ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন কোনটি?
A
আরেক ফাল্গুন
B
একুশে ফেব্রুয়ারী
C
একুশের গল্প
D
আর্তনাদ
উত্তরের বিবরণ
‘একুশে ফেব্রুয়ারী’ সংকলন
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় আত্মদান স্মরণে, ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারী’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
-
সম্পাদক ও প্রকাশক উভয়ই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—৬টি বিভাগে ২২ জন লেখক লিখেছেন।
-
এখানে প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।
-
প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
অন্যান্য ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
-
‘আরেক ফাল্গুন’ উপন্যাস: জহির রায়হান রচিত, ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার উপর ভিত্তি।
-
‘একুশের গল্প’: জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত গল্প। প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
-
‘আর্তনাদ’: শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
জীবনানন্দ দাশের “আবার আসিব ফিরে” কবিতায় কাকে ‘শাদা ছেঁড়া পালে’ দেখা যায় ?
Created: 1 month ago
A
এক বৃদ্ধ মাঝিকে
B
এক শিকারিকে
C
এক কিশোরকে
D
এক জেলেকে
‘আবার আসিব ফিরে’ কবিতাটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এটি জীবনানন্দ দাশ রচিত এবং তাঁর কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’ থেকে সংগৃহীত। কবিতাটিতে কবি মৃত্যুর পরও বাংলার মাটিতে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
-
প্রকাশকাল: ১৯৫৭ সাল
-
কবিতার বৈশিষ্ট্য: কবি মানুষের রূপে না হলেও বাংলার প্রকৃতি, পাখি বা প্রাণীর বেশে আবার ফিরে আসার কথা বলেছেন। তিনি ধানসিড়ি নদীর তীর, বাংলার পাখি, প্রকৃতি, শিশুর খেলা—সবকিছুর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
-
এই কবিতায় উল্লেখ আছে যে, এক কিশোরকে এক শাদা ছেঁড়া পালে দেখা যায়।
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ:
-
জীবনানন্দ দাশ রচিত অন্যতম কাব্যগ্রন্থ।
-
প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
-
এর কবিতাগুলো প্রধানত সনেট আকারে রচিত।
-
বাংলার গ্রাম-প্রকৃতি, নদী-নালা, পশু-পাখি, উৎসব-অনুষ্ঠান কাব্যের মূল বিষয়বস্তু।
-
‘আবার আসিব ফিরে’ এ গ্রন্থের বিখ্যাত কবিতা।
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
পিতা: সত্যানন্দ দাশ, স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা: কুসুমকুমারী দাশ, একজন কবি।
উপাধি
-
ধূসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
উল্লেখযোগ্য রচনা
কাব্যগ্রন্থ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা
0
Updated: 1 month ago
'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত প্রকাশিত হয়?
Created: 2 weeks ago
A
১৭৮০ সাল
B
১৭২০ সাল
C
১৭৭৮ সাল
D
১৭৬৯ সাল
বাংলা ভাষার ব্যাকরণচর্চার ইতিহাসে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ও প্রামাণ্য বাংলা ব্যাকরণ, যা বাংলা ভাষাকে গবেষণার ক্ষেত্র হিসেবে বিশ্বে পরিচিত করে তোলে।
মূল তথ্যসমূহ:
-
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ১৭৭৮ সালে হুগলি থেকে প্রকাশিত হয়।
-
এটি ছিল ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণগ্রন্থ।
-
তিনি বাংলা ভাষাকে বিশ্লেষণমূলকভাবে উপস্থাপন করেন এবং ব্যাকরণে বাংলা উদাহরণ ও বাংলা লিপি ব্যবহার করেন—যা পূর্বে কেউ করেননি।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে সীমিত আকারে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন, তবে তা ছিল অনিয়মিত ও অসম্পূর্ণ।
-
হ্যালহেডই প্রথম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণ রচনা করেন, যা পরবর্তী বাংলা ভাষাবিদদের জন্য ভিত্তি স্থাপন করে।
হ্যালহেড সম্পর্কে অতিরিক্ত তথ্য:
-
তিনি ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
-
পেশাগতভাবে তিনি ছিলেন একজন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
0
Updated: 2 weeks ago
‘লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।’ - উক্তিটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
বদরুদ্দীন উমর
B
মোতাহের হোসেন চৌধুরী
C
আব্দুল্লাহ আল মামুন
D
কাজী মোতাহের হোসেন
✦ শিক্ষা ও মনুষ্যত্ব (প্রবন্ধ)
-
উৎস: সংস্কৃতি কথা (১৯৫৮) প্রবন্ধগ্রন্থ থেকে সংকলিত।
-
প্রবন্ধের বিখ্যাত উক্তি: “লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।”
-
মূল ভাব:
-
শিক্ষা শুধু বাহ্যিক সাজসজ্জা নয়।
-
লেখক শিক্ষার ব্যক্তিগত উন্নতি এবং সামগ্রিক সামাজিক সুফল প্রত্যাশা করেছেন।
-
✦ মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৭)
-
জন্ম: নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
পরিচয়: শিক্ষাবিদ, লেখক, প্রবন্ধকার।
-
বৈশিষ্ট্য:
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরীর প্রভাব, আর মননে রবীন্দ্রনাথের প্রভাব।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলন-এর সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুক্তবুদ্ধিচর্চা, উদার মানবতাবাদ ও মননশীল প্রবন্ধরচনার জন্য বিশেষ খ্যাতি।
-
-
প্রধান প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতি কথা।
-
ভাবানুবাদ গ্রন্থ:
-
সুখ → Bertrand Russell এর The Conquest of Happiness।
-
সভ্যতা → Clive Bell এর Civilization।
-
✦ নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা
0
Updated: 2 months ago