A
আরেক ফাল্গুন
B
একুশে ফেব্রুয়ারী
C
একুশের গল্প
D
আর্তনাদ
No subjects available.
উত্তরের বিবরণ
‘একুশে ফেব্রুয়ারী’ সংকলন
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় আত্মদান স্মরণে, ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারী’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
-
সম্পাদক ও প্রকাশক উভয়ই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—৬টি বিভাগে ২২ জন লেখক লিখেছেন।
-
এখানে প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।
-
প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
অন্যান্য ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
-
‘আরেক ফাল্গুন’ উপন্যাস: জহির রায়হান রচিত, ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার উপর ভিত্তি।
-
‘একুশের গল্প’: জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত গল্প। প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
-
‘আর্তনাদ’: শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
কোন সাহিত্যিক বাংলায় টিএস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন?
Created: 4 days ago
A
বুদ্ধদেব বসু
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বিষ্ণু দে
D
প্রেমেন্দ্র মিত্র
বাখ্যা:
-
প্রথমবার বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
-
‘তীর্থযাত্রী’ হলো টিএস ইলিয়টের The Journey of the Magi কবিতার বাংলা অনুবাদ। রবীন্দ্রনাথ এটি তাঁর ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থে সংকলন করেন, যা প্রকাশিত হয় ১৯৩২ সালে।
-
পরবর্তীতে, বিষ্ণু দে ১৯৫০ সালে Eliot-er Kobita নামে বাংলা অনুবাদ প্রকাশ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর:
-
কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে, কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার।
-
প্রথম এশিয়ার নোবেল বিজয়ী (১৯১৩) এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
-
বিবাহ: ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর মৃণালিনী দেবীর সঙ্গে।
-
১৯১৫ সালে ইংরেজি ‘নাইট’ উপাধি প্রাপ্ত, ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ফেরত দেয়া।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট, জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
রচনাবলি:
-
মানসী, সোনার তরী, কল্পনা, ক্ষণিকা, গীতাঞ্জলী, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি, শেষলেখা ইত্যাদি।
সুতরাং, তীর্থযাত্রী হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে বাংলায় প্রথমবার টিএস ইলিয়টের কবিতার অনুবাদ।

0
Updated: 4 days ago
সম্প্রতি, কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্র ৩য় বারের মতো সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
ইউনিসেফ
B
ইউনেস্কো
C
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
D
হিউম্যান রাইটস ওয়াচ
ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ার ঘোষণা
-
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, তারা ইউনেস্কো থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকরভাবে সরে দাঁড়াবে।
-
প্রধান কারণ:
-
ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান
-
মার্কিন প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এর সঙ্গে সংঘাত
-
পটভূমি:
-
১৯৮৩: প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইউনেস্কোকে ‘সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে প্রথমবার যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।
-
পরে, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ আমলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্য হয়।
-
২০১৭: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউনেস্কো থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেন।
-
পরে, প্রেসিডেন্ট জো বাইডেন আমলে দেশটি পুনরায় সদস্যপদ ফিরে পায়।

0
Updated: 3 weeks ago
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন কে?
Created: 2 weeks ago
A
চণ্ডীদাস
B
জয়দেব
C
বিদ্যাপতি
D
জ্ঞানদাস
বৈষ্ণব পদাবলি
-
স্বরূপ: মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য ফসল
-
প্রথম পদকর্তা: জয়দেব
-
প্রথম নিদর্শন: ‘গীতগোবিন্দম্’ (রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে; সংস্কৃত ভাষায় রচিত)
-
বাংলা ভাষায় প্রথম পদ: চণ্ডীদাস
-
বিদ্যাপতি: পরবর্তীতে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেছেন

0
Updated: 2 weeks ago