Which of the following is an example of an Elegy?
A
Ode to a Nightingale – John Keats
B
The Waste Land – T. S. Eliot
C
Elegy Written in a Country Churchyard – Thomas Gray
D
The Rape of the Lock – Alexander Pope
উত্তরের বিবরণ
Elegy হল এমন একধরনের কবিতা যেখানে মৃত্যু বা প্রিয়জন হারানোর জন্য শোক প্রকাশ করা হয়। সাধারণত তিনটি অংশ থাকে: শোক (Lament), প্রশংসা (Praise), এবং সান্ত্বনা (Consolation)। ইংরেজি সাহিত্যে বিখ্যাত Elegy হলো Thomas Gray এর “Elegy Written in a Country Churchyard,” Milton এর “Lycidas,” Shelley এর “Adonais,” Whitman এর “O Captain! My Captain!” এবং Tennyson এর “In Memoriam A.H.H।” Elegy-তে কবি জীবনের ক্ষণস্থায়ীতা, মৃত্যুর অনিবার্যতা এবং মৃত ব্যক্তির স্মৃতিচারণ তুলে ধরেন। উদাহরণস্বরূপ, Gray এর Elegy সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং অমরতার চিন্তা প্রকাশ করে। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং সার্বজনীন মানব অভিজ্ঞতার প্রতিচ্ছবি।
0
Updated: 1 month ago
A
person who writes about his own life writes-
Created: 2 months ago
A
a diary
B
a biography
C
an autobiography
D
a chronicle
(ক)
Diary: A book in which one writes about daily experiences, records, private
thoughts, etc.
(খ)
Biography: The story of a person's life written by somebody else.
(গ)
Autobiography: The story of a person's life written by that person.
(ঘ)
Chronicle: A record of historical events in the order in which they happened.
0
Updated: 2 months ago
Which of the following is one of the six elements of Tragedy according to Aristotle?
Created: 1 month ago
A
Allegory
B
Plot
C
Elegy
D
Satire
Aristotle তাঁর Poetics-এ Tragedy-এর ছয়টি মূল উপাদান উল্লেখ করেছেন: Plot, Character, Diction, Thought, Spectacle, এবং Song (Music)। এর মধ্যে Plot সবচেয়ে গুরুত্বপূর্ণ। Plot হলো ঘটনাবলীর বিন্যাস, যেখানে একটি শুরু, মধ্য ও শেষ থাকে। এটি নাটকের আত্মা বা মেরুদণ্ড। Aristotle বলেন, চরিত্র বা ভাষার চাইতেও Plot বেশি জরুরি, কারণ ঘটনাবলীই ট্র্যাজেডির আবেগকে (pity এবং fear) জাগ্রত করে। যেমন Oedipus Rex-এ Plot এমনভাবে সাজানো যে সত্য উদ্ঘাটন এবং অনিবার্য পতন দর্শককে গভীরভাবে নাড়া দেয়। তাই Tragedy-এর মূল ভিত্তি Plot, এবং এটি ছয় উপাদানের মধ্যে প্রধানতম।
1
Updated: 1 month ago
Misanthropist means _____.
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।
0
Updated: 2 months ago