A
ব্রাজিল
B
রাশিয়া
C
কানাডা
D
অস্ট্রেলিয়া
উত্তরের বিবরণ
বনভূমি
-
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্য অনুযায়ী, পৃথিবীর স্থলভাগের প্রায় এক-তৃতীয়াংশ (৪.৬ বিলিয়ন হেক্টর) বনভূমি দ্বারা আবৃত।
-
পৃথিবীর মোট বনভূমির বড় অংশ নির্দিষ্ট কিছু দেশে কেন্দ্রীভূত।
-
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে।
-
রাশিয়ায় মোট বনভূমি: ৮১ কোটি ৪৮ লাখ ৪৮ হাজার ৪৬০ হেক্টর, যা বিশ্বের মোট বনভূমির ২০.৪১ শতাংশ।
-
দেশের বনভূমির বড় অংশ ফার ইস্টার্ন ফেডারেল অঞ্চলে অবস্থিত, দ্বিতীয় অবস্থানে আছে সাইবেরিয়ান ফেডারেল অঞ্চল।
-
এসব অঞ্চলের বেশির ভাগ গাছ লার্চ, পাইন ও স্প্রুস জাতের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 12 hours ago
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র (INF) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে?
Created: 12 hours ago
A
১৯৮১ সালে
B
১৯৮৩ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৮৯ সালে
ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (INF) চুক্তি
-
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র (INF) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৮৭ সালে।
-
সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এই চুক্তির মাধ্যমে ৫০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে একমত হন।
-
২০১৯ সালে রাশিয়ার চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র INF চুক্তি থেকে সরে আসে।
-
এরপর রাশিয়া বলেছে, ওয়াশিংটন যদি এ ধরনের অস্ত্র মোতায়েন না করে, তবে তারা ও করবে না।
উল্লেখ্য:
-
ইউক্রেন যুদ্ধের অবসানে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে রাশিয়া INF চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।
-
ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি ‘উপযুক্ত অঞ্চলে’ দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কয়েক দিন পরই রাশিয়ার পদক্ষেপ।
-
মস্কো নিষেধাজ্ঞা থেকে সরে আসার জন্য পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ডকেই দায়ী করেছে।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 12 hours ago