A
নিকেতন
B
আরোগ্য
C
কালিন্দী
D
কবি
উত্তরের বিবরণ
‘কবি’ উপন্যাস
-
রচয়িতা: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
-
এটি একটি সামাজিক উপন্যাস, যা বাংলাভাষার আলোচিত কাহিনিগুলোর মধ্যে অন্যতম।
-
কাহিনী কেন্দ্র করে ডোম সম্প্রদায়ের একজন যুবকের কবিরূপে আত্মপ্রকাশ এবং দুটি নারীর সঙ্গে তার সম্পর্ক।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস
-
চৈতালি ঘূর্ণি
-
ধাত্রীদেবতা
-
কালিন্দী
-
কবি
-
হাঁসুলি বাঁকের উপকথা
-
গণদেবতা
-
আরোগ্য
-
নিকেতন
-
পঞ্চপুণ্ডলী
-
রাধা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
'লায়লী মজনু' কাব্যের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
আলাওল
B
দৌলত উজির বাহরাম খান
C
দৌলত কাজী
D
শাহ মুহম্মদ সগীর
লায়লী-মজনু কাব্য
-
রচয়িতা: দৌলত উজির বাহরাম খান
-
রচনাকাল:
-
আহমদ শরীফের মতে: ১৫৪৩–১৫৫৩
-
শহীদুল্লাহর মতে: ১৬৬৯ খ্রিষ্টাব্দ
-
-
মূল উৎস: ইরানি কবি জামির লায়লী ওয়া-মজনুন কাব্যের ভাবানুবাদ
-
দেশ: ইরান
-
বিষয়বস্তু ও বৈশিষ্ট্য:
-
আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রেম ও প্রবৃত্তির প্রাধান্য
-
প্রধান চরিত্র: আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 2 weeks ago
আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দের অন্তর্গত?
Created: 2 weeks ago
A
মাত্রাবৃত্ত
B
স্বরবৃত্ত
C
ছন্দহীন
D
অক্ষরবৃত্ত
চর্যাপদ
-
ভাষা: চর্যাপদের ভাষাকে বলা হয় ‘সন্ধ্যা’ বা ‘সান্ধ্য ভাষা’, যা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। একে ‘আলো-আঁধারি’ ভাষাও বলা হয়।
-
হরপ্রসাদ শাস্ত্রী মন্তব্য:
"আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।"
-
ছন্দ: চর্যাপদের পদগুলো প্রাচীন ছন্দে রচিত কি না তা বলা সম্ভব নয়; আধুনিক ছন্দ অনুযায়ী এগুলো মাত্রাবৃত্ত ছন্দে বিবেচিত হয়।

0
Updated: 2 weeks ago
বৈষ্ণব পদাবলি কোন চরিত্রের প্রেমলীলা অবলম্বনে রচিত?
Created: 3 weeks ago
A
লক্ষ্মী-নারায়ণ
B
উমা-মহেশ্বর
C
রাধা-কৃষ্ণ
D
সীতা-রাম
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এই অমর কবিতাগুলো বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের প্রসারে ব্যাপক বিকাশ লাভ করে।
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণ ও গুণ—উভয় ক্ষেত্রেই সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য মূলত তিন প্রকার—
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
বৈষ্ণব পদাবলি

0
Updated: 3 weeks ago