A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
উত্তরের বিবরণ
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 2 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
'Venerate' Means-
Created: 2 days ago
A
defame
B
abuse
C
respect
D
accuse
Venerate
ইংরেজিতে অর্থ: অত্যন্ত শ্রদ্ধা করা।
বাংলায় অর্থ: গভীর শ্রদ্ধা বা ভক্তি করা; আরাধনা করা।
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) defame – কোনো ব্যক্তির সম্পর্কে মিথ্যা কুৎসা ছড়ানো।
খ) abuse – অন্যায় ব্যবহার বা অমর্যাদা করা।
গ) respect – শ্রদ্ধা করা।
ঘ) accuse – কাউকে দোষারোপ করা।
তাহলে, বুঝতে পারছি:
Venerate এর অর্থ হলো ‘শ্রদ্ধা করা’ বা ‘ভক্তি করা’।
সূত্র: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
EQUIVOCAL means
Created: 1 month ago
A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago