'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
প্রবন্ধগ্রন্থ
D
কবিতা
উত্তরের বিবরণ
‘কবিতার কথা’ প্রবন্ধগ্রন্থ
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
এটি তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ, যা মৃত্যুর পর ১৯৬২ সালে প্রকাশিত হয়েছিল।
-
গ্রন্থের বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি।”
-
প্রবন্ধগ্রন্থে জীবনানন্দ দাশের বিভিন্ন পত্র-পত্রিকায় মুদ্রিত ১৫টি প্রবন্ধ সংকলিত হয়েছে।
জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্থ
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা ইত্যাদি
জীবনানন্দ দাশের উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
-
কল্যাণী
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
নৌকাডুবি
B
যোগাযোগ
C
ঘরে-বাইরে
D
চোখের বালি
'চোখের বালি' উপন্যাস
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস
-
বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেছেন
-
প্রথমবার সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার
-
ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার
-
প্রকাশকাল: ১৯০৩
প্রধান চরিত্র
-
বিনোদিনী (বিধবা; আশা-আকাঙ্ক্ষা, প্রেম, দুঃখ উপন্যাসের কাহিনি এগিয়ে নিয়ে যায়)
-
মহেন্দ্র
-
আশালতা (মহেন্দ্রের স্ত্রী; পতিব্রতা)
-
বিহারী
-
রাজলক্ষী
রচনাবলীর সংক্ষিপ্ত বিবরণ
-
মহেন্দ্র আশালতার ভালোবাসা উপেক্ষা করে বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসসমূহ
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
দুই বোন
-
মালঞ্চ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
‘মন্দির ও মসজিদ’ গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
ফররুখ আহমদ
B
কাজী নজরুল ইসলাম
C
কায়কোবাদ
D
মীর মশাররফ হোসেন
‘মন্দির ও মসজিদ’
-
কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ।
কাজী নজরুল ইসলাম
-
বাংলাদেশের জাতীয় কবি।
-
অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (১৮৯৯ খ্রি.) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থসমূহ
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
-
মন্দির ও মসজিদ
-
আমি সৈনিক
0
Updated: 2 months ago
জসীম উদ্দীনের শ্রেষ্ঠ কাহিনিকাব্য কোনটি?
Created: 1 month ago
A
কবর
B
রাখালী
C
সোজন বাদিয়ার ঘাট
D
নক্সী কাঁথার মাঠ
নক্সী কাঁথার মাঠ জসীম উদদীনের বিখ্যাত কাহিনিকাব্য, যা আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশেষ স্বাতন্ত্র্য বহন করে। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয় এবং ১৯৩৯ সালে E.M. Milford ইংরেজিতে The Field of the Embroidered Quilt শিরোনামে অনুবাদ করেন।
-
কাব্যের প্রথম অংশে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয়, তাদের অনুরাগের বিকাশ, বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবন বর্ণিত।
-
দ্বিতীয় অংশে তাদের বিচ্ছেদকে কেন্দ্র করে গল্প এগিয়ে আসে।
-
কাব্যটি পূর্ববঙ্গ গীতিকায় ব্যবহৃত বর্ণনাভঙ্গি ও ভাষারীতি অনুসরণ করে লেখা।
-
গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা কাব্যের মূল উপকরণ।
জসীম উদ্দীন
-
জন্ম: ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
-
কলেজ জীবনে ‘কবর’ কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন।
-
কবর কবিতাটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
-
১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন।
-
উপাধি: পল্লিকবি
-
প্রথম কাব্যগ্রন্থ: রাখালী
রচিত কাব্যগ্রন্থ
-
রাখালী
-
নক্সী কাঁথার মাঠ
-
সুচয়নী
-
সোজন বাদিয়ার ঘাট
-
এক পয়সার বাঁশি
-
বালুচর
-
ধানক্ষেত
-
রূপবতী
-
মা যে জননী কান্দে
-
মাটির কান্না
0
Updated: 1 month ago