ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
উত্তরের বিবরণ
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 1 month ago
দেশের দ্বিতীয় জিআই পণ্য কোনটি?
Created: 1 month ago
A
জামদানি
B
খিরসাপাত আম
C
ইলিশ
D
শীতল পাটি
জিআই পণ্য হলো ভৌগোলিক নির্দেশক (Geographical Indication) দ্বারা স্বীকৃত পণ্য, যা বিশেষ কোনো এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
-
দেশের প্রথম জিআই পণ্য হলো জামদানি শাড়ি, যা ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি পায়।
-
দ্বিতীয় জিআই পণ্য হলো ইলিশ মাছ।
-
তৃতীয় জিআই পণ্য হলো খিরসাপাত আম।
-
চতুর্থ জিআই পণ্য হলো হাঁড়িভাঙ্গা আম।

0
Updated: 3 weeks ago
আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা?
Created: 1 month ago
A
সরকারি সংস্থা
B
বাণিজ্যিক প্রতিষ্ঠান
C
দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান
D
মানবাধিকার সংস্থা
আইন ও সালিশ কেন্দ্র (আসক) হলো বাংলাদেশের একটি মানবাধিকার ও আইন সহায়তাকারী বেসরকারি সংস্থা, যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ৯ জন
-
প্রাথমিক কার্যক্রম: ঢাকা শহরের সুবিধাবঞ্চিত ও দরিদ্র নারী, কর্মজীবী শিশু এবং শ্রমিকদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান।
-
মূল লক্ষ্য:
-
সমানাধিকার প্রতিষ্ঠা
-
গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা
-
ন্যায়বিচার নিশ্চিতকরণ
-
লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা
-

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের সংবিধান রচনাকালীন এর ভাষাগত ত্রুটি দূর করার জন্য গঠিত কমিটির অন্তর্ভুক্ত ছিলেন কে?
Created: 1 month ago
A
এম মনসুর আলী
B
আনিসুজ্জামান
C
ড. মুহম্মদ আবদুল হাই
D
উপরের সকলেই
খসড়া সংবিধান প্রস্তুতকরণ (Draft Constitution Preparation)
-
প্রক্রিয়া: খসড়া সংবিধান তৈরি একটি জটিল ও বহুস্তরীয় প্রক্রিয়া ছিল। বিভিন্ন সুপারিশ ও ব্যাপক আলোচনার পর ১৯৭২ সালের ১০ জুন সংবিধান প্রণয়ন কমিটি প্রাথমিক খসড়া অনুমোদন করে।
-
প্রস্তুতির আগে: কমিটির সভাপতি ও আহ্বায়ক ড. কামাল হোসেন আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের জন্য ভারত ও ইংল্যান্ড সফর করেন।
-
ভাষাগত ও শৈল্পিক যাচাই: সংবিধানের ভাষাগত গঠন, ব্যাকরণগত শুদ্ধতা ও শৈল্পিক সৌন্দর্য নিশ্চিত করতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়।
-
আহ্বায়ক: অধ্যাপক আনিসুজ্জামান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান)
-
অন্য সদস্যরা:
-
ড. মযহারুল ইসলাম (বাংলা একাডেমির মহাপরিচালক)
-
সৈয়দ আলী আহসান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য)
-
-

0
Updated: 1 month ago