রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন গ্রন্থটি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ?
A
খেয়া
B
বিশ্বপরিচয়
C
পরিশেষ
D
ঘরে বাইরে
উত্তরের বিবরণ
‘বিশ্বপরিচয়’ প্রবন্ধ
-
‘বিশ্বপরিচয়’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞানবিষয়ক গ্রন্থ।
-
গ্রন্থটি রবীন্দ্রনাথের ভাষারীতি ও বিজ্ঞানচিন্তার এক মূল্যবান নিদর্শন।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে।
-
রবীন্দ্রনাথ এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকে।
রবীন্দ্রনাথের অন্যান্য গ্রন্থের উৎসর্গপত্র
-
‘খেয়া’ কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয়েছিল জগদীশ বসুকে।
-
‘পরিশেষ’ কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন অতুলপ্রসাদ সেনকে।
-
‘ঘরে বাইরে’ উপন্যাস উৎসর্গ করেছিলেন প্রমথ চৌধুরীকে।
উৎস: ‘বিশ্বপরিচয়’ রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
পুঁথি সাহিত্যের আদি ও শ্রেষ্ঠ কবি কে?
Created: 1 month ago
A
শাহ মুহম্মদ সগীর
B
ফকির গরিবুল্লাহ
C
আলাওল
D
সৈয়দ হামজা
ফকির গরীবুল্লাহ এবং পুঁথি সাহিত্য
-
পুঁথি সাহিত্যের প্রথম, শ্রেষ্ঠ ও সার্থক কবি: ফকির গরীবুল্লাহ
-
জীবনকাল: আনুমানিক ১৬৮০–১৭৭০
-
অবদান: ‘আমীর হামজা’ রচনা করে বাংলা পুঁথি সাহিত্যের সূচনা
পুঁথি সাহিত্য:
-
আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত বিস্তৃত, বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা
-
ভাষার মিশ্রণ: আরবি, উর্দু, ফারসি ও হিন্দি
-
মূলত মুসলমান সম্প্রদায়ের মধ্যে রচিত এবং পাঠকও মুসলমান সম্প্রদায়
-
দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যের প্রাচীনতম ও সার্থক কবি: ফকির গরীবুল্লাহ
-
মর্সিয়া সাহিত্যের আদি কবি: শেখ ফয়জুল্লাহ
ফকির গরীবুল্লাহ রচিত কাব্যসমূহ:
-
আমীর হামজা (প্রথম অংশ)
-
সোনাভান
-
জঙ্গনামা
-
সত্যপীরের পুঁথি
-
ইউসুফ জোলেখা
-
বিশেষ উল্লেখ: ফকির গরীবুল্লাহ না থাকলে উত্তর হবে সৈয়দ হামজা।
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি?
Created: 3 weeks ago
A
বিসর্জন
B
চিরকুমার সভা
C
বাল্মীকি প্রতিভা
D
চণ্ডালিকা
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও সাহিত্যকর্ম সম্পর্কে তথ্য তুলে ধরা হলো। তিনি ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান ছিলেন।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক ‘বাল্মীকি প্রতিভা’।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাস ‘বৌঠাকুরানীর হাট’।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘কবি-কাহিনী’।
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্প ‘ভিখারিনী’।
রবীন্দ্রনাথের কিছু বিখ্যাত নাটক:
-
বিসর্জন
-
রাজা
-
অচলায়তন
-
চিরকুমার সভা
-
তাসের দেশ
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
ডাকঘর
-
বসন্ত
-
চণ্ডালিকা
-
নটীর পূজা
0
Updated: 3 weeks ago
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত প্রথম নাটক কোনটি?
Created: 2 months ago
A
কবর
B
নরকে লাল গোলাপ
C
একুশের গল্প
D
আরেক ফাল্গুন
কবর নাটক
-
রচয়িতা: অধ্যাপক মুনীর চৌধুরী
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
বিশেষত্ব: ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক
-
উৎপত্তি:
-
১৯৫৩ সালে জেলখানায় বন্দি অবস্থায় বামপন্থী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য নাটক লেখার অনুরোধ করেন।
-
অনুরোধের ভিত্তিতে তিনি নাটকটি রচনা করেন।
-
অন্য উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক: আলাউদ্দীন আল আজাদ, নরকে লাল গোলাপ
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস: জহির রায়হান, আরেক ফাল্গুন
মুনীর চৌধুরী
-
জন্ম: ২৭ নভেম্বর ১৯২৫, মানিকগঞ্জ
-
পেশা: শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক
-
রাজনীতি: বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago