[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
A
সাড়ে ৪ হাজার কোটি টাকা
B
সাড়ে ৫ হাজার কোটি টাকা
C
সাড়ে ৩ হাজার কোটি টাকা
D
সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তরের বিবরণ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
0
Updated: 1 month ago
আলুর একটি জাত-
Created: 1 month ago
A
ডায়মন্ড
B
রূপালী
C
ড্রামহেড
D
ব্রিশাইল
উচ্চ ফলনশীল ফসল ও তাদের জাত
কৃষি খাতে বিভিন্ন ফসলের উন্নত জাত নির্বাচনের মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করা যায়। নিচে কয়েকটি প্রধান ফসল ও তাদের উচ্চ ফলনশীল জাতের তালিকা দেওয়া হলো:
১. আলু:
উচ্চ ফলনশীল আলুর জাতের মধ্যে উল্লেখযোগ্য:
-
হীরা
-
আইলসা
-
ডায়মন্ড
-
কার্ডিনাল
-
চমক
-
সুন্দরী
-
কুফরী
২. তুলা:
উন্নত জাতের তুলা শস্যের একটি জনপ্রিয় জাত হলো:
-
রূপালী
৩. বাঁধাকপি:
উচ্চ ফলনশীল জাতের মধ্যে:
-
গ্রীন এক্সপ্রেস
-
ড্রামহেড
-
গোল্ডেন ক্রস
-
প্রভাতী
-
অগ্রদূত
৪. ধান:
উচ্চ ফলনশীল ধানের জাতের মধ্যে রয়েছে:
-
বিপ্লব
-
ইরাটম
-
ব্রিশাইল
-
ময়না
-
চান্দিনা
-
হরিধান
-
নারিফা
-
প্রগতি
৫. অন্যান্য:
-
সরিষা: সফল
-
ভুট্টা: উত্তরণ
-
বেগুন: শুকতারা
সূত্র: কৃষি তথ্য সার্ভিস (Agricultural Information Service) ও কৃষি শিক্ষা বোর্ডবই।
0
Updated: 1 month ago
‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
Created: 1 month ago
A
শ্রম বাজার
B
চাকুরি বাজার
C
স্টক মার্কেট
D
কৃষি বাজার
পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সাধারণত সেকেন্ডারি মার্কেট হিসাবে বিবেচনা করা হয়, যেখানে কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করা হয়। বাংলাদেশে এই বাজার পরিচালনার জন্য দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে।
-
ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE), প্রতিষ্ঠিত ১৯৫৪ সালে, কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে নারায়ণগঞ্জে। পরবর্তীতে ১৯৫৮ সালে ঢাকার মতিঝিলে স্থানান্তরিত হয়।
-
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE), প্রতিষ্ঠিত ১৯৯৫ সালে।
-
বাংলাদেশের শেয়ার মার্কেটের নিয়ন্ত্রণ ও তদারকি করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (BSEC), যা ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
-
এই কমিশনের মূল উদ্দেশ্য হলো গ্রাহকের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা এবং পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা।
0
Updated: 1 month ago
মাত্র ১টি সংসদীয় আসন-
Created: 1 month ago
A
লক্ষ্মীপুর জেলায়
B
মেহেরপুর জেলায়
C
ঝালকাঠী জেলায়
D
রাঙামাটি জেলায়
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে।
-
এর মধ্যে ৩০০টি আসন সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়।
-
১ নং আসন: পঞ্চগড়-১
-
৩০০ নং আসন: বান্দরবান
-
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিনটি জেলা রয়েছে — রাঙ্গামাটি, বান্দরবান, এবং খাগড়াছড়ি — এবং প্রত্যেক জেলার জন্য একটি করে সংসদীয় আসন নির্ধারিত আছে।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
0
Updated: 1 month ago