No sooner had we started our journey than the bus _____ down.
A
had broken
B
break
C
broke
D
broken
উত্তরের বিবরণ
Complete Sentence Example:
No sooner had we started our journey than the bus broke down.
Explanation:
-
No sooner…than is a correlative conjunction used to indicate that one event happens immediately after another.
-
Structure:
No sooner had + subject + past participle (verb) + than + subject + past tense (verb)
Similar Expressions:
-
Hardly had → used with when
-
Scarcely had → used with when
-
All three expressions convey the meaning of “করে না করতেই / হতে না হতেই” (as soon as / hardly).
Rules:
-
After No sooner, use than (not then).
-
After Hardly or Scarcely, use when (not than).
More Examples:
-
No sooner had he finished his breakfast than the phone rang.
-
No sooner had she stepped outside than it started raining.
-
No sooner had we sat down for dinner than the phone rang.
0
Updated: 1 month ago
Which one is the singular form?
Created: 1 month ago
A
alumni
B
media
C
radius
D
syllabi
সঠিক উত্তর: গ) radius
কিছু noun-এর অনিয়মিত plural রূপ
| Singular | Plural |
|---|---|
| alumnus | alumni |
| medium | media |
| radius | radii |
| syllabus | syllabi, syllabuses |
আরও উদাহরণ
| Singular | Plural |
|---|---|
| basis | bases |
| crisis | crises |
| memorandum | memoranda |
| vertex | vertices, vertexes |
| formula | formulae, formulas |
| oasis | oases |
| agendum | agenda |
| analysis | analyses |
উৎস:
-
A Passage to the English Language – S.M. Zakir Hussain
-
Applied English Grammar and Composition – P.C. DAS
0
Updated: 1 month ago
Which one is the correct sentence?
Created: 3 weeks ago
A
You, he and me are good friends.
B
You, him and I are good friends.
C
He, you and I are good friends.
D
You, he and I are good friends.
সঠিক উত্তর হলো You, he and I are good friends. এখানে pronoun ব্যবহারের নিয়ম অনুসরণ করা হয়েছে। বিস্তারিতভাবে ব্যাখ্যা নিচে দেওয়া হলো।
-
I, You এবং He হলো Personal Pronoun এর উদাহরণ।
-
যখন First person, Second person এবং Third person একই বাক্যে ব্যবহৃত হয়, তখন সেগুলো বসানোর নির্দিষ্ট ক্রম থাকে।
-
নিয়ম অনুযায়ী, প্রথমে Second person, তারপর Third person এবং শেষে First person বসে।
-
এই নিয়মকে সংক্ষেপে 231-order বলা হয়।
-
উল্লিখিত অন্যান্য অপশনে (ক) ও (খ)-এ ভুল ছিল। Verb এর আগে সবসময় Pronoun এর Subjective form ব্যবহার করতে হয়। তাই Me এর পরিবর্তে I এবং Him এর পরিবর্তে He ব্যবহার করতে হবে।
-
(গ) অপশনে সঠিকভাবে Pronoun এর ক্রম মেনে লেখা হয়েছে। তাই সঠিক উত্তর হলো You, he and I are good friends.
0
Updated: 3 weeks ago
The Canterbury Tales was authored by-
Created: 3 weeks ago
A
Geoffrey Chaucer
B
John Donne
C
Thomas More
D
William Langland
The Canterbury Tales হলো Geoffrey Chaucer-এর একটি বিখ্যাত সাহিত্যকর্ম, যা মধ্য ইংরেজিতে লেখা এবং এক গল্পের মধ্যে বহু গল্পের সংকলন।
-
Novel/Work: The Canterbury Tales
-
লেখক: Geoffrey Chaucer
-
লেখা হয়েছে ১৩৮৭–১৪০০ সালে, মধ্য ইংরেজিতে
-
স্বরূপ: Frame story (এক গল্পের ভিতরে আরও অনেক গল্প)
-
গল্পের শুরু লন্ডনের Tabard Inn-এ, যেখানে ৩০ জন তীর্থযাত্রী একত্রিত হন এবং Canterbury শহরের St. Thomas Becket-এর মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
-
যাত্রাপথে ক্লান্তি দূর করতে প্রত্যেকে চারটি করে গল্প বলবে (দু'টি যাত্রাপথে, দু'টি ফেরার পথে)।
-
প্রতিযোগিতার আয়োজক: Harry Bailly, হোটেলের মালিক
-
মূলত এটি কবিতা হলেও এতে ২৪টি গল্প রয়েছে। Chaucer বাস্তবে সব ২৪টি গল্প শেষ করতে সক্ষম হননি।
-
-
Geoffrey Chaucer (১৩৪২/৪৩–১৪০০):
-
ইংরেজি কবি ও লেখক, নাগরিক কর্মকর্তা, কূটনীতিবিদ ও সেক্রেটারিয়েট হিসাবে কাজ করেছেন
-
তাকে "father of English literature" বলা হয়
-
Middle English-কে সাহিত্য ভাষা হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন
-
প্রথম ইংরেজি ব্যবহার করে iambic pentameter এবং rhyme royal-এর মতো ছন্দ চালু করেন
-
-
Famous Works:
-
The Canterbury Tales
-
The Nun’s Priest’s Tale
-
The Book of the Duchess
-
The House of Fame
-
Troilus and Criseyde
-
Parlement of Foules
-
The Legend of Good Women
-
0
Updated: 3 weeks ago