ব্যঙ্গপ্রধান গল্পসংগ্রহ কোনটি?
A
লিপিমালা
B
রাজাবলি
C
তোতা ইতিহাস
D
ইতিহাসমালা
উত্তরের বিবরণ
‘ইতিহাসমালা’
-
প্রকাশ: ১৮১২, উইলিয়াম কেরি
-
এটি বাংলা সাহিত্যের প্রথম গল্পসংগ্রহ হিসেবে মর্যাদাপূর্ণ।
-
গ্রন্থে প্রায় দেড় শতাধিক ইতিহাসাশ্রিত গল্প অন্তর্ভুক্ত।
-
অধিকাংশ গল্প ব্যঙ্গপ্রধান, প্রাচ্য ও পাশ্চাত্য উভয় উৎস থেকে সংগৃহীত।
-
গল্পগুলোর মধ্যে রয়েছে:
-
হিতোপদেশ, পঞ্চতন্ত্র প্রভৃতি প্রাচীন সংস্কৃত গ্রন্থের কাহিনী
-
অপেক্ষাকৃত আধুনিক গল্প যেমন ধনপতি-খুল্লনা-লহনা, রূপ সনাতন গোস্বামির কাহিনী
-
-
ভাষা ও রচনাশৈলী: ফোর্ট উইলিয়াম কলেজের প্রাথমিক যুগের ভাষার তুলনায় উন্নত, সুষম ও প্রাঞ্জল গদ্য।
-
কলেজ থেকে প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে সেরা রচনা হিসেবে স্বীকৃত।
অন্যান্য প্রাসঙ্গিক গ্রন্থ
‘লিপিমালা’
-
ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের চলিত ভাষা ও দেশীয় লোকের ব্যবহার পরিচয় করানোর জন্য পত্রাকারে লিখিত প্রবন্ধ।
‘রাজাবলি’
-
কিংবদন্তি ও লোকপ্রসিদ্ধির ওপর নির্ভর করে রচিত।
-
গদ্যরীতি আরও সুষ্ঠু হয়েছে।
-
আরবি-ফারসি শব্দবহুল হলেও প্রাঞ্জল ভাষা ও রচনাশৈলীর জন্য মৃত্যুঞ্জয়ের শ্রেষ্ঠ রচনা হিসেবে স্বীকৃতি লাভ।
চণ্ডীচরণ মুনশীর ‘তোতা ইতিহাস’ (১৮০৫)
-
ফারসি থেকে অনুবাদ।
-
পাঠ্যপুস্তক ও গল্পগ্রন্থ হিসেবে যথেষ্ট সমাদর লাভ।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 1 month ago
চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
Created: 1 week ago
A
ইসলাম ধর্ম
B
খ্রিস্টধর্ম
C
শিখ ধর্ম
D
বৌদ্ধধর্ম
0
Updated: 1 week ago
'সমকাল' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 1 month ago
A
আহমদ ছফা
B
সিকান্দার আবু জাফর
C
রফিক আজাদ
D
শামসুদ্দীন আবুল কালাম
0
Updated: 1 month ago
সেলিনা হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
রাজসিংহ
B
শহরতলী
C
কন্যাকুমারী
D
গায়ত্রী সন্ধ্যা
গায়ত্রী সন্ধ্যা সেলিনা হোসেন রচিত একটি ত্রয়ী উপন্যাস। একই শিরোনামে গ্রন্থটি তিন খণ্ডে প্রকাশিত হয় এবং এর পটভূমি ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ আটাশ বছরের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এতে প্রতিফলিত হয়েছে। এ উপন্যাসে জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীর অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সেলিনা হোসেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। তিনি ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর কথাসাহিত্যের মূল আখ্যান হলো অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীমুক্তি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
হাঙর নদী গ্রেনেড
-
মগ্ন চৈতন্যে শিস
-
যাপিত জীবন
-
চাঁদবেনে
-
পোকামাকড়ের ঘরবসতি
-
গায়ত্রী সন্ধ্যা
-
দীপান্বিতা
গল্পগ্রন্থ
-
উৎস থেকে নিরন্তর
-
খোলকরতাল
-
মুক্তিযুদ্ধের গল্প
শিশু-কিশোর উপযোগী রচনা
-
সাগর
-
বাংলা একাডেমী গল্পে বর্ণমালা
-
বর্ণমালার গল্প
-
জ্যোৎস্নার রঙে আঁকা ছবি
-
চাঁদের বুড়ির পান্তা ইলিশ
এছাড়া উল্লেখযোগ্য যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন রাজসিংহ উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন শহরতলী, এবং কন্যাকুমারী উপন্যাসের রচয়িতা রাশিদা আখতার।
0
Updated: 1 month ago