সেক শুভোদয়া গ্রন্থের গল্প প্রথম কোন রাজার রাজসভায় উপস্থাপন করা হয়?
A
সামন্ত সেনের
B
বিজয় সেনের
C
লক্ষ্মণ সেনের
D
বল্লাল সেনের
উত্তরের বিবরণ
‘সেক শুভোদয়া’
-
রচয়িতা: হলায়ুধ মিশ্র
-
এটি একটি পীর মাহাত্ম্য-ব্যঞ্জক চম্পুকাব্য, যা সংস্কৃত গদ্যপদ্যে লেখা।
-
বাংলা ভাষা ও সংস্কৃত শব্দের অশুদ্ধ ব্যবহার থাকায় সুনীতিকুমার চট্টোপাধ্যায় এটিকে ‘dog Sanskrit’ বলেছেন।
-
ড. মুহাম্মদ এনামুল হক এর মতে, এটি খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকে রচিত।
গ্রন্থের বিষয়বস্তু ও প্রকাশনা
-
গল্প পরিবেশন করেছেন শেখ জালালুদ্দীন তাবরেজি, যিনি লক্ষ্মণ সেনের সভায় এটি উপস্থাপন করেন।
-
গ্রন্থে বাংলা ছড়া ও বাগধারা ব্যবহার লক্ষ্য করা যায়।
-
গদ্যপদ্য মিলিয়ে গ্রন্থে ২৫টি অধ্যায় আছে।
-
১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ ‘কায়স্থ’ পত্রিকায় প্রকাশ করেন।
-
১৩৩৪ বঙ্গাব্দে সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
কাহ্নপা কোন ধরনের সাহিত্য রচনা করেছেন?
Created: 1 week ago
A
বৈষ্ণবপদ
B
চর্যাপদ
C
বাউল পদ
D
শাক্ত পদ
0
Updated: 1 week ago
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক হলো-
Created: 3 weeks ago
A
সধবার একাদশী
B
পদ্মাবতী
C
শর্মিষ্ঠা
D
কৃষ্ণকুমারী
কৃষ্ণকুমারী হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক, যা মধুসূদন দত্ত রচনা করেন। নাটকটির কাহিনি উইলিয়াম টডের রাজস্থান গ্রন্থ থেকে সংগৃহীত এবং এটি ১৮৬০ সালে রচিত হলেও ১৮৬১ সালে প্রকাশিত হয়। প্রায় সাত বছর পর, ১৮৬৭ সালের ফেব্রুয়ারিতে শোভাবাজার থিয়েটার-এ প্রথম অভিনীত হয়।
-
‘কৃষ্ণকুমারী’ নাটক
-
রচয়িতা: মধুসূদন দত্ত
-
রচনা বছর: ১৮৬০
-
প্রকাশের বছর: ১৮৬১
-
প্রথম অভিনয়: ১৮৬৭, শোভাবাজার থিয়েটার
-
কাহিনি উৎস: উইলিয়াম টডের রাজস্থান
-
উল্লেখযোগ্য চরিত্র: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিংহ, জগৎসিংহ, ধনদাস
-
-
অন্য উল্লেখযোগ্য নাটক
-
মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি: পদ্মাবতী
-
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক: শর্মিষ্ঠা
-
একাদশী প্রহসনটির রচয়িতা: দীনবন্ধু মিত্র
-
-
মাইকেল মধুসূদন দত্ত
-
বাংলা কাব্যসাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা
-
অমিত্রাক্ষর ছন্দে প্রথম কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব (১৮৬০)
-
অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ: নাটক পদ্মাবতী
-
বাংলা সাহিত্যে প্রথম চতুর্দশপদী কবিতা রচয়িতা
-
তাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি
-
-
মধুসূদন দত্তের কাব্যকর্ম
-
তিলোত্তমাসম্ভব
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
-
0
Updated: 3 weeks ago
কোন দ্বিরুক্ত শব্দজুটি আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
নরম নরম হাত
B
পাকা পাকা আম
C
উড়ু উড়ু মন
D
শীত শীত লাগে
0
Updated: 1 month ago