প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
উত্তরের বিবরণ
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
কোন দ্বিরুক্ত শব্দজুটি আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
নরম নরম হাত
B
পাকা পাকা আম
C
উড়ু উড়ু মন
D
শীত শীত লাগে
0
Updated: 1 month ago
আলাওল কার আদেশে 'পদ্মাবতী' কাব্যটি রচনা করেন?
Created: 1 month ago
A
দৌলত কাজীর আদেশে
B
দৌলত উজির বাহরাম খানের আদেশে
C
কানাহরি দত্তের আদেশে
D
মাগন ঠাকুরের আদেশে
পদ্মাবতী কাব্য
-
রচয়িতা: আলাওল
-
মহত্ব: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের জনপ্রিয় প্রণয়কাব্য।
-
উৎস: হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবৎ কাব্যের বাংলা অনুবাদ।
-
রচনার সময়: ১৬৫১ খ্রিষ্টাব্দ, আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে, মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে।
-
কাব্যের গঠন: দুইটি পর্বে বিভক্ত
-
চিতোররাজ রত্নসেন সিংহলের রাজকন্যা পদ্মাবতী অর্জন করেন।
-
দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি পদ্মাবতী লাভের ব্যর্থ চেষ্টা করেন।
-
আলাওল (আনুমানিক ১৬০৭–১৬৮০)
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং সর্বাধিক গ্রন্থপ্রণেতা।
-
মোট কাব্যসংখ্যা: ৭টি
আখ্যানকাব্য:
-
পদ্মাবতী (১৬৪৮)
-
সতীময়না ও লোরচন্দ্রানী (১৬৫৯)
-
সপ্তপয়কর (১৬৬৫)
-
সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯)
-
সিকান্দরনামা (১৬৭৩)
নীতিকাব্য:
-
তোহফা (১৬৬৪)
সঙ্গীতবিষয়ক কাব্য:
-
রাগতালনামা
0
Updated: 1 month ago
যাযাবর’ কোন লেখকের ছদ্মনাম?
Created: 1 month ago
A
বিমল ঘোষ
B
বালাইচাঁদ মুখোপাধ্যায়
C
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
D
বিমল মিত্র
বাংলা সাহিত্যে অনেক লেখক ছদ্মনাম ব্যবহার করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—
-
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় – ছদ্মনাম: যাযাবর
-
বিমল ঘোষ – ছদ্মনাম: মৌমাছি
-
বালাইচাঁদ মুখোপাধ্যায় – ছদ্মনাম: বনফুল
-
বিমল মিত্র – ছদ্মনাম: জাবালি
আরও কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম
-
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – হাবু শর্মা
-
সমরেশ বসু – কালকূট
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
-
অচিন্ত্যকুমার সেনগুপ্ত – নীহারিকা দেবী
উৎস:
0
Updated: 1 month ago