Which of the following is the best example of Satire?
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
উত্তরের বিবরণ
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।
0
Updated: 1 month ago
A
person who writes about his own life writes-
Created: 2 months ago
A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.
0
Updated: 2 months ago
What is the main difference between Literary Terms and Figures of Speech?
Created: 1 month ago
A
Literary Terms are broader concepts, and Figures of Speech are limited to decoration
B
Figures of Speech are broader, Literary Terms are limited
C
Both are the same
D
None of the above
Literary Terms বলতে বোঝায় সাহিত্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সব ধরনের ধারণা, ধারা, কৌশল ও গঠন (যেমন— Allegory, Tragedy, Catharsis, Stream of Consciousness)। এগুলো সাহিত্য বোঝা ও বিশ্লেষণের বৃহত্তর কাঠামো। অন্যদিকে Figures of Speech হলো ভাষার অলংকার বা সাজসজ্জা, যা বাক্যকে সুন্দর ও শিল্পসম্মত করে তোলে (যেমন— Simile, Metaphor, Alliteration, Personification, Hyperbole ইত্যাদি)। অর্থাৎ সব Figures of Speech হলো Literary Terms, কিন্তু সব Literary Terms Figures of Speech নয়। সহজভাবে বললে, Literary Terms সাহিত্যকর্মের পুরো বিশ্লেষণকে নির্দেশ করে, কিন্তু Figures of Speech শুধু ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপ্তি ও কার্যকারিতায়।
1
Updated: 1 month ago
The literary work 'Kubla Khan' is-
Created: 5 months ago
A
a history by Vincent Smith
B
a verse by Coleridge
C
a drama by Oscar Wilde
D
a short story by Somerst Maugham
Kubla Khan
-
Kubla Khan একটি বিখ্যাত কবিতা, যা রচনা করেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতাটির পূর্ণ নাম: Kubla Khan; or, A Vision in a Dream।
-
এটি একটি Romantic poem।
-
কবির নিজের ভাষ্যমতে, তিনি এই কবিতাটি রচনা করেন নেশাগ্রস্ত অবস্থায়, এবং এর অনেক লাইন তিনি স্বপ্নে পেয়েছিলেন।
-
অনেক সাহিত্য গবেষক মনে করেন, এই কবিতার মূল বিষয়বস্তু হলো "Nature of human genius"।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor।
-
তিনি ১২৬০ থেকে ১২৯৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন খ্যাতনামা British poet।
-
একই সঙ্গে ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে রচিত তাঁর Lyrical Ballads গ্রন্থটি ইংরেজি Romantic movement-এর সূত্রপাত ঘটায়।
-
তাঁর রচিত Biographia Literaria (1817) হলো ইংরেজি রোমান্টিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য-সমালোচনামূলক গ্রন্থ।
Notable Works of Samuel Taylor Coleridge
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book, with William Wordsworth)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman, Live MCQ Lecture, and Britannica.
0
Updated: 5 months ago