হোমারের রচনার বঙ্গানুবাদ কোনটি?
A
ব্রজাঙ্গনা
B
হেক্টরবধ
C
মেঘনাদবধ
D
বীরঙ্গনা
উত্তরের বিবরণ
‘হেক্টরবধ’
-
‘হেক্টরবধ’ (১৮৭১) হোমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি সর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ।
-
মাইকেল মধুসূদন দত্ত রচনাটি ১৮৬৭ সালে শুরু করেছিলেন, তবে অসমাপ্ত অবস্থায়ই এটি ১৮৭১ সালের ১লা সেপ্টেম্বর প্রকাশিত হয়।
-
হোমারের কোনো রচনা মূল গ্রিক ভাষা থেকে বাংলায় অনুবাদের এটিই ছিল প্রথম প্রয়াস।
-
গ্রন্থটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল।
মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য উল্লেখযোগ্য কাব্য
১. মেঘনাদবধ কাব্য (১৮৬১)
-
সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনিকে অবলম্বন করে রচিত।
-
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের স্বাধীনতার মন্ত্রে অনুপ্রাণিত হয়ে কবি রাবণকে নায়ক ও রামকে খলনায়ক রূপে উপস্থাপন করেন।
২. ব্রজাঙ্গনা (১৮৬১)
-
রাধাকৃষ্ণ বিষয়ক একটি গীতিকাব্য।
-
কাব্যের কবিতাগুলো ওড্ জাতীয় গীতিকবিতা।
-
এটি দুই খণ্ডে (বিরহ ও মিলন) রচনার পরিকল্পনা করেছিলেন কবি, তবে ‘মিলন’ খণ্ডটি লেখা হয়নি।
৩. বীরাঙ্গনা কাব্য
-
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য।
-
পৌরাণিক নারীদের আধুনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে।
-
এখানে তাঁরা নিজেদের প্রণয় ও কামনা প্রকাশ করেছেন এক নবজাগরণধর্মী ভঙ্গিতে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"- বিখ্যাত কবিতাংশটুকুর রচয়িতা কে?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
হেলাল হাফিজ
C
শামসুর রাহমান
D
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
কবিতাংশের রচয়িতা: হেলাল হাফিজ
"এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।"
— কবিতাংশটি হেলাল হাফিজ রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা থেকে নেওয়া।
হেলাল হাফিজ:
-
জন্ম: ১৯৪৮ সালের ৭ অক্টোবর, নেত্রকোনা।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই তিনি দৈনিক পূর্বদেশ পত্রিকায় সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে যোগ দেন।
-
তাঁর লেখা ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থ বাংলা কবিতায় ব্যতিক্রমী অবদান হিসেবে স্বীকৃত।
‘যে জলে আগুন জ্বলে’ গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
-
নিষিদ্ধ সম্পাদকীয় (যেখান থেকে উক্ত বিখ্যাত পঙ্ক্তি উদ্ধৃত হয়েছে)।
তাঁর কাব্যগ্রন্থসমূহ:
-
যে জলে আগুন জ্বলে
-
কবিতা ৭১
-
বেদনাকে বলেছি কেঁদোনা
0
Updated: 1 month ago
নিচের কোনটি নিম্নবিবৃত স্বরধ্বনি?
Created: 1 month ago
A
ই
B
আ
C
উ
D
অ্যা
• নিম্নবিবৃত স্বরধ্বনি — আ
স্বরধ্বনির শ্রেণীবিভাগ:
উচ্চারণের সময় জিভের উচ্চতা, জিভের সামনের-পেছনের অবস্থান, এবং ঠোঁটের উন্মুক্তির উপর ভিত্তি করে স্বরধ্বনি ভাগ করা হয়।
১. উচ্চ স্বরধ্বনি – ই, উ
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি – এ, ও
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি – অ্যা, অ
৪. নিম্ন স্বরধ্বনি – আ
ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী শ্রেণীবিভাগ:
-
সংবৃত – ই, উ (ঠোঁট কম খোলা)
-
অর্ধ-সংবৃত – এ, ও
-
বিবৃত – আ (ঠোঁট বেশি খোলা)
-
অর্ধ-বিবৃত – অ্যা, অ
0
Updated: 1 month ago
'গেরিলা' কবিতাটি শামসুর রাহমান রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 2 months ago
A
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
B
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
C
রৌদ্র করোটিতে
D
বন্দী শিবির থেকে
শামসুর রাহমান ও 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থের নাম: বন্দী শিবির থেকে
-
প্রকাশকাল: ১৯৭২ সালের জানুয়ারি, কলকাতা
-
প্রেক্ষাপট: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া অবস্থায় লেখা
-
ছদ্মনাম: “মজলুম আদিব” (দেশ পত্রিকায় লেখা)
-
বিখ্যাত কবিতা:
-
গেরিলা
-
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
-
স্বাধীনতা তুমি
-
রক্তাক্ত প্রান্তরে
-
-
প্রারম্ভে: ‘পুর্বলেখ’ শিরোনামে রচনার প্রেক্ষাপট বর্ণনা
0
Updated: 2 months ago