A
ব্রজাঙ্গনা
B
হেক্টরবধ
C
মেঘনাদবধ
D
বীরঙ্গনা
উত্তরের বিবরণ
‘হেক্টরবধ’
-
‘হেক্টরবধ’ (১৮৭১) হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
-
মাইকেল মধুসূদন দত্ত রচনাটি ১৮৬৭ সালে শুরু করেছিলেন, তবে অসমাপ্ত অবস্থায়ই এটি ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর প্রকাশিত হয়।
-
হোমারের কোনো রচনা মূল গ্রিক ভাষা থেকে বাংলায় অনুবাদের এটিই ছিল প্রথম প্রয়াস।
-
গ্রন্থটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল।
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য উল্লেখযোগ্য কাব্য
১. মেঘনাদবধ কাব্য (১৮৬১)
-
সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনিকে অবলম্বন করে রচিত।
-
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্বাধীনতার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কবি রাবণকে নায়ক ও রামকে খলনায়ক রূপে উপস্থাপন করেন।
২. ব্রজাঙ্গনা (১৮৬১)
-
রাধাকৃষ্ণ বিষয়ক একটি গীতিকাব্য।
-
কাব্যের কবিতাগুলো ওড্ জাতীয় গীতিকবিতা।
-
এটি দুই খণ্ডে (বিরহ ও মিলন) রচনার পরিকল্পনা করেছিলেন কবি, তবে ‘মিলন’ খণ্ডটি লেখা হয়নি।
৩. বীরাঙ্গনা কাব্য
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য।
-
পৌরাণিক নারীদের আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে।
-
এখানে তাঁরা নিজেদের প্রণয় ও কামনা প্রকাশ করেছেন এক নবজাগরণধর্মী ভঙ্গিতে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে কোন ব্যাংক?
Created: 3 weeks ago
A
ব্র্যাক ব্যাংক
B
ব্যাংক এশিয়া
C
ইস্টার্ন ব্যাংক
D
ডাচ বাংলা ব্যাংক
বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড – বাংলাদেশ
-
প্রবর্তক: ইস্টার্ন ব্যাংক, মাস্টারকার্ডের সহযোগিতায়
-
প্রবর্তনের তারিখ: ৫ জুলাই, ২০২৫
-
উদ্বোধক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর
-
প্রযুক্তি সরবরাহকারী: IDEX Biometrics, Kona I, Infineon Technologies
-
বিশেষত্ব:
-
পিন বা স্বাক্ষরের প্রয়োজন নেই
-
গ্রাহকের তথ্য সরাসরি কার্ডে সংরক্ষিত
-
হোমকিট ব্যবহার করে ঘরে বসেই ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন
-
মাস্টারকার্ডের আইডেন্টিটি থেফট প্রোটেকশন প্রযুক্তি দিয়ে অনলাইনে নিরাপত্তা নিশ্চিত
-
-
উদ্দেশ্য: গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও অপব্যবহার রোধ এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করা

0
Updated: 3 weeks ago
'আরোগ্য' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Created: 2 weeks ago
A
প্রবন্ধ
B
নাটক
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
'আরোগ্য' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৩৪৭ বঙ্গাব্দ (১৯৪১)
-
কাব্যের ধরন:
-
তেত্রিশটি কবিতার সংকলন
-
কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত
-
মুখে মুখে রচনা, কোনো পত্রিকায় প্রকাশিত নয়
-
-
ভাষা ও ছন্দ:
-
অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি
-
চিত্রগুলি পরিচিত জীবনের
-
রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 3 weeks ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 3 weeks ago