Who is considered the father of Dramatic Monologue?
A
William Shakespeare
B
Robert Browning
C
T. S. Eliot
D
John Donne
উত্তরের বিবরণ
Dramatic Monologue হল এক ধরনের কবিতা যেখানে একজন মাত্র বক্তা নীরব শ্রোতার উদ্দেশ্যে কথা বলে। এর বৈশিষ্ট্য হলো single speaker, silent listener, abrupt beginning, colloquial language ইত্যাদি। Robert Browning (1812–1889) এই ধারার প্রকৃত রূপদাতা এবং তাঁকে “Father of Dramatic Monologue” বলা হয়। তাঁর “My Last Duchess,” “Porphyria’s Lover,” এবং “Fra Lippo Lippi” হলো এই ধারার অসাধারণ উদাহরণ। Browning এর কাজের মাধ্যমে Dramatic Monologue ইংরেজি সাহিত্যে স্বতন্ত্র স্থান পায়। এখানে কবি নিজেকে সরাসরি প্রকাশ করেন না বরং চরিত্রের মুখ দিয়ে জীবন, দোষ, গুণ এবং সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন। Dramatic Monologue পাঠকের সামনে চরিত্রের অন্তর্দৃষ্টি ও মানসিক জটিলতা উন্মোচন করে। এই জন্য Browning এর অবদান অনস্বীকার্য।
0
Updated: 1 month ago
The genre of The Rape of the Lock is:
Created: 1 month ago
A
Tragedy
B
Lyric
C
Mock-epic
D
Satire
The Rape of the Lock একটি mock-epic কবিতা, যা Alexander Pope রচনা করেছেন। কবিতাটি heroic couplets আকারে লেখা হয়েছে। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৭১২ সালে, যার মধ্যে কেবল দুটি canto ছিল; পরবর্তীতে ১৭১৪ সালে এটি পাঁচটি canto-তে সম্প্রসারিত হয়। কবিতার কাহিনী একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যেখানে দুই পরিবারের মধ্যে বিরোধ মিটানোর উদ্দেশ্য ছিল। গল্পটি তুলে ধরে কিভাবে একজন যুবক এক যুবতীর চুলের লক চুরি করে। পোপ এই তুচ্ছ ঘটনাটিকে এমনভাবে উপস্থাপন করেছেন যা সাধারণত মহাজাগতিক বা গুরুত্বপূর্ণ ঘটনার জন্য ব্যবহার করা হয়, যেমন গ্রিক ও ট্রয়ান যুদ্ধের বিবাদ। কবিতায় রয়েছে সাহিত্যের সমৃদ্ধ উল্লেখ ও সমসাময়িক সামাজিক জীবনের ব্যঙ্গাত্মক চিত্র।
Alexander Pope:
-
ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
-
“Mock Heroic Poet” হিসেবে পরিচিত।
-
কবিতা জটিল বিষয়বস্তু ও সুরুচিপূর্ণ ভাষায় লেখা।
-
ইংরেজি সাহিত্যে তার প্রভাব ব্যাপক।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: An Essay on Criticism, The Rape of the Lock, The Dunciad, An Essay on Man, Eloisa to Abelard, Windsor-Forest।
প্রখ্যাত উক্তি:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
0
Updated: 1 month ago
Which of the following is an example of an Elegy?
Created: 1 month ago
A
Ode to a Nightingale – John Keats
B
The Waste Land – T. S. Eliot
C
Elegy Written in a Country Churchyard – Thomas Gray
D
The Rape of the Lock – Alexander Pope
Elegy হল এমন একধরনের কবিতা যেখানে মৃত্যু বা প্রিয়জন হারানোর জন্য শোক প্রকাশ করা হয়। সাধারণত তিনটি অংশ থাকে: শোক (Lament), প্রশংসা (Praise), এবং সান্ত্বনা (Consolation)। ইংরেজি সাহিত্যে বিখ্যাত Elegy হলো Thomas Gray এর “Elegy Written in a Country Churchyard,” Milton এর “Lycidas,” Shelley এর “Adonais,” Whitman এর “O Captain! My Captain!” এবং Tennyson এর “In Memoriam A.H.H।” Elegy-তে কবি জীবনের ক্ষণস্থায়ীতা, মৃত্যুর অনিবার্যতা এবং মৃত ব্যক্তির স্মৃতিচারণ তুলে ধরেন। উদাহরণস্বরূপ, Gray এর Elegy সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং অমরতার চিন্তা প্রকাশ করে। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং সার্বজনীন মানব অভিজ্ঞতার প্রতিচ্ছবি।
0
Updated: 1 month ago
The Three Unities in drama are—
Created: 1 month ago
A
Unity of Action, Time, and Place
B
Unity of Character, Plot, and Style
C
Unity of Thought, Music, and Diction
D
Unity of Comedy, Tragedy, and Satire
Aristotle-এর Poetics থেকে গ্রীক নাট্যশিল্পে যে তত্ত্ব গড়ে ওঠে তা হলো Three Unities। এগুলো হলো— Unity of Action (একটি মূল কাহিনি থাকবে, অপ্রাসঙ্গিক subplot থাকবে না), Unity of Time (ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে সম্পন্ন হবে), এবং Unity of Place (পুরো নাটক এক জায়গায় ঘটবে)। উদাহরণস্বরূপ, Sophocles-এর Oedipus Rex এই তিনটি Unity প্রায় পুরোপুরি মান্য করে। Shakespeare নাটকে Three Unities মানেননি, বরং বহুমাত্রিক plot ও বহু স্থান ব্যবহার করেছেন। Three Unities নাটককে সংহত ও বাস্তবসম্মত করে, যদিও আধুনিক নাট্যকারেরা এই সীমাবদ্ধতা অতিক্রম করেছেন। তবে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে নাটকের জন্য Unity of Action, Time, and Place অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0
Updated: 1 month ago