পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত পালা কোনটি?
A
মলুয়া
B
দেওয়ান ভাবনা
C
কমলা
D
ভেলুয়া
উত্তরের বিবরণ
“ভেলুয়া” পালা
-
“ভেলুয়া” পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় পালা, যা পাঁচ খণ্ডে সমাপ্ত।
“ভেলুয়া” পূর্ববঙ্গ-গীতিকার অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় পালা, যা পাঁচ খণ্ডে সমাপ্ত।
প্রথম খণ্ড
-
শঙ্খপুরের মদন সাধুর কাঞ্চননগরযাত্রা।
-
ভেলুয়ার প্রতি অনুরাগ জন্ম এবং উভয়ের মিলন।
-
মদনের গৃহে প্রত্যাবর্তন ও বন্ধুদের কাছে হৃদয়ের কথা প্রকাশ।
-
মদনের পিতার ঘটক প্রেরণ এবং কৌলীন্যগর্বে ভেলুয়ার পিতার বিবাহপ্রস্তাব প্রত্যাখ্যান।
দ্বিতীয় খণ্ড
-
মদনের পুনরায় কাঞ্চননগরযাত্রা।
-
ভেলুয়াকে গোপনে শঙ্খপুরে নিয়ে আসা।
-
অপহরণের কারণে মদনের পিতা মুরাই সাধুর গৃহবহিষ্কার।
-
মদনের ভেলুয়াসহ রাংচাপুরে যাত্রা ও আবুরাজার দৌরাত্ম্য।
তৃতীয় ও চতুর্থ খণ্ড
-
আবুরাজার দৌরাত্ম্যের বিস্তৃত বিবরণ।
-
আবুরাজার দ্বারা ভেলুয়াকে অন্তঃপুরে আনা।
-
নির্বাসিত স্বামীর উপদেশে ভেলুয়ার হিরণ সাধুর দেশে যাত্রা।
-
হিরণের ভেলুয়ার প্রতি কুদৃষ্টি।
-
হিরণের ভগিনী মেনকার সঙ্গে ভেলুয়ার পলায়ন।
-
নদীতে জাহাজ দেখে আতঙ্কে ভেলুয়া ও মেনকার পতন, পরে এক সাধুবণিক কর্তৃক উদ্ধার।
-
হিরণের ষড়যন্ত্রে মদন বন্দী, মেনকার পরামর্শে মদনের উদ্ধার।
-
বৃদ্ধ সাধুর আশ্রয় থেকে আবুরাজার পুনরায় ভেলুয়া অপহরণ ও অন্তঃপুরে আবদ্ধকরণ।
পঞ্চম খণ্ড
-
চৌগঙ্গায় মদনের আত্মীয়স্বজনের সহায়তায় ভেলুয়ার উদ্ধার।
-
ভেলুয়া ও মদনের বিবাহ।
-
আবুরাজার উপযুক্ত শাস্তি প্রদান।
পূর্ববঙ্গ-গীতিকার অন্যান্য পালা
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
চৌধুরীর লড়াই
-
আয়না বিবি
-
ভেলুয়া ইত্যাদি
নিজাম ডাকাতের পালা
কাফন চোরা
চৌধুরীর লড়াই
আয়না বিবি
ভেলুয়া ইত্যাদি
মৈমনসিংহ-গীতিকার অন্তর্ভুক্ত পালা
-
মলুয়া
-
দেওয়ান ভাবনা
-
কমলা
মলুয়া
দেওয়ান ভাবনা
কমলা
উৎস: “ভেলুয়া” পালা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
সেলিনা হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
রাজসিংহ
B
শহরতলী
C
কন্যাকুমারী
D
গায়ত্রী সন্ধ্যা
গায়ত্রী সন্ধ্যা সেলিনা হোসেন রচিত একটি ত্রয়ী উপন্যাস। একই শিরোনামে গ্রন্থটি তিন খণ্ডে প্রকাশিত হয় এবং এর পটভূমি ১৯৪৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ আটাশ বছরের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এতে প্রতিফলিত হয়েছে। এ উপন্যাসে জাতির ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীর অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সেলিনা হোসেন বাংলাদেশের একজন খ্যাতিমান কথাসাহিত্যিক। তিনি ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর কথাসাহিত্যের মূল আখ্যান হলো অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং নারীমুক্তি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
-
হাঙর নদী গ্রেনেড
-
মগ্ন চৈতন্যে শিস
-
যাপিত জীবন
-
চাঁদবেনে
-
পোকামাকড়ের ঘরবসতি
-
গায়ত্রী সন্ধ্যা
-
দীপান্বিতা
গল্পগ্রন্থ
-
উৎস থেকে নিরন্তর
-
খোলকরতাল
-
মুক্তিযুদ্ধের গল্প
শিশু-কিশোর উপযোগী রচনা
-
সাগর
-
বাংলা একাডেমী গল্পে বর্ণমালা
-
বর্ণমালার গল্প
-
জ্যোৎস্নার রঙে আঁকা ছবি
-
চাঁদের বুড়ির পান্তা ইলিশ
এছাড়া উল্লেখযোগ্য যে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন রাজসিংহ উপন্যাস, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন শহরতলী, এবং কন্যাকুমারী উপন্যাসের রচয়িতা রাশিদা আখতার।
0
Updated: 1 month ago
মনের ভাব প্রকাশে কোনটি সবচেয়ে কার্যকর মাধ্যম?
Created: 1 month ago
A
লিপি
B
সংকেত
C
চিত্র
D
ভাষা
• মনের ভাব প্রকাশের প্রধান বাহন - 'ভাষা'।
• 'ভাষার সংজ্ঞা:
- গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে।
- এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়।
- বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করে।
- মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা।
0
Updated: 1 month ago
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম—
Created: 1 month ago
A
কালকূট
B
সুনন্দ
C
জাবালি
D
চিত্রগুপ্ত
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম — সুনন্দ।
অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ও ভ্রমর।
- বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।
- সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম- চিত্রগুপ্ত।
0
Updated: 1 month ago