A
১৯৯১ সালে
B
১৯৭৩ সালে
C
১৯৮৬ সালে
D
১৯৯৬ সালে
উত্তরের বিবরণ
মূল্য সংযোজন কর (ভ্যাট)
-
সরকারের মোট আয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ আসে ভ্যাট থেকে।
-
বাংলাদেশে প্রথম ভ্যাট (Value Added Tax – মূল্য সংযোজন কর) চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
-
ভ্যাট হলো এক ধরনের পরোক্ষ কর, অর্থাৎ এটি সরাসরি করদাতার আয়ের উপর নয়, বরং ভোগের উপর আরোপিত হয়।
-
বর্তমানে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ও আসে ভ্যাট থেকে।
বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাতসমূহ
১. মূল্য সংযোজন কর (ভ্যাট) – আয়ের প্রধান উৎস।
২. আয়কর – দ্বিতীয় বৃহৎ উৎস।
৩. সম্পূরক শুল্ক – তৃতীয় উৎস।
৪. আমদানি শুল্ক – চতুর্থ উৎস।
উৎস: জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বাংলাদেশ।

0
Updated: 1 day ago
দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
Created: 1 month ago
A
গজারিয়া
B
গাজীপুর
C
সাভার
D
ভালুকা
ঔষধ পার্ক
-
বাংলাদেশের প্রথম ঔষধ পার্কটি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তৈরি হয়েছে।
-
এখানকার ওষুধ কারখানাগুলো দেশের বাজারের চাহিদা পূরণ করার পাশাপাশি বিদেশেও ওষুধ রপ্তানি করে।
-
রাজধানী ঢাকার কাছাকাছি, মেঘনা নদীর পাশে গড়ে ওঠা এই পার্কটি গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত।
-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা এই প্রকল্পটি ২০০ একর জমিতে নির্মিত হচ্ছে, যা ঢাকার প্রায় ৩৭ কিলোমিটার দূরে।
-
দেশের ওষুধ শিল্পের কাঁচামাল নিজেরাই উৎপাদন করতে পারার লক্ষ্য নিয়ে সরকার ২০০৮ সালে এই প্রকল্প হাতে নেয়।
-
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে একনেক সভায় এই ‘এপিআই শিল্প পার্ক’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাদেশ প্রতিদিন, ৭ এপ্রিল, ২০১৮

0
Updated: 1 month ago