হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
A
কাফনে মোড়া অশ্রুবিন্দু
B
বাতাসে লাশের গন্ধ
C
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
D
বন্দী শিবির থেকে
উত্তরের বিবরণ
‘কফিনে মোড়া অশ্রুবিন্দু’
-
রচয়িতা: হুমায়ূন আজাদ
-
এটি একটি কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯৯৮ সালে।
হুমায়ূন আজাদ
-
জন্ম: ২৮ এপ্রিল ১৯৪৭, রাড়িখাল, বিক্রমপুর
-
পেশা: কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী
-
প্রকাশিত প্রথম কাব্য: অলৌকিক ইস্টিমার (১৯৭৩)
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: জ্বলো চিতাবাঘ (১৯৮৩)
হুমায়ূন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
অলৌকিক ইস্টিমার
-
জ্বলো চিতাবাঘ
-
যতোই গভীরে যাই মধু
-
যতোই উপরে যাই নীল
-
সবকিছু নষ্টদের অধিকারে যাবে
-
কফিনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি
অন্যান্য সমসাময়িক কাব্যগ্রন্থ
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ: বাতাসে লাশের গন্ধ
-
শামসুর রাহমান: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, বন্দী শিবির থেকে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
সংশোধিত গেজেট অনুযায়ী, বর্তমানে জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৮৩০ জন
B
৮৩৬ জন
C
৮৪০ জন
D
৮৫৬ জন
জুলাই গণ–অভ্যুত্থান ২০২৪ – শহীদদের তালিকা
-
প্রকাশের তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৫
-
প্রথম গেজেট: শহীদদের তালিকা সরকারিভাবে প্রকাশিত
-
প্রাথমিক শহীদ সংখ্যা: ৮৩৪ জন (পরে ১০ জন যুক্ত) → ৮৪৪ জন
-
সংশোধন: ৩ আগস্ট, ২০২৫ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরও একটি গেজেট জারি করে
-
এই গেজেটে ৮ জন বাদ দেওয়া হয়
-
বাদ দেওয়ার কারণ:
-
৪ জনের নাম গেজেটে দুবার এসেছে
-
৪ জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না
-
-
-
চূড়ান্ত শহীদ সংখ্যা: ৮৩৬ জন
0
Updated: 2 months ago
'বকেয়া' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
গ্রহণ
B
প্রসারণ
C
হৃদ্যতা
D
অগ্রিম
বাংলা ভাষায় বিভিন্ন শব্দের বিপরীতার্থক শব্দ জানা পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দের বিপরীতার্থক রূপ দেওয়া হলো।
-
‘বকেয়া’ এর বিপরীতার্থক শব্দ: অগ্রিম
-
‘বর্জন’ এর বিপরীতার্থক শব্দ: গ্রহণ
-
‘আকুঞ্চন’ এর বিপরীতার্থক শব্দ: প্রসারণ
-
‘হৃদ্যতা’ এর বিপরীতার্থক শব্দ: কপটতা
আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
-
‘গৃহী’ ↔ ‘সন্ন্যাসী’
-
‘নির্মীলিত’ ↔ ‘উন্মীলিত’
-
‘সিক্ত’ ↔ ‘শুষ্ক’
-
‘সুলভ’ ↔ ‘দুর্লভ’
-
‘সন্ধি’ ↔ ‘বিবাদ’, ‘বিগ্রহ’
-
‘হরদম’ ↔ ‘কদাচিৎ’
-
‘হাজির’ ↔ ‘গরহাজির’
0
Updated: 1 month ago
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"- বিখ্যাত কবিতাংশটুকুর রচয়িতা কে?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
হেলাল হাফিজ
C
শামসুর রাহমান
D
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কবিতাংশের রচয়িতা: হেলাল হাফিজ
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"
— কবিতাংশটি হেলাল হাফিজ রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা থেকে নেওয়া।
হেলাল হাফিজ:
-
জন্ম: ১৯৪৮ সালের ৭ অক্টোবর, নেত্রকোনা।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই তিনি দৈনিক পূর্বদেশ পত্রিকায় সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন।
-
তাঁর লেখা ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থ বাংলা কবিতায় ব্যতিক্রমী অবদান হিসেবে স্বীকৃত।
‘যে জলে আগুন জ্বলে’ গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
নিষিদ্ধ সম্পাদকীয় (যেখান থেকে উক্ত বিখ্যাত পঙ্ক্তি উদ্ধৃত হয়েছে)।
তাঁর কাব্যগ্রন্থসমূহ:
-
যে জলে আগুন জ্বলে
-
কবিতা ৭১
-
বেদনাকে বলেছি কেঁদোনা
0
Updated: 1 month ago