হুমায়ুন আজাদ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
A
কাফনে মোড়া অশ্রুবিন্দু
B
বাতাসে লাশের গন্ধ
C
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
D
বন্দী শিবির থেকে
উত্তরের বিবরণ
‘কফিনে মোড়া অশ্রুবিন্দু’
-
রচয়িতা: হুমায়ূন আজাদ
-
এটি একটি কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯৯৮ সালে।
হুমায়ূন আজাদ
-
জন্ম: ২৮ এপ্রিল ১৯৪৭, রাড়িখাল, বিক্রমপুর
-
পেশা: কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী
-
প্রকাশিত প্রথম কাব্য: অলৌকিক ইস্টিমার (১৯৭৩)
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ: জ্বলো চিতাবাঘ (১৯৮৩)
হুমায়ূন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
-
অলৌকিক ইস্টিমার
-
জ্বলো চিতাবাঘ
-
যতোই গভীরে যাই মধু
-
যতোই উপরে যাই নীল
-
সবকিছু নষ্টদের অধিকারে যাবে
-
কফিনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি
অন্যান্য সমসাময়িক কাব্যগ্রন্থ
-
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ: বাতাসে লাশের গন্ধ
-
শামসুর রাহমান: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, বন্দী শিবির থেকে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায় প্রকাশিত সাহিত্যপত্র কোনটি?
Created: 1 month ago
A
নয়া সড়ক
B
দৈনিক আজাদ
C
দৈনিক সোলতান
D
দৈনিক সমকাল
'নয়া সড়ক' একটি বার্ষিক সাহিত্যপত্র যা ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছিল আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়। এটি স্বাধীন পূর্ববাংলার প্রথম বাংলা সাহিত্যপত্র হিসেবে বিবেচিত হয়, বিশেষত ১৯৪৭ সালের ভারত ভাগের পর। পত্রিকার নামকরণ থেকেই বোঝা যায় যে এর আয়োজকরা নতুন সাহিত্যিক যাত্রার প্রত্যাশী ছিলেন। মূলত মুসলিম লেখকদের লেখা প্রকাশিত হতো এতে এবং অনেকেই পরে স্বনামে খ্যাতি অর্জন করেন। বর্তমানে এই সাহিত্যপত্রটি বিরল ও গুরুত্বপূর্ণ, এবং বাংলা একাডেমীর 'দুষ্প্রাপ্য' বিভাগে এর প্রথম সংখ্যাটি সংরক্ষিত আছে।
-
দৈনিক সোলতান পত্রিকায় সাবএডিটর হিসেবে আবু জাফর শামসুদ্দীন তাঁর কর্মজীবন শুরু করেন।
-
দৈনিক আজাদ ছিল বিংশ শতাব্দীর ব্রিটিশ-শাসিত ভারতে প্রবর্তিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ১৯৩৬ সালে চালু হয়ে ১৯৯০ সাল পর্যন্ত প্রকাশিত হয়। আজাদ ছিল ঢাকার প্রথম দৈনিক এবং বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন মওলানা মুহাম্মদ আকরাম খাঁ।
-
দৈনিক সমকাল বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। এটি ২০০৫ সালের ৩১ মে থেকে প্রকাশিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাংবাদিক গোলাম সারওয়ার। প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ।
0
Updated: 1 month ago
'কবিতা' পত্রিকা'র সাথে যুক্ত ছিলেন -
Created: 2 months ago
A
বুদ্ধদেব বসু
B
প্রেমেন্দ্র মিত্র
C
সমর সেন
D
সবগুলোই
‘কবিতা’ পত্রিকা
-
সম্পাদক: বুদ্ধদেব বসু
-
সহ-সম্পাদক: প্রেমেন্দ্র মিত্র, সমর সেন
-
প্রকাশকাল: ১৯৩৫ – ১৯৬১
-
বিষয়বস্তু:
-
শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক গদ্য
-
আধুনিক বাংলা সাহিত্যের অধিকাংশ উল্লেখযোগ্য কবিই এই পত্রিকায় লিখেছেন
-
0
Updated: 2 months ago
'মহাভারত' মূল কাব্যের রচয়িতা ছিলেন-
Created: 1 month ago
A
কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব
B
কবীন্দ্র পরমেশ্বর
C
কাশীরাম দাস
D
রাধারমণ দত্ত
মহাভারত
-
মূল রচনা: সংস্কৃত ভাষায়, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
-
প্রথম বাংলা অনুবাদ: কবীন্দ্র পরমেশ্বর, উৎসাহদাতা: পরাগল খাঁ।
-
অনুবাদের নাম: পরাগলী মহাভারত।
-
অনুবাদক দেওয়া নাম: বিজয়পান্ডবকথা বা ভারতপাঁচালী।
-
-
শ্রেষ্ঠ বাংলা অনুবাদক: কাশীরাম দাস।
-
অনুবাদ গ্রন্থের নাম: ভারত পাঁচালী।
-
রচনাকাল: আনুমানিক ১৬০২–১৬০৪ খ্রিষ্টাব্দ।
-
কাশীরাম দাস সম্পূর্ণ মহাভারত রচনা শেষ করতে পারেননি; আদি, সভা, বন ও বিরাট পর্ব রচনা শেষে ইহলোক ত্যাগ করেন। অসমাপ্ত কাব্য শেষ করেন তাঁর পুত্র, ভ্রাতুষ্পুত্র ও শিষ্যরা।
-
0
Updated: 1 month ago