A
Weak
B
Ignore
C
Forget
D
Confuse
উত্তরের বিবরণ
• Feeble:
English meaning: weak and without energy, strength, or power.
Bangla meaning: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
Options:
ক) Weak – দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
খ) Ignore – উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
গ) Forget – ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া।
ঘ) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
Synonym: Weak
Source: Accessible Dictionary.

0
Updated: 12 hours ago
Who is a famous Victorian poet?
Created: 3 days ago
A
William Wordsworth
B
Alfred Tennyson
C
John Keats
D
Robert Frost

0
Updated: 3 days ago
Who is the most famous satirist in English literature?
Created: 3 months ago
A
Alexander Pope
B
Jonathan Swift
C
William Wordsworth
D
Bulter
Jonathan Swift (1667–1745)
-
তিনি একজন প্রখ্যাত Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বাধিক পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) লেখক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং টোরি (Tories) পার্টির পক্ষে বিভিন্ন প্যামফলেট রচনা করতেন।
-
তাঁর লেখায় সামাজিক কটাক্ষ ও বিদ্রুপ বিশেষভাবে লক্ষ্য করা যায়।
ব্যক্তিগত তথ্য:
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
স্ত্রী: Abigail Erick (তবে এটি ঐতিহাসিকভাবে বিতর্কিত)
বিখ্যাত রচনাবলি:
-
Gulliver’s Travels (সর্বাধিক জনপ্রিয় ও ব্যঙ্গাত্মক উপন্যাস)
-
A Modest Proposal (কঠোর সামাজিক সমালোচনা)
-
A Tale of a Tub
-
The Battle of the Books
-
Journal to Stella
উৎস: Britannica.com

0
Updated: 3 months ago
Who serves as a comic relief in the novel?
Created: 6 days ago
A
Mr. Collins
B
Mr. Bennet
C
Lydia
D
Caroline Bingley
Mr. Collins তার হাস্যকর বক্তৃতা, আত্মগর্ব ও Lady Catherine-এর তোষামোদের কারণে উপন্যাসের কমিক চরিত্র। তার প্রস্তাব Elizabeth-কে হাস্যকর মনে হয়। তার আচরণ Austen-কে বিদ্রূপ করার সুযোগ দেয়—ধর্মীয় দায়িত্বে থাকা একজন clergyman কেমন করে ভণ্ডামি করে। Collins-এর মাধ্যমে Austen satire তৈরি করেন, যাতে সমাজের বোকামি ও অন্ধভক্তি প্রকাশ পায়। তিনি পুরো উপন্যাসে comic relief হিসেবে কাজ করেন।

0
Updated: 6 days ago