If she had more free time, she _______ to cook Italian food.
A
would learned
B
have learned
C
would have learned
D
would learn
উত্তরের বিবরণ
Complete sentence: If she had more free time, she would learn to cook Italian food.
-
এই বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।
Second Conditional-এর নিয়ম:
-
If + past indefinite tense, subject + would/could/might + verb (base form) + …
-
অর্থাৎ, If যুক্ত clause-এ past indefinite tense থাকবে, এবং পরবর্তী clause-এ subject + would/could/might + verb (base form) ব্যবহার হবে।
এখানে:
-
had হলো মূল verb (past indefinite)
-
would learn হলো পরবর্তী clause-এর ক্রিয়া, যা শর্ত পূরণের সম্ভাবনা নির্দেশ করছে।

0
Updated: 1 month ago
"A little learning is a dangerous thing."
Who quoted this?
Created: 1 month ago
A
Thomas Gray
B
Francis Bacon
C
John Milton
D
Alexander Pope
Alexander Pope – “A little learning is a dangerous thing”
-
Quote:
-
“A little learning is a dangerous thing.”
-
উক্তিটি Alexander Pope-এর An Essay on Criticism থেকে নেওয়া।
-
-
An Essay on Criticism:
-
এটি একটি didactic (শিক্ষামূলক) কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতার মূল প্রেরণা এসেছে Horace-এর Ars Poetica থেকে।
-
কবিতার মাধ্যমে Pope সাহিত্যের সমালোচনা এবং শৃঙ্খলাপূর্ণ লেখা নিয়ে শিক্ষামূলক উপদেশ দিয়েছেন।
-
-
Alexander Pope (1688–1744):
-
ইংরেজি Augustan Age-এর সর্বাধিক প্রভাবশালী কবি।
-
Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
-
Pope-এর কবিতা জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার জন্য বিখ্যাত।
-
-
Famous Quotes:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
-
-
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
-

0
Updated: 1 month ago
'Geriatrics' is the branch of medicine concerned with the diseases and care of-
Created: 1 month ago
A
newly-weds
B
old women
C
newborn babies
D
old people
Geriatrics (Noun)
English Meaning: চিকিৎসাবিজ্ঞানের একটি শাখা যেখানে প্রবীণ বা বয়স্ক মানুষের স্বাস্থ্য ও যত্ন নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়।
Bangla Meaning: বয়স্ক বা বৃদ্ধদের চিকিৎসাব্যবস্থা।
Example:
-
বয়স বাড়ার সাথে সাথে বিশেষ চিকিৎসা ও যত্নের প্রয়োজন হয়, তাই geriatrics আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা-ক্ষেত্র।
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

0
Updated: 1 month ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 1 month ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
সঠিক বাক্য হলো Hardly had I spoken a word when she interrupted me।
-
এখানে Hardly had দিয়ে শুরু হওয়া clause past perfect tense এ আছে (had + past participle: had spoken)।
-
when ব্যবহার করে পরবর্তী clause শুরু করতে হবে, যা past indefinite tense (interrupted) এ থাকে।
Structure সহজে মনে রাখার নিয়ম:
-
Hardly/Scarcely/No sooner + past perfect + when/than + past indefinite.
-
উদাহরণ:
-
Hardly had I entered the room when they started clapping.
-
No sooner had she left than it began to rain.
-
Scarcely had we arrived when the show started.
-
-
অর্থাৎ কোনো ঘটনা ঘটে মাথা ঘুরে যাওয়ার মুহূর্তে বা সঙ্গে সঙ্গেই আরেকটি ঘটনা সংঘটিত হয়েছে বোঝাতে এই কাঠামো ব্যবহার হয়।

0
Updated: 3 weeks ago