A
সংবাদ প্রভাকর
B
তত্ত্ববোধিনী
C
কল্লোল
D
বঙ্গদর্শন
উত্তরের বিবরণ
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা
-
প্রকাশনা: ১৮৪৩ সালের ১৬ আগস্ট, অক্ষয়কুমার দত্তের সম্পাদনায়।
-
উদ্দেশ্য: ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র হিসেবে ব্রাহ্মধর্মের প্রচার ও সভ্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা।
-
তত্ত্বাবধান: দেবেন্দ্রনাথ ঠাকুর।
-
লেখকরা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ।
-
বিষয়বস্তু: প্রধানত বেদান্ত ও ব্রহ্মবিদ্যা, এছাড়া জ্ঞানবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব ও দর্শন।
-
প্রকাশকাল: ১৮৪৩–১৯৩২।
-
পরবর্তী সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।
অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক পত্রিকা
-
‘সংবাদ প্রভাকর’: বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদনায় ১৮৩৯ সালে দৈনিক রূপে প্রকাশিত।
-
‘কল্লোল’: ১৯২৩ সালে কলকাতা থেকে প্রকাশিত মাসিক পত্রিকা। সম্পাদক: দীনেশরঞ্জন দাস। আধুনিক সাহিত্যের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা।
-
‘বঙ্গদর্শন’: বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনায়, ১৮৭২ সালে প্রথম প্রকাশিত মাসিক পত্রিকা। বাংলা গদ্যের উন্নতি ও লেখকগোষ্ঠী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
ভারত
B
পাকিস্তান
C
বাংলাদেশ
D
সংযুক্ত আরব আমিরাত
এশিয়া কাপ-২০২৫
-
তারিখ: ৯ সেপ্টেম্বর – ২৮ সেপ্টেম্বর, ২০২৫
-
ফরম্যাট: টি-টোয়েন্টি
-
স্থান: সংযুক্ত আরব আমিরাত
-
অংশগ্রহণকারী দল: ৮টি দল
-
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
-
গ্রুপ বিভাজন:
-
এ গ্রুপ: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান
-
বি গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং
-
-
ম্যাচ ব্যবস্থা: প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলবে।

0
Updated: 3 weeks ago
'মৈথিল কোকিল' নামে খ্যাত কে?
Created: 4 hours ago
A
বিদ্যাপতি
B
চণ্ডীদাস
C
আলাওল
D
কালিদাস
বিদ্যাপতি
পরিচয়:
-
মিথিলার রাজসভার কবি।
-
পঞ্চদশ শতকের কবি।
উপাধি:
-
মিথিলার রাজা শিবসিংহ তাঁকে কবিকন্ঠহার উপাধিতে ভূষিত করেন।
-
তাঁকে মৈথিল কোকিল বলা হয়।
-
কারণ: কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, বিদ্যাপতি মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছিলেন।
-
সাহিত্যিক ভূমিকা:
-
বৈষ্ণব কবি।
-
পদসঙ্গীত ধারার রূপকার।
-
শ্রেষ্ঠ কীর্তি: ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 4 hours ago
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
Created: 1 week ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
বদরুদ্দীন উমর
C
মোতাহের হোসেন চৌধুরী
D
মোহাম্মদ নজিবর রহমান
✦ বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান
-
ধরণ: আঞ্চলিক ভাষার সংকলন গ্রন্থ।
-
বিষয়: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার অভিধান ও সংকলন।
-
সম্পাদনা: ড. মুহম্মদ শহীদুল্লাহ
-
প্রথম প্রকাশ: ১৯৬৫ খ্রিস্টাব্দে
-
গুরুত্ব: বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ হিসেবে এটি প্রথম।
✦ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫–১৯৬৯)
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রাম।
-
পরিচয়: শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ।
-
শিক্ষাজীবন:
-
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (তুলনামূলক ভাষাতত্ত্ব, ১৯১২)
-
বি.এল ডিগ্রি (১৯১৪)
-
১৯২৬ সালে ইউরোপে উচ্চশিক্ষা।
-
-
বিশেষত্ব: বহুভাষাবিদ; ১৮টি ভাষা জানতেন, ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে স্বচ্ছন্দে কাজ করেছেন।
✦ উল্লেখযোগ্য রচনা
-
বাংলা সাহিত্যের কথা
-
ভাষা ও সাহিত্য
-
বাংলা ভাষার ইতিবৃত্ত

0
Updated: 1 week ago