A
৫ম সংশোধনকে
B
৪র্থ সংশোধনকে
C
৩য় সংশোধনকে
D
২য় সংশোধনকে
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী-কেই সংবিধানের প্রথম বিকৃতি (First distortion of Constitution) বলা হয়।
-
১৯৭৯ সালে জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী আইন অনুমোদিত হয়।
-
এই সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ তফসিল পরিবর্তন করা হয়।
-
১৯৭৫ থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনামলে যে সব অধ্যাদেশ, সংবিধান সংশোধন বা বিধান জারি করা হয়েছিল, সবকেই বৈধতা দেওয়া হয়।
-
এই সংশোধনীর মাধ্যমে “বাংলাদেশী জাতীয়তাবাদ” চালু হয় এবং সংবিধানের প্রস্তাবনায় “বিসমিল্লাহির রাহমানির রাহিম” যুক্ত হয়।
-
এভাবেই প্রথমবারের মতো ১৯৭২ সালের সংবিধানের মূলনীতির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
-
তাই রাষ্ট্র পরিচালনার নীতিমালায় পরিবর্তন আনার কারণে একে ‘First distortion of Constitution’ বলা হয়।
উৎস: বাংলাদেশের সংবিধানের ইতিহাস

0
Updated: 1 day ago
(তৎকালীন সাম্প্রতিক তথ্যের প্রশ্ন। সঠিক উত্তর নেই, সঠিক তথ্যের জন্য ব্যাখ্যা দেখুন) বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
Created: 3 weeks ago
A
১৬ (ভুল উত্তর)
B
২৭
C
১০
D
১৯
বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত ১৭টি সংশোধনী আনা হয়েছে।
বাংলাদেশের সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
⇒ সংবিধান সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ৪ বার, জিয়াউর রহমানের সময় ২ বার, এরশাদের সময় ৪ বার, শেখ হাসিনার সরকারের সময় ৩ বার ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান সংশোধন করা হয়।
⇒ ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে সংবিধানের ১ম সংশোধনী পাশ হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের ৮ জুলাই।
উৎস: বাংলাদেশের সংবিধান, দৈনিক ইত্তেফাক।

0
Updated: 3 weeks ago
সংবিধানের কোন অধ্যায়ে 'সংবিধানের সংশোধন' নিয়ে আলোচনা করা হয়েছে?
Created: 3 days ago
A
৭ম অধ্যায়
B
৮ম অধ্যায়
C
৯ম অধ্যায়
D
১০ম অধ্যায়
সংবিধানের দশম অধ্যায় : সংবিধানের সংশোধন
-
বিষয়বস্তু:
সংবিধানের দশম অধ্যায়ে সংবিধানের সংশোধন (Amendment of the Constitution) সম্পর্কিত বিধান বর্ণিত হয়েছে। -
প্রধান বিষয়সমূহ:
-
সংসদের আইনের মাধ্যমে সংবিধানের যেকোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধন করা যেতে পারে।
-
সংশোধনী বিলের সম্পূর্ণ শিরোনামে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে, সংবিধানের কোন বিধান সংশোধন করা হচ্ছে; অন্যথায় বিলটি সংসদে বিবেচনার জন্য গ্রহণযোগ্য হবে না।
-
সংসদের মোট সদস্যসংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ ভোটে সংশোধনী বিল পাস হতে হবে।
-
সংসদ কর্তৃক অনুমোদিত হওয়ার পর সংশোধনী বিল রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করতে হবে।
-
রাষ্ট্রপতি বিলটি প্রাপ্তির সাত দিনের মধ্যে সম্মতিদান করবেন; তিনি তা করতে ব্যর্থ হলে নির্ধারিত সময় শেষে বিলটিকে রাষ্ট্রপতির সম্মতিপ্রাপ্ত বলে গণ্য করা হবে।
-
তথ্যসূত্র:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 days ago
কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়?
Created: 3 weeks ago
A
দশম
B
একাদশ
C
দ্বাদশ
D
ত্রয়োদশ
বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা:
-
বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।
দ্বাদশ সংশোধনী:
-
দ্বাদশ সংশোধনী আইন বাংলাদেশের সাংবিধানিক বিকাশের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে খ্যাত। এই সংশোধনী আইন পাস হয় ১৯৯১ সালের ৬ আগস্ট।
-
এর দ্বারা সংবিধানের ৪৮, ৫৫, ৫৬, ৫৮, ৫৯, ৬০, ৭০, ৭২, ১০৯, ১১৯, ১২৪, ১৪১ক এবং ১৪২ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
-
এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তন ঘটে:
-
রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হন।
-
প্রধানমন্ত্রী হন রাষ্ট্রের প্রধান নির্বাহী।
-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ হয়।
-
উপ-রাষ্ট্রপতির পদ বিলোপ করা হয়।
-
জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়।
-
-
তাছাড়া, সংবিধানের ৫৯ অনুচ্ছেদের মাধ্যমে এই আইনে স্থানীয় সরকার কাঠামোতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, যা দেশে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago