[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
A
১৩ হাজার ১২৫টি
B
১৩ হাজার ১৩০টি
C
১৩ হাজার ১৩৬টি
D
১৩ হাজার ১৪৬টি
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
কমিউনিটি ক্লিনিক
কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনা মূল্যে প্রায় ২৭ ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়।
এগুলোর মধ্যে রয়েছে সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসবপূর্ব (প্রতিরোধ টিকা দানসহ), প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক মহাপরিচালক মার্গারেট চ্যান বাংলাদেশ সফরে এসে কমিউনিটি ক্লিনিকের উদ্যোগকে বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন।
সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট,অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
0
Updated: 1 month ago
'রেহেনা মরিয়ম নূর' চলচ্চিত্রটি পরিচালনা করেন-
Created: 1 month ago
A
জেরেমি চুয়া
B
আবদুল্লাহ মােহাম্মদ সাদ
C
রাজীব মহাজন
D
আজমেরী হক বাঁধন
‘রেহেনা মরিয়ম নূর’ একটি বাংলাদেশি চলচ্চিত্র, যা ২০২১ সালের জুলাই মাসে মুক্তি পায়। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রতিভাবান তরুণ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এটি ২০২১ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আন সার্তে রিগা’ পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, যা দেশের চলচ্চিত্র ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।
চলচ্চিত্রটি মূলত দৃঢ় চরিত্র ও কঠিন সিদ্ধান্তের গল্প বলেছে। জীবনে মানুষকে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু কোনো সিদ্ধান্তের জন্য যদি তাকে কঠিন মূল্য দিতে হয় এবং তা জানার পরও অবিচল থাকে,
তখন তাকে দৃঢ় চরিত্রের মানুষ বলা যায়। ঠিক এমনই একজন চরিত্রের গল্প ফুটে উঠেছে ‘রেহেনা মরিয়ম নূর’-এ।
0
Updated: 1 month ago
The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?
Created: 3 weeks ago
A
রেহমান সোবহান
B
আনিসুর রহমান
C
নুরুল ইসলাম
D
হারুন-অর-রশিদ
'The Foreshadowing of Bangladesh' একটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ, যার লেখক হারুন-অর-রশিদ। বইটির সম্পূর্ণ নাম হলো The Foreshadowing of Bangladesh: Bengal Muslim League and Muslim Politics, যা মূলত ১৯৪৭ সালের আগে বাংলার মুসলমানদের রাজনৈতিক ইতিহাস ও অবহেলিত ঘটনাবলী তুলে ধরে।
-
হারুন-অর-রশিদ এই গ্রন্থের লেখক এবং একজন সুপরিচিত প্রাবন্ধিক, গবেষক ও কলাম লেখক।
-
তাঁর গবেষণার কেন্দ্রবিন্দু হলো ১৯৪৭-পূর্ব ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন অবিভক্ত বাংলা, পাকিস্তানি শাসনকাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং সমসাময়িক ভারত ও বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন ও গতিধারা।
-
তিনি বিশেষভাবে বাঙালির রাষ্ট্রচিন্তা এবং স্বাধীন জাতি-রাষ্ট্র গঠন বিষয়ক গবেষণায় কাজ করেন।
-
বর্তমানে প্রফেসর হারুন-অর-রশিদ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া (২০ খণ্ড) রচনা প্রকল্পের প্রধান হিসেবে গবেষণার কাজ করছেন।
-
বঙ্গবন্ধু সম্পর্কিত গবেষণার জন্য তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ গবেষণা-গ্রন্থসমূহ:
-
The Foreshadowing of Bangladesh
-
Inside Bengal Politics 1936-1947: Unpublished Correspondence of Partition Leaders
-
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ
-
বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়
-
বাংলাদেশ: রাজনীতি সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন (১৭৫৭-২০১৮)
-
আমাদের বাঁচার দাবী: ৬ দফার ৫০ বছর
-
৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য-সম্পদ: বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ
0
Updated: 3 weeks ago
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
সিলেট
C
পঞ্চগড়
D
মৌলভীবাজার
বাংলাদেশে বাণিজ্যিকভাবে চা চাষের সূচনা হয় ১৮৫৪ সালে, যখন সিলেটের মালিনীছড়ায় প্রথম চা বাগান গড়ে ওঠে। বর্তমানে, বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট পরিচালিত হচ্ছে।
-
মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে, এখানে মোট ৯১টি চা বাগান আছে।
-
অন্যান্য জেলার চা বাগানের সংখ্যা:
-
হবিগঞ্জ: ২৫টি
-
চট্টগ্রাম: ২১টি
-
সিলেট: ১৯টি
-
পঞ্চগড়: ৮টি
-
রাঙামাটি: ২টি
-
ঠাকুরগাঁও: ১টি
-
0
Updated: 1 month ago