ঈশ্বরচন্দ্র গুপ্ত ব্যবহৃত ছদ্মনাম কোনটি?
A
ক্বচিৎ প্রৌঢ়
B
ভ্রমণকারী বন্ধু
C
যুগসন্ধির কবি
D
কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন কবি ও সাংবাদিক, জন্ম ১৮১২ সালে শিয়ালডাঙ্গা, কাঁচড়াপাড়া, পশ্চিমবঙ্গে।
-
তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালিখি করতেন। বাংলা সাহিত্যে তিনি যুগসন্ধির কবি নামে পরিচিত—মধ্যযুগ ও আধুনিক যুগের মিলন ঘটিয়েছেন।
-
সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তাঁর ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়।
-
তাঁর রচনার বিশেষত্ব হলো ব্যঙ্গ-বিদ্রূপ।
-
সাংবাদিকতা
-
তিনি প্রথম বাংলা দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ সম্পাদনা করেন।
-
১৮৩১ সালে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত।
-
১৮৩৯ সাল থেকে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
-
-
অন্যান্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন।
সাহিত্যকীর্তি
-
কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ তাঁর অন্যতম কীর্তি।
-
প্রকাশিত গ্রন্থসমূহ:
-
রামপ্রসাদ সেন কৃত কালীকীর্তন
-
কবিবর ভারতচন্দ্র রায় ও তাঁর জীবনবৃত্তান্ত
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কাব্যসংগ্রহ
-
কালীপ্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত সংগ্রহ
-
মণিকৃষ্ণ গুপ্ত সম্পাদিত সংগ্রহ
-
অন্যান্য তথ্য
-
‘যুগসন্ধির কবি’ ঈশ্বরচন্দ্র গুপ্তের উপাধি; এটি তাঁর ছদ্মনাম নয়।
-
বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম: ক্বচিৎ প্রৌঢ়
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম: কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
'বিশ শতকের মেয়ে' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
আল মাহমুদ
B
জহির রায়হান
C
আহমদ শরীফ
D
নীলিমা ইব্রাহিম
‘বিশ শতকের মেয়ে’ উপন্যাস
-
‘বিশ শতকের মেয়ে’ নীলিমা ইব্রাহিম রচিত একটি উপন্যাস।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৮ সালে।
অন্যান্য উপন্যাস ও গ্রন্থ
-
‘আগুনের মেয়ে’ উপন্যাসের রচয়িতা আল মাহমুদ।
-
জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’ যতটা না প্রেমের, তার চেয়ে বেশি প্রেমহীনতার উপন্যাস।
-
‘বিশ শতকের বাঙালি’ গ্রন্থের লেখক আহমদ শরীফ।
নীলিমা ইব্রাহিম
-
নীলিমা ইব্রাহিম (১৯২১–২০০২) ছিলেন একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
-
তিনি ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
-
কর্মজীবনের শুরুতে তিনি কলকাতার লরেটো হাউজে ১৯৪৩–৪৪ সালে লেকচারার হিসেবে চাকরি করেন।
-
নীলিমা ইব্রাহিম গবেষণা, উপন্যাস, নাটক ও আত্মজীবনী সহ নানা ধারার উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন।
তাঁর গ্রন্থসমূহ
গবেষণা
-
শরৎ-প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালি সমাজ ও বাংলা নাটক
উপন্যাস
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
নাটক
-
দুয়ে দুয়ে চার
-
যে অরণ্যে আলো নেই
-
রোদ জ্বলা বিকেল
-
সূর্যাস্তের পর
আত্মজীবনী
-
বিন্দু-বিসর্গ
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
’নিগ্রো সাহিত্য’ প্রবন্ধের লেখক কে?
Created: 1 month ago
A
বদরুদ্দীন উমর
B
সেলিম আল দীন
C
আহমদ শরীফ
D
প্রমথ চৌধুরী
‘নিগ্রো সাহিত্য’ সেলিম আল দীন রচিত একটি প্রবন্ধ, যা আমেরিকার কালো মানুষদের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে লেখা। এটি তাঁর প্রথম বাংলা প্রবন্ধ এবং ১৯৬৮ সালে কবি আহসান হাবিব সম্পাদিত দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়।
সেলিম আল দীন আধুনিক বাংলা নাটকের অন্যতম প্রধান নাট্যকার হিসেবে খ্যাত। তাঁর প্রকৃত নাম ছিল মইনুদ্দিন আহমেদ। তিনি ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনি জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে তাঁর প্রথম রেডিও নাটক বিপরীত তমসায় প্রচারিত হয় এবং ১৯৭০ সালে আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় তাঁর প্রথম টেলিভিশন নাটক লিব্রিয়াম (পরবর্তীতে ঘুম নেই) সম্প্রচারিত হয়।
১৯৮১–৮২ সালে নাট্য-নির্দেশক নাসির উদ্দিন ইউসুফের সাথে তিনি বাংলাদেশ গ্রাম থিয়েটার গঠন করেন, যার মাধ্যমে তিনি বাংলাদেশের নাট্যশিল্পকে বিশ্বনাট্য ধারার সাথে সমাসীন করার প্রচেষ্টা চালান। ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করে তিনি এর প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রচনায় বাংলাদেশের শ্রমজীবী মানুষ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তাদের সংস্কৃতি মহাকাব্যিক ব্যাপ্তি পেয়েছে। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কীর্তন খোলা
-
হাতহদাই
-
জুলান
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
নিমজ্জন
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত রচনা সংকলন কোনটি?
Created: 2 months ago
A
চয়নিকা
B
গল্পগুচ্ছ
C
সঞ্চিতা
D
সঞ্চয়িতা
‘চয়নিকা’ (রবীন্দ্রনাথ ঠাকুর)
-
প্রথম রচনা সংকলন; প্রকাশকাল: ১৯০৯ খ্রিষ্টাব্দ।
-
প্রকাশক ও মুদ্রক: এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস থেকে পাঁচকড়ি মিত্র কর্তৃক মুদ্রিত এবং শ্রীচারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত।
-
প্রথম সংস্করণে কবিতার সংখ্যা: ১৩০ টি।
-
জনপ্রিয়তা নির্ধারণের জন্য:
-
১৯২৪ সালে বিশ্বভারতী গ্রন্থালয় থেকে ২০০টি কবিতা বেছে নেওয়ার প্রতিযোগিতা আয়োজন করা হয়।
-
৩২০ জন পাঠক এতে অংশ নেন; তাঁদের ভোট অনুযায়ী কবিতাগুলির জনপ্রিয়তা নির্ধারণ করা হয়।
-
-
১৯২৫ সালের সংস্করণটি এই লোকপ্রিয়তা অনুযায়ী সংকলিত হয়।
0
Updated: 2 months ago