A
চীন
B
ইরান
C
ভারত
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
সিল্ক রোড
-
প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সঙ্গে পশ্চিমাঞ্চলের বাণিজ্য সংযোগকে বোঝানো হতো।
-
চীন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং উত্তর আফ্রিকায় রেশম ও রেশমী কাপড় পাঠানো হতো। এজন্য এই পথকে Silk Road বা Silk Route নামে পরিচিতি লাভ করে।
আধুনিক সিল্ক রোড:
-
আধুনিক অর্থে এটি মূলত চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative বা BRI)” বোঝায়।
-
২০১৩ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এই উদ্যোগ ঘোষণা করেন।
-
লক্ষ্য ছিল প্রাচীন সিল্ক রোডের বাণিজ্যপথগুলোকে আধুনিক আকারে পুনর্গঠন করে চীন ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি করা।
-
সম্প্রতি ইরান জানিয়েছে যে তারা চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায়।
কৌশলগত গুরুত্ব:
-
পণ্য পরিবহন দ্রুত ও সাশ্রয়ী করা।
-
রেলপথ, সড়কপথ, বন্দর, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ।
-
অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে ভূ-রাজনৈতিক প্রভাব বৃদ্ধি।
-
নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি।
তথ্যসূত্র: Britannica, পত্রিকা প্রতিবেদন

0
Updated: 12 hours ago
সম্প্রতি, চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশ দল কোন পদক জিতেছে? [আগস্ট, ২০২৫]
Created: 12 hours ago
A
রৌপ্য পদক
B
স্বর্ণ পদক
C
ব্রোঞ্জ পদক
D
চ্যাম্পিয়ন পদক
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড
-
চীনের বেইজিংয়ে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ২ আগস্ট থেকে ৯ আগস্ট।
-
এই অলিম্পিয়াডে ৭৩টি দেশের ৮৬টি দল অংশগ্রহণ করে।
-
বাংলাদেশ দুটি ব্রোঞ্জপদক অর্জন করেছে।
-
ব্রোঞ্জপদকপ্রাপ্ত শিক্ষার্থী:
-
রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মো. রিয়াসাত ইসলাম
-
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরেফিন আনোয়ার
-
-
‘অনারেবল মেনশন’ পেয়েছেন নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন।
-
চার সদস্যের দলের চতুর্থ সদস্য: নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবরার শহীদ।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 12 hours ago
বর্তমানে অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ভারত
D
ইন্দোনেশিয়া
অপরিশোধিত তেল আমদানি
-
চীন: ২০২৪ সালে প্রায় ৩২৪.৬ বিলিয়ন USD মূল্যের কাঁচা তেল আমদানি করেছে, যা মোট আমদানি মূল্যের ২৪.৬%।
-
চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ।
-
যুক্তরাষ্ট্র: দ্বিতীয় স্থান।
-
ভারত: তৃতীয় স্থান।
উৎস: Worlds Top Export 2024 [link]

0
Updated: 1 week ago
বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ?[ আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
রাশিয়া
B
ভারত
C
চীন
D
যুক্তরাষ্ট্র
গম উৎপাদনের শীর্ষ দেশসমূহ
-
১ম: চীন
-
২য়: ভারত
-
৩য়: রাশিয়া
-
৪র্থ: যুক্তরাষ্ট্র
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 1 week ago