Which of the following is not a type of Sonnet?
A
Petrarchan Sonnet
B
Shakespearean Sonnet
C
Spenserian Sonnet
D
Romantic Sonnet
উত্তরের বিবরণ
Sonnet হলো ১৪ লাইনের একটি কবিতা, সাধারণত iambic pentameter-এ লেখা হয়। এর মূলত তিনটি প্রকার রয়েছে: Petrarchan (Italian), Shakespearean (English), এবং Spenserian। Petrarchan sonnet এ থাকে octave (৮ লাইন) এবং sestet (৬ লাইন)। Shakespearean sonnet এ থাকে তিনটি quatrain এবং একটি rhymed couplet। Spenserian sonnet এ rhyme linking এর বৈশিষ্ট্য থাকে (ABAB BCBC CDCD EE)। তবে Romantic Sonnet বলে কোনো নির্দিষ্ট ধারা নেই; বরং Romantic যুগের কবিরা (যেমন Wordsworth, Keats, Shelley) বিভিন্ন ধরনের sonnet লিখেছেন। তাই Romantic Sonnet কোনো প্রাতিষ্ঠানিক রূপ নয়।
0
Updated: 1 month ago
What is the main difference between Literary Terms and Figures of Speech?
Created: 1 month ago
A
Literary Terms are broader concepts, and Figures of Speech are limited to decoration
B
Figures of Speech are broader, Literary Terms are limited
C
Both are the same
D
None of the above
Literary Terms বলতে বোঝায় সাহিত্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত সব ধরনের ধারণা, ধারা, কৌশল ও গঠন (যেমন— Allegory, Tragedy, Catharsis, Stream of Consciousness)। এগুলো সাহিত্য বোঝা ও বিশ্লেষণের বৃহত্তর কাঠামো। অন্যদিকে Figures of Speech হলো ভাষার অলংকার বা সাজসজ্জা, যা বাক্যকে সুন্দর ও শিল্পসম্মত করে তোলে (যেমন— Simile, Metaphor, Alliteration, Personification, Hyperbole ইত্যাদি)। অর্থাৎ সব Figures of Speech হলো Literary Terms, কিন্তু সব Literary Terms Figures of Speech নয়। সহজভাবে বললে, Literary Terms সাহিত্যকর্মের পুরো বিশ্লেষণকে নির্দেশ করে, কিন্তু Figures of Speech শুধু ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপ্তি ও কার্যকারিতায়।
1
Updated: 1 month ago
Which of the following is an example of Poetic Justice?
Created: 1 month ago
A
The punishment of Shylock in The Merchant of Venice
B
Hamlet’s death in Shakespeare’s play
C
Willy Loman’s downfall in Death of a Salesman
D
Oedipus’s blindness in Oedipus Rex
Poetic Justice বলতে বোঝায় সাহিত্যে এমন এক নৈতিক ব্যবস্থা যেখানে ভাল চরিত্ররা তাদের সৎ কাজের জন্য পুরস্কৃত হয় এবং খারাপ চরিত্ররা তাদের দোষের কারণে শাস্তি পায়। Shakespeare-এর The Merchant of Venice-এ Shylock Antonio-র জীবন নষ্ট করতে চাইলে শেষে আইন অনুযায়ী তারই শাস্তি হয়— এটি Poetic Justice-এর উৎকৃষ্ট উদাহরণ। একইভাবে Dickens-এর A Tale of Two Cities এবং Hawthorne-এর The Scarlet Letter এও Poetic Justice দেখা যায়। এর উদ্দেশ্য হলো নৈতিক শিক্ষার মাধ্যমে পাঠককে তৃপ্তি দেওয়া। এটি বাস্তব জীবনে সবসময় না হলেও সাহিত্যে পাঠককে ন্যায়বিচারের অনুভূতি দেয়। তাই Shylock-এর শাস্তি হলো Poetic Justice-এর সেরা উদাহরণ।
0
Updated: 1 month ago
Which of the following is an example of an Elegy?
Created: 1 month ago
A
Ode to a Nightingale – John Keats
B
The Waste Land – T. S. Eliot
C
Elegy Written in a Country Churchyard – Thomas Gray
D
The Rape of the Lock – Alexander Pope
Elegy হল এমন একধরনের কবিতা যেখানে মৃত্যু বা প্রিয়জন হারানোর জন্য শোক প্রকাশ করা হয়। সাধারণত তিনটি অংশ থাকে: শোক (Lament), প্রশংসা (Praise), এবং সান্ত্বনা (Consolation)। ইংরেজি সাহিত্যে বিখ্যাত Elegy হলো Thomas Gray এর “Elegy Written in a Country Churchyard,” Milton এর “Lycidas,” Shelley এর “Adonais,” Whitman এর “O Captain! My Captain!” এবং Tennyson এর “In Memoriam A.H.H।” Elegy-তে কবি জীবনের ক্ষণস্থায়ীতা, মৃত্যুর অনিবার্যতা এবং মৃত ব্যক্তির স্মৃতিচারণ তুলে ধরেন। উদাহরণস্বরূপ, Gray এর Elegy সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং অমরতার চিন্তা প্রকাশ করে। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং সার্বজনীন মানব অভিজ্ঞতার প্রতিচ্ছবি।
0
Updated: 1 month ago