প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
A
অশোক মৌর্য
B
চন্দ্রগুপ্ত মৌর্য
C
সমুদ্র গুপ্ত
D
এর কোনোটিই নয়
উত্তরের বিবরণ
মৌর্য সাম্রাজ্য
-
প্রাচীন ভারতের ইতিহাসে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সাম্রাজ্যের উত্থান ঘটে।
-
এটি ভারতের প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য।
-
চন্দ্রগুপ্ত মৌর্যই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
-
বাংলায় মৌর্য সাম্রাজ্যের শাসক ছিলেন সম্রাট আশোক।
-
চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব ৩২২–২৯৮ অব্দ।
-
গ্রিক ঐতিহাসিক মেগাস্থিনিস তার ‘ইন্ডিকা’ গ্রন্থে চন্দ্রগুপ্তের ব্যক্তিগত জীবন এবং শাসনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত লিখেছেন।
-
তিনি ভারতকে গ্রিক শাসন থেকে মুক্ত করেছিলেন।
-
তাঁর রাজধানী পাটলীপুত্র ছিল একটি বড় ও সুন্দর প্রাসাদ নগরী।
-
প্রায় ২৪ বছর শাসন করার পর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেছিলেন।
উৎস: ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে?
Created: 2 months ago
A
আলমগীর কবির
B
খান আতাউর রহমান
C
হুমায়ূন আহমেদ
D
সুভাষ দত্ত
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র: ধীরে বহে মেঘনা (১৯৭৩)
-
পরিচালক: আলমগীর কবির
-
কাহিনী: ভারতীয় এক মেয়ের, অনিতার, প্রেমিক মুক্তিযুদ্ধে শহীদ হয়। অনিতা ঢাকায় এসে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করলে তার মর্ম আরও গভীর হয়।
-
অভিনয়: বুলবুল আহমেদ, ববিতা, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ প্রমুখ
-
সঙ্গীত: হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
আবার তোরা মানুষ হ – পরিচালনা: খান আতাউর রহমান
-
আগুনের পরশমণি – হুমায়ূন আহমেদের চলচ্চিত্র
-
অরুনোদয়ের অগ্নিসাক্ষী – পরিচালনা: সুভাষ দত্ত
সূত্র: প্রথম আলো, তারিক মনজুর (শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সরকারি কর্ম কমিশন' (PSC) গঠনের উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১৩৭ নং অনুচ্ছেদে
B
১৩৫ নং অনুচ্ছেদে
C
১৩৮ নং অনুচ্ছেদে
D
১৩৪ নং অনুচ্ছেদে
সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, আইন প্রণয়নের মাধ্যমে দেশের জন্য একটি বা একাধিক সরকারি কর্ম কমিশন গঠন করা যাবে।
প্রতিটি কমিশনে একজন চেয়ারম্যান এবং আইন দ্বারা নির্ধারিত সংখ্যক অন্যান্য সদস্য থাকবে।
এছাড়াও—
-
১৩৫ নং অনুচ্ছেদে অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত বা শাস্তি সম্পর্কিত বিষয় উল্লেখ আছে।
-
১৩৮ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের কথা বলা হয়েছে।
-
১৩৯ নং অনুচ্ছেদে তাদের কার্যকালের মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন] সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু-
Created: 2 months ago
A
৬৫.৪ বছর
B
৬৭.৫ বছর
C
৭০.৮ বছর
D
৭৩.৭ বছর
[অপশনে সঠিক উত্তর নেই । তাছাড়াও এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
------------------
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু: ৭২.৩ বছর।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৮২%।
- মোট রপ্তানি আয়: মিলিয়ন ডলার।
- মোট আমদানি ব্যয়: মিলিয়ন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- সাক্ষরতার হার (৭ বছর +): ৭৭.৯%।
- দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।
তথ্যসূত্র - বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
0
Updated: 2 months ago