A
arrogant
B
belligerent
C
questioning
D
fearless
উত্তরের বিবরণ
• Intrepid শব্দের অর্থ হলো: অকুতোভয়, নিঃশঙ্ক, অসমসাহসিক, শঙ্কাহীন।
• অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়:
-
ক) Arrogant – উদ্ধত বা অহংকারী।
-
খ) Belligerent – যুদ্ধরত বা যুদ্ধে লিপ্ত (ব্যক্তি বা জাতি)।
-
গ) Questioning – জিজ্ঞাসু ভঙ্গিতে; প্রশ্ন করার প্রবণতা।
-
ঘ) Fearless – নির্ভীক; শঙ্কাহীন।
• উপরের অর্থগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘Intrepid’ শব্দের অর্থের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ ও সঠিক মিল রয়েছে ‘Fearless’ শব্দটির।
তথ্যসূত্র: বাংলা একাডেমি প্রকাশিত Accessible Dictionary।

0
Updated: 2 months ago
What is the meaning of 'White Elephant'?
Created: 2 months ago
A
An elephant of white colour
B
A very coslty or troublesome possession
C
A black marketer
D
A hoarder
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose /Very costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।
Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 months ago
Ruminant
Created: 2 weeks ago
A
Cud-chewing animal
B
Soup
C
Gossip
D
Noise-maker
The word 'Ruminant' means - Cud-chewing animal.
• ‘Ruminant’ শব্দটির অর্থ — জাবর কাটা প্রাণী।
• Ruminant (noun):
-
ইংরেজি অর্থ: এমন একধরনের প্রাণী যারা তাদের খাদ্য গিলে ফেলার পর পুনরায় তা মুখে তুলে চিবিয়ে খায়; যেমন গরু, ছাগল, ভেড়া কিংবা হরিণ।
-
বাংলা অর্থ: রোমন্থনকারী বা জাবর কাটা প্রাণী।
• অপরদিকে:
-
Soup: তরল খাদ্যবিশেষ; ঝোল বা স্যুপ।
-
Gossip: গালগল্প বা ভিত্তিহীন আলোচনা; জল্পনা।
-
Noise-maker: যিনি বা যা গোলমাল সৃষ্টি করে।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত অ্যাক্সেসিবল ডিকশনারি।
২. কেমব্রিজ ডিকশনারি।

0
Updated: 2 weeks ago
What is the meaning of the expression 'bottom line'?
Created: 2 months ago
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago