Which of the following is the best example of Satire?
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
উত্তরের বিবরণ
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।
0
Updated: 1 month ago
Which of the following is the correct definition of an Epic?
Created: 1 month ago
A
A short lyrical poem about love
B
A long narrative poem about heroic deeds
C
A play with comic and tragic elements
D
A poem of mourning
Epic হলো দীর্ঘ narrative poem যেখানে বীরপুরুষের অভিযান, দেবতা, যুদ্ধ এবং সমাজের মূলনীতি বর্ণিত হয়। Aristotle বলেছেন, Epic হলো “representation in the form of narrative verse” যা Tragedy-এর মতো নাটকীয়ভাবে গঠিত হওয়া উচিত। বিখ্যাত Epic-এর মধ্যে আছে Homer-এর Iliad ও Odyssey, Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost এবং Anglo-Saxon এর Beowulf। Epic দুটি ধরণের হতে পারে: Primary/Oral Epic (যেমন Mahabharata, Ramayana, Iliad) যা প্রজন্ম থেকে মুখে মুখে প্রচারিত, এবং Secondary/Literary Epic (যেমন Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost) যা নির্দিষ্ট কবির লেখা। Epic কেবল বীরত্ব নয়, বরং সমাজের ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে। তাই এর সংজ্ঞা হলো— a long narrative poem about heroic deeds।
0
Updated: 1 month ago
Which of the following is a type of Drama based on real events or kings?
Created: 1 month ago
A
Absurd Drama
B
Historical Drama
C
Tragicomedy
D
Morality Play
Drama হলো অভিনয়ের জন্য রচিত সাহিত্যরূপ। এর বিভিন্ন ধরন আছে— Tragedy, Comedy, Tragicomedy, Historical Drama এবং Absurd Drama। Historical Drama বাস্তব ঘটনা বা রাজাদের জীবনের ওপর ভিত্তি করে লেখা হয়। Shakespeare এই ধারার শ্রেষ্ঠ নাট্যকার। তাঁর Henry IV, Richard III প্রভৃতি নাটক সরাসরি ইতিহাস থেকে নেওয়া। Historical Drama-তে রাজনীতি, যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং ঐতিহাসিক সত্য নাটকীয় আঙ্গিকে উপস্থাপন করা হয়। অন্যদিকে Absurd Drama জীবনের অর্থহীনতা দেখায়, Tragicomedy-তে ট্র্যাজেডি ও কমেডি মিশ্রিত থাকে। তাই সঠিক উত্তর হলো Historical Drama।
0
Updated: 1 month ago
Which of the following is an example of a Fable?
Created: 1 month ago
A
Gulliver’s Travels – Jonathan Swift
B
The Panchatantra – Indian Literature
C
Paradise Lost – John Milton
D
Hamlet – William Shakespeare
Fable হলো একটি ছোট গল্প যেখানে পশুপাখি বা জড়বস্তুর মাধ্যমে নৈতিক শিক্ষা দেওয়া হয়। প্রাচীন গ্রিকের Aesop’s Fables, ভারতের Panchatantra, জার্মানির Grimm’s Fairy Tales এবং ফ্রান্সের La Fontaine’s Fables হলো এর বিখ্যাত উদাহরণ। Fable-এর বৈশিষ্ট্য হলো— এতে চরিত্র সাধারণত প্রাণী হয় এবং গল্পের শেষে একটি নীতি বা শিক্ষা প্রদান করা হয়। যেমন, The Fox and the Grapes শিখায় “যা পাওয়া যায় না তা অবহেলা করা সহজ।” The Panchatantra ভারতীয় সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন যেখানে পাঁচ খণ্ডে বিভিন্ন নৈতিক গল্প বলা হয়েছে। তাই সঠিক উত্তর হলো “The Panchatantra।”
0
Updated: 1 month ago