'কবিতার কথা' জীবনানন্দ দাশ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
প্রবন্ধগ্রন্থ
D
কবিতা
উত্তরের বিবরণ
‘কবিতার কথা’ প্রবন্ধগ্রন্থ
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
এটি তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ, যা মৃত্যুর পর ১৯৬২ সালে প্রকাশিত হয়েছিল।
-
গ্রন্থের বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি।”
-
প্রবন্ধগ্রন্থে জীবনানন্দ দাশের বিভিন্ন পত্র-পত্রিকায় মুদ্রিত ১৫টি প্রবন্ধ সংকলিত হয়েছে।
জীবনানন্দ দাশের অন্যান্য কাব্যগ্রন্থ
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা ইত্যাদি
জীবনানন্দ দাশের উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
-
কল্যাণী
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে 'দুঃখের কবি' বলে আখ্যায়িত করেছেন?
Created: 1 month ago
A
মুকুন্দরাম চক্রবর্তীকে
B
চণ্ডীদাসকে
C
জ্ঞানদাসকে
D
কানাহরি দত্তকে
চণ্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। তাঁর কবিতায় দুঃখ, মানবতা ও ভক্তির চিত্র প্রধানভাবে প্রতিফলিত হয়েছে। বাংলা সাহিত্যে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।
-
চণ্ডীদাসকে মধ্যযুগের প্রসিদ্ধ কবি হিসেবে বিবেচনা করা হয়।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘দুঃখের কবি’ হিসেবে অভিহিত করেছেন।
-
চণ্ডীদাসকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
-
এ নামে চারজন কবির পরিচয় পাওয়া গেছে: বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস।
-
চণ্ডীদাস ছিলেন বৈষ্ণব কবি, চৈতন্যপূর্ব যুগের, এবং জাতিতে ব্রাহ্মণ।
অন্যদিকে, মুকুন্দরাম চক্রবর্তীকে ‘দুঃখ বর্ণনার কবি’ বলা হয়।
0
Updated: 1 month ago
কোনটি জহির রায়হানের রচনা?
Created: 1 month ago
A
সারেং বৌ
B
ক্রীতদাসের হাসি
C
বরফ গলা নদী
D
কাঁদো নদী কাঁদো
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনি জেলায়।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
পেশা: প্রখ্যাত কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
-
চলচ্চিত্র সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ:
-
প্রথম রঙিন চলচ্চিত্র: ‘সঙ্গম’
-
পরিচালিত প্রথম চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘কাঁচের দেয়াল’ নিগার পুরস্কার লাভ।
-
উপন্যাস:
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু
উল্লেখ্য অন্যান্য সাহিত্যকর্ম:
-
সারেং বৌ – শহীদুল্লাহ কায়সার
-
ক্রীতদাসের হাসি – শওকত ওসমান
-
কাঁদো নদী কাঁদো – সৈয়দ ওয়ালীউল্লাহ
0
Updated: 1 month ago
'ভিখু ও পাঁচী' চরিত্র দুটির স্রষ্টা কে?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মানিক বন্দ্যোপাধ্যায়
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রাগৈতিহাসিক গল্প
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়।
-
প্রধান চরিত্র: ভিখু ও পাঁচী।
-
মূলভাব:
-
মানুষের জৈবিক ক্ষুধার ইতিহাস।
-
জৈব ক্ষুধার জন্য মানুষ পশুত্বে পর্যবসিত হতে পারে—এ কথাই গল্পে প্রতিফলিত।
-
মানুষের জৈব প্রেরণা আদিম প্রবৃত্তি, যা জন্মগতভাবে কামনা-বাসনার সঙ্গে যুক্ত।
-
ভিখু ও পাঁচী তাদের জৈব তাড়না সন্তানদের মধ্যেও সঞ্চারিত করবে—এই ধারাই গল্পকে "প্রাগৈতিহাসিক" করে তোলে।
-
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অন্যান্য বিখ্যাত ছোটগল্প
-
অতসী মামী
-
সরীসৃপ
-
সমুদ্রের স্বাদ
-
হলুদ পোড়া
-
ভেজাল
-
ছোট বকুলপুরের যাত্রী
-
আত্মহত্যার অধিকার ইত্যাদি
0
Updated: 2 months ago