ব্যঙ্গপ্রধান গল্পসংগ্রহ কোনটি?
A
লিপিমালা
B
রাজাবলি
C
তোতা ইতিহাস
D
ইতিহাসমালা
উত্তরের বিবরণ
‘ইতিহাসমালা’
-
প্রকাশ: ১৮১২, উইলিয়াম কেরি
-
এটি বাংলা সাহিত্যের প্রথম গল্পসংগ্রহ হিসেবে মর্যাদাপূর্ণ।
-
গ্রন্থে প্রায় দেড় শতাধিক ইতিহাসাশ্রিত গল্প অন্তর্ভুক্ত।
-
অধিকাংশ গল্প ব্যঙ্গপ্রধান, প্রাচ্য ও পাশ্চাত্য উভয় উৎস থেকে সংগৃহীত।
-
গল্পগুলোর মধ্যে রয়েছে:
-
হিতোপদেশ, পঞ্চতন্ত্র প্রভৃতি প্রাচীন সংস্কৃত গ্রন্থের কাহিনী
-
অপেক্ষাকৃত আধুনিক গল্প যেমন ধনপতি-খুল্লনা-লহনা, রূপ সনাতন গোস্বামির কাহিনী
-
-
ভাষা ও রচনাশৈলী: ফোর্ট উইলিয়াম কলেজের প্রাথমিক যুগের ভাষার তুলনায় উন্নত, সুষম ও প্রাঞ্জল গদ্য।
-
কলেজ থেকে প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে সেরা রচনা হিসেবে স্বীকৃত।
অন্যান্য প্রাসঙ্গিক গ্রন্থ
‘লিপিমালা’
-
ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের চলিত ভাষা ও দেশীয় লোকের ব্যবহার পরিচয় করানোর জন্য পত্রাকারে লিখিত প্রবন্ধ।
‘রাজাবলি’
-
কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধির ওপর নির্ভর করে রচিত।
-
গদ্যরীতি আরও সুষ্ঠু হয়েছে।
-
আরবি-ফারসি শব্দবহুল হলেও প্রাঞ্জল ভাষা ও রচনাশৈলীর জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃতি লাভ।
চণ্ডীচরণ মুনশীর ‘তোতা ইতিহাস’ (১৮০৫)
-
ফারসি থেকে অনুবাদ।
-
পাঠ্যপুস্তক ও গল্পগ্রন্থ হিসেবে যথেষ্ট সমাদর লাভ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি?
Created: 1 month ago
A
তারাবাঈ
B
সাজাহান
C
নূরজাহান
D
মেবার পতন
দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকসমূহে ইতিহাস ও সম্রাটদের জীবনের চিত্রায়ণ গুরুত্বপুর্ণ স্থান দখল করে। তার মধ্যে 'সাজাহান' নাটককে বিশেষভাবে উল্লেখ করা হয়।
সাজাহান নাটক:
-
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে বিবেচিত।
-
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে।
-
নাটকের কাহিনি কেন্দ্র করে মোগল সম্রাট সাজাহানের জীবন।
-
নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
-
নাটকে ব্যবহৃত গান 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' এর রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যান্য ঐতিহাসিক নাটক:
-
তারাবাঈ
-
প্রতাপ-সিংহ
-
দুর্গাদাস
-
নূরজাহান
-
মেবার পতন
-
সাজাহান
-
চন্দ্রগুপ্ত
-
সিংহলবিজয়
0
Updated: 1 month ago
জীবনানন্দ দাশের “আবার আসিব ফিরে” কবিতায় কাকে ‘শাদা ছেঁড়া পালে’ দেখা যায় ?
Created: 1 month ago
A
এক বৃদ্ধ মাঝিকে
B
এক শিকারিকে
C
এক কিশোরকে
D
এক জেলেকে
‘আবার আসিব ফিরে’ কবিতাটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এটি জীবনানন্দ দাশ রচিত এবং তাঁর কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’ থেকে সংগৃহীত। কবিতাটিতে কবি মৃত্যুর পরও বাংলার মাটিতে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
-
রচয়িতা: জীবনানন্দ দাশ
-
কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
-
প্রকাশকাল: ১৯৫৭ সাল
-
কবিতার বৈশিষ্ট্য: কবি মানুষের রূপে না হলেও বাংলার প্রকৃতি, পাখি বা প্রাণীর বেশে আবার ফিরে আসার কথা বলেছেন। তিনি ধানসিড়ি নদীর তীর, বাংলার পাখি, প্রকৃতি, শিশুর খেলা—সবকিছুর মধ্যেই নিজেকে খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
-
এই কবিতায় উল্লেখ আছে যে, এক কিশোরকে এক শাদা ছেঁড়া পালে দেখা যায়।
‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ:
-
জীবনানন্দ দাশ রচিত অন্যতম কাব্যগ্রন্থ।
-
প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
-
এর কবিতাগুলো প্রধানত সনেট আকারে রচিত।
-
বাংলার গ্রাম-প্রকৃতি, নদী-নালা, পশু-পাখি, উৎসব-অনুষ্ঠান কাব্যের মূল বিষয়বস্তু।
-
‘আবার আসিব ফিরে’ এ গ্রন্থের বিখ্যাত কবিতা।
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
পিতা: সত্যানন্দ দাশ, স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা: কুসুমকুমারী দাশ, একজন কবি।
উপাধি
-
ধূসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
উল্লেখযোগ্য রচনা
কাব্যগ্রন্থ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা
0
Updated: 1 month ago
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।" - এটি কার উক্তি?
Created: 2 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মীর মশাররফ হোসেন
D
কায়কোবাদ
মুহম্মদ শহীদুল্লাহ
-
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ
-
পরিচয়: বহুভাষাবিদ, শিক্ষক, দার্শনিক; ‘জ্ঞানতাপস’ হিসেবে খ্যাত
-
ডাকনাম / খ্যাতি: চলিষ্ণু অভিধান
-
উক্তি (১৯৫২, ভাষা আন্দোলন প্রেক্ষাপট):
"আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।"
-
বিখ্যাত গ্রন্থসমূহ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা
-
বাংলা সাহিত্যের ইতিহাস
-
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৫৯)
-
-
অন্য কাজ: বাংলা একাডেমির আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago