A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
উত্তরের বিবরণ
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
শাহ মুহাম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন?
Created: 2 weeks ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
আলাউদ্দিন হোসেন শাহ
C
শামসুদ্দীন ইলিয়াস শাহ
D
ফখরুদ্দিন মোবারক শাহ
শাহ মুহাম্মদ সগীর
-
পরিচিতি: মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি
-
জন্মকাল: আনুমানিক ১৪শ শতকের শেষ থেকে ১৫শ শতকের মধ্যে
-
পৃষ্ঠপোষক: গিয়াসউদ্দিন আজম শাহ
-
প্রধান রচনা: ‘ইউসুফ জুলেখা’ কাব্য
-
উৎস: পারসি কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ জুলেখা’ থেকে গল্প গ্রহণ
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৮৯-১৪১০) এর স্তুতি বিদ্যমান
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয়?
Created: 2 weeks ago
A
রাধারানী
B
আনন্দমঠ
C
সীতারাম
D
দেবী চৌধুরানী

0
Updated: 2 weeks ago
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নন কে?
Created: 4 hours ago
A
চণ্ডীচরণ মুনশী
B
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
C
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
D
তারিণীচরণ মিত্র
✦ ফোর্ট উইলিয়াম কলেজ
প্রতিষ্ঠা:
-
লর্ড ওয়েলেসলী, ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
ভাষা বিভাগ:
-
বাংলাসহ ভারতের বিভিন্ন ভাষা শিক্ষা ও প্রসারের জন্য প্রতিষ্ঠিত।
-
উইলিয়ম কেরীকে স্থানীয় ভাষা বিভাগের প্রধান নিয়োগ করা হয়।
-
১৮০১ সালের মে মাসে উইলিয়ম কেরী বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
-
১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
বাংলা সাহিত্যে অবদান:
-
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে।
-
এখানে পণ্ডিত ও অনুবাদকরা বাংলা ভাষায় পাঠ্যপুস্তক, অনুবাদ ও মৌলিক গ্রন্থ রচনা করেন।
-
বাংলা গদ্যের আদিরূপ গড়ে ওঠে।
প্রধান পণ্ডিতগণ:
-
উইলিয়ম কেরী
-
রামরাম বসু
-
গোলকনাথ শর্মা
-
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তারিণীচরণ মিত্র
-
রাজীবলочন
-
চণ্ডীচরণ মুনশী
-
হরপ্রসাদ রায় প্রমুখ
উৎস:
-
বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 hours ago