Which of the following is a feature of a Tragic Hero?
A
Catharsis
B
Hubris
C
Anagnorisis
D
All of the above
উত্তরের বিবরণ
Tragic Hero হলো সেই কেন্দ্রীয় চরিত্র যিনি মহৎ হলেও একটি ভুল বা দুর্বলতার কারণে (Hamartia) পতনের মুখে পড়েন। Aristotle এর Poetics অনুযায়ী Tragic Hero-এর বৈশিষ্ট্যের মধ্যে আছে— Hamartia (Tragic Flaw), Hubris (অতিরিক্ত অহংকার), Peripeteia (ভাগ্যের উল্টোদিক ঘোরা), Anagnorisis (সত্য উপলব্ধির মুহূর্ত), Catharsis (দর্শকের মনে করুণা ও ভয়ের সঞ্চার), এবং Nemesis (ন্যায্য শাস্তি)। উদাহরণস্বরূপ, Oedipus Rex অহংকার ও ভাগ্য এড়াতে না পারার কারণে পতিত হয়। Macbeth ক্ষমতার লোভে ধ্বংস হয়। Hamlet সিদ্ধান্তহীনতার কারণে মৃত্যুর দিকে যায়। Willy Loman নিজের বাস্তবতা স্বীকার করতে না পেরে মৃত্যুবরণ করে। এই বৈশিষ্ট্যগুলো একত্রে Tragic Hero-এর চরিত্র নির্মাণ করে। ফলে উত্তর হবে "All of the above"।
0
Updated: 1 month ago
Which of the following is an example of a Mock Epic?
Created: 1 month ago
A
The Odyssey – Homer
B
Paradise Lost – John Milton
C
The Rape of the Lock – Alexander Pope
D
Beowulf – Anonymous
Mock Epic হলো এমন এক সাহিত্যধারা যেখানে Epic-এর গম্ভীর শৈলী ব্যবহার করে ছোট বা তুচ্ছ ঘটনাকে ব্যঙ্গ করা হয়। Alexander Pope-এর The Rape of the Lock সবচেয়ে জনপ্রিয় Mock Epic। এখানে এক মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা Epic-এর গাম্ভীর্য দিয়ে বর্ণনা করা হয়েছে। Invocation, supernatural machinery, epic battle ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে হাস্যকরভাবে। এর উদ্দেশ্য হলো অভিজাত সমাজের ভণ্ডামি, ফ্যাশন ও কুসংস্কারকে বিদ্রূপ করা। Mock Epic-এর অন্যান্য উদাহরণ হলো Byron-এর Don Juan এবং Swift-এর The Battle of the Books। Epic-এর আকার ধরে ব্যঙ্গ প্রকাশ করার জন্য এই ধারাটি বিশেষভাবে আলোচিত। তাই সঠিক উত্তর হলো The Rape of the Lock।
0
Updated: 1 month ago
Misanthropist means _____.
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।
0
Updated: 2 months ago
Which of the following is an example of a Fable?
Created: 1 month ago
A
Gulliver’s Travels – Jonathan Swift
B
The Panchatantra – Indian Literature
C
Paradise Lost – John Milton
D
Hamlet – William Shakespeare
Fable হলো একটি ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রাচীন গ্রিকের Aesop’s Fables, ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং ফ্রান্সের La Fontaine’s Fables হলো এর বিখ্যাত উদাহরণ। Fable-এর বৈশিষ্ট্য হলো— এতে চরিত্র সাধারণত প্রাণী হয় এবং গল্পের শেষে একটি নীতি বা শিক্ষা প্রদান করা হয়। যেমন, The Fox and the Grapes শিখায় “যা পাওয়া যায় না তা অবহেলা করা সহজ।” The Panchatantra ভারতীয় সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন যেখানে পাঁচ খণ্ডে বিভিন্ন নৈতিক গল্প বলা হয়েছে। তাই সঠিক উত্তর হলো “The Panchatantra।”
0
Updated: 1 month ago