Which play is an example of Absurd Drama?
A
Hamlet – Shakespeare
B
Doctor Faustus – Christopher Marlowe
C
Oedipus Rex – Sophocles
D
Waiting for Godot – Samuel Beckett
উত্তরের বিবরণ
Absurd Drama হলো এমন নাটক যেখানে জীবনের অর্থহীনতা, বিশৃঙ্খলা এবং আধুনিক মানুষের মানসিক দ্বন্দ্ব প্রকাশ পায়। এখানে গল্পের সুস্পষ্ট কাহিনি বা যৌক্তিক অগ্রগতি অনুপস্থিত থাকে। Samuel Beckett এর “Waiting for Godot” এই ধারার সর্বাধিক আলোচিত নাটক। নাটকটিতে দুই চরিত্র Vladimir এবং Estragon সারাদিন “Godot” নামের এক ব্যক্তির জন্য অপেক্ষা করে, যিনি কখনো আসেন না। এটি মানবজীবনের অপেক্ষা, অর্থহীনতা এবং অস্তিত্ববাদী সমস্যার প্রতীক। Absurd Drama-তে দর্শক বিভ্রান্ত হয়, কারণ সেখানে বাস্তবতার মতোই কোনো নিশ্চিত সমাধান থাকে না। এ কারণে এটিকে আধুনিক বিশ্বের বিভ্রান্তি ও নিরাশার প্রতিফলন বলা হয়।
0
Updated: 1 month ago
Class relations and societal conflict is the key understanding of-
Created: 2 months ago
A
Feminism
B
Formalism
C
Structuralism
D
Marxism
সামাজিক , অর্থনৈতিক , রাজনৈতিক , সাংস্কৃতির সকল ক্ষেত্রে নারীদের সমঅধিকার এবং নারীদের উপর আরোপিত নেতিবাচক বিভিন্ন বিষয় থেকে মুক্ত করার তত্ত্ব বা আন্দোলন হচ্ছে। Feminism Structrualism হচ্ছে 'grammar of literature' যা literary text এর form ,genre, structure ইত্যাদি বিষয় আলোচনা করে। Formalism এমন একটি তত্ত্ব যা literature, যা literary text এর form , genre, structure ইত্যাদি বিষয় আলোচনা করে। Formalism এমন একটি তত্ত্ব যা literary test - এর অন্তর্গত বিচার বিশ্লেলণ, মূল্যায়ন,Grammar, Syantax, বাক্যালংকার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। আর সমাজে শ্রেণি বিভাজন এবং তাদের মধ্যকার সম্পর্ক ও সংঘর্ষ নিয়ে আলোচনা করে Marxism ।সুতরাং (ঘ) সঠিক উত্তর ।
0
Updated: 2 months ago
Which of the following is the best example of Satire?
Created: 1 month ago
A
Paradise Lost – John Milton
B
Animal Farm – George Orwell
C
Ode to the West Wind – Shelley
D
The Iliad – Homer
Satire হলো সমাজ বা ব্যক্তির দোষ-ত্রুটি তুলে ধরে সংশোধনের প্রচেষ্টা, যেখানে কৌতুক, বিদ্রূপ ও ব্যঙ্গ ব্যবহার করা হয়। George Orwell এর Animal Farm রাজনৈতিক বিদ্রূপমূলক রূপক, যা রুশ বিপ্লব এবং সাম্যবাদী শাসনের ব্যর্থতা চিত্রিত করে। একইভাবে Jonathan Swift এর Gulliver’s Travels সমাজ ও রাজনীতির অসঙ্গতি ব্যঙ্গ করেছে। Voltaire এর Candide অযৌক্তিক আশাবাদকে বিদ্রূপ করেছে। Satire এর লক্ষ্য শুধু হাস্যরস নয়, বরং সমালোচনা ও সংশোধন। Orwell এর Animal Farm এ পশুর মাধ্যমে মানুষের রাজনৈতিক দুর্নীতি ও ক্ষমতার লালসা প্রকাশ করা হয়েছে। এভাবে Satire সমাজের ভণ্ডামি উন্মোচন করে পাঠককে চিন্তা করতে বাধ্য করে।
0
Updated: 1 month ago
Which of the following is the correct definition of an Epic?
Created: 1 month ago
A
A short lyrical poem about love
B
A long narrative poem about heroic deeds
C
A play with comic and tragic elements
D
A poem of mourning
Epic হলো দীর্ঘ narrative poem যেখানে বীরপুরুষের অভিযান, দেবতা, যুদ্ধ এবং সমাজের মূলনীতি বর্ণিত হয়। Aristotle বলেছেন, Epic হলো “representation in the form of narrative verse” যা Tragedy-এর মতো নাটকীয়ভাবে গঠিত হওয়া উচিত। বিখ্যাত Epic-এর মধ্যে আছে Homer-এর Iliad ও Odyssey, Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost এবং Anglo-Saxon এর Beowulf। Epic দুটি ধরণের হতে পারে: Primary/Oral Epic (যেমন Mahabharata, Ramayana, Iliad) যা প্রজন্ম থেকে মুখে মুখে প্রচারিত, এবং Secondary/Literary Epic (যেমন Virgil-এর Aeneid, Milton-এর Paradise Lost) যা নির্দিষ্ট কবির লেখা। Epic কেবল বীরত্ব নয়, বরং সমাজের ধর্মীয়, নৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত করে। তাই এর সংজ্ঞা হলো— a long narrative poem about heroic deeds।
0
Updated: 1 month ago