সংবিধানের কোন সংশোধনকে 'first distortion of constitution' বলে আখ্যায়িত করা হয়?
A
৫ম সংশোধনকে
B
৪র্থ সংশোধনকে
C
৩য় সংশোধনকে
D
২য় সংশোধনকে
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের পঞ্চম সংশোধনী-কেই সংবিধানের প্রথম বিকৃতি (First distortion of Constitution) বলা হয়।
-
১৯৭৯ সালে জাতীয় সংসদে পঞ্চম সংশোধনী আইন অনুমোদিত হয়।
-
এই সংশোধনের মাধ্যমে সংবিধানের চতুর্থ তফসিল পরিবর্তন করা হয়।
-
১৯৭৫ থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনামলে যে সব অধ্যাদেশ, সংবিধান সংশোধন বা বিধান জারি করা হয়েছিল, সবকেই বৈধতা দেওয়া হয়।
-
এই সংশোধনীর মাধ্যমে “বাংলাদেশী জাতীয়তাবাদ” চালু হয় এবং সংবিধানের প্রস্তাবনায় “বিসমিল্লাহির রাহমানির রাহিম” যুক্ত হয়।
-
এভাবেই প্রথমবারের মতো ১৯৭২ সালের সংবিধানের মূলনীতির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
-
তাই রাষ্ট্র পরিচালনার নীতিমালায় পরিবর্তন আনার কারণে একে ‘First distortion of Constitution’ বলা হয়।
উৎস: বাংলাদেশের সংবিধানের ইতিহাস

0
Updated: 1 month ago
বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
Created: 4 months ago
A
ক) ১০
B
খ) ১১
C
গ) ১২
D
ঘ) ১৩
দ্বাদশ সংশোধনী
দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসনের পরিবর্তে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়।
এই সংশোধনীটি ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদে গৃহীত হয়।
• দ্বাদশ সংশোধনীর মূল দিকসমূহ:
১. রাষ্ট্রপতি হন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান।
২. প্রধানমন্ত্রী হন সরকারের প্রধান নির্বাহী।
৩. মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতীয় সংসদের প্রতি দায়বদ্ধ থাকে।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।

0
Updated: 4 months ago
সংবিধানের কোন ভাগে 'নির্বাচন' নিয়ে আলোচনা করা হয়েছে?
Created: 3 weeks ago
A
সপ্তম ভাগে
B
চতুর্থ ভাগে
C
পঞ্চম ভাগে
D
ষষ্ঠ ভাগে
বাংলাদেশের সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
উৎস:

0
Updated: 3 weeks ago
সংবিধানের কোন সংশোধনীতে "রাষ্ট্রধর্ম ইসলাম" সংযোজিত হয়?
Created: 3 weeks ago
A
দ্বিতীয় সংশোধনী
B
চতুর্থ সংশোধনী
C
অষ্টম সংশোধনী
D
দশম সংশোধনী
অষ্টম সংশোধনী সংসদে ১১ মে ১৯৮৮ তারিখে উত্থাপিত হয়, উত্থাপনকারী ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংসদে এটি গৃহীত হয় ৭ জুন ১৯৮৮ এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ৯ জুন ১৯৮৮ তারিখে।
মূল বিষয়বস্তু:
-
ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা।
-
হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ যথাক্রমে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেট এ স্থাপন।
-
বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবে।
-
রাজধানীর নামের ইংরেজি বানান Dacca এর পরিবর্তে Dhaka, এবং বাংলা ভাষার ইংরেজি নাম Bengali এর পরিবর্তে Bangla গৃহীত হয়।
প্রসঙ্গ:
-
হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপনের বিষয়ে দুটি নাগরিক রীট পিটিশন দায়ের করেন—আনোয়ার হোসেন চৌধুরী ও জালাল উদ্দিন।
-
তাদের রীট পিটিশনের কারণে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থগিত হয়। পরবর্তীতে এটি বাতিল করা হয়।
উৎস:

0
Updated: 3 weeks ago