বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগের মতো ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
A
কখনো আসে নি
B
হাজার বছর ধরে
C
সূর্য দীঘল বাড়ী
D
চিলেকোঠার সেপাই
উত্তরের বিবরণ
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
‘সূর্য দীঘল বাড়ী’ আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস, যা ১৯৫৫ সালে প্রকাশিত হয়।
-
গ্রন্থটি বাংলাদেশের গ্রামীণ জীবনের এক বিশ্বস্ত দলিল হিসেবে বিবেচিত।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই চারটি ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত।
-
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুন।
অন্যান্য চরিত্র
-
হাসু
-
মায়মুন
-
শাফি
-
ডা. রমেশ চক্রবর্তী
-
মোরল গদু প্রমুখ
অন্যান্য উল্লেখযোগ্য তথ্য
-
‘হাজার বছর ধরে’ (১৯৬৪): আবহমান বাংলার জীবন ও জনপদ এই উপন্যাসের মূল প্রতিপাদ্য।
-
‘চিলেকোঠার সেপাই’: ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াস রচিত এক মহাকাব্যিক উপন্যাস।
-
‘কখনো আসে নি’: জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
অমিয় চক্রবর্তী রচিত গদ্যরচনা কোনটি?
Created: 1 month ago
A
খসড়া
B
এক মুঠো
C
পুরবাসী
D
অনিঃশেষ
অমিয় চক্রবর্তী ছিলেন তিরিশের পঞ্চকবির একজন প্রভাবশালী কবি ও লেখক, যিনি তাঁর সাহিত্যজীবনের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আসেন এবং দীর্ঘ সময় ধরে তাঁর ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করেন।
-
জন্ম ও মৃত্যু: ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে জন্ম, ১৯৮৬ সালে মৃত্যু।
-
তিনি তিরিশের পঞ্চকবির মধ্যে একজন বিশিষ্ট সাহিত্যিক।
-
প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা: ১৫টি।
-
প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ:
-
খসড়া
-
এক মুঠো
-
মাটির দেয়াল
-
অভিজ্ঞান বসন্ত
-
অনিঃশেষ
-
অন্যান্য কাব্যগ্রন্থ
-
-
গদ্যরচনাসমূহ:
-
চলো যাই
-
সাম্প্রতিক
-
পুরবাসী
-
পথ অন্তহীন
-
0
Updated: 1 month ago
‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা কে?
Created: 1 week ago
A
মুকুন্দরাম চক্রবর্তী
B
সৈয়দ আলাওল
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সমর সেন
0
Updated: 1 week ago
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক কে?
Created: 1 month ago
A
স্বর্ণকুমারী দেবী
B
বেগম রোকেয়া
C
সুফিয়া কামাল
D
প্রভাবতী দেবী
স্বর্ণকুমারী দেবী এবং তাঁর সাহিত্যকর্ম
-
বিশেষত্ব: আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক
-
সম্পর্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী, দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা
-
সম্পাদকীয় কার্যক্রম: দীর্ঘ ৩০ বছর মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক
-
প্রথম উপন্যাস: দীপনির্বাণ
-
প্রধান উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
-
-
কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
-
-
নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
-
0
Updated: 1 month ago