেশ্য ছিল। গল্পটি তুলে ধরে কিভাবে একজন যুবক এক যুবতীর চুলের লক চুরি করে। পোপ এই তুচ্ছ ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যা সাধারণত মহাজাগতিক বা গুরুত্বপূর্ণ ঘটনার জন্য ব্যবহার করা হয়, যেমন গ্রিক ও ট্রয়ান যুদ্ধের বিবাদ। কবিতায় রয়েছে সাহিত্যের সমৃদ্ধ উল্লেখ ও সমসাময়িক সামাজিক জীবনের ব্যঙ্গাত্মক চিত্র।
Alexander Pope:
-
ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
“Mock Heroic Poet” হিসেবে পরিচিত।
-
কবিতা জটিল বিষয়বস্তু ও সুরুচিপূর্ণ ভাষায় লেখা।
-
ইংরেজি সাহিত্যে তার প্রভাব ব্যাপক।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: An Essay on Criticism, The Rape of the Lock, The Dunciad, An Essay on Man, Eloisa to Abelard, Windsor-Forest।
প্রখ্যাত উক্তি:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
0
Updated: 1 month ago