A
২০ শতাংশ
B
৩০ শতাংশ
C
৪০ শতাংশ
D
৫০ শতাংশ
উত্তরের বিবরণ
ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য
-
২০২৪-২৫ অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১৩১.৮ বিলিয়ন মার্কিন ডলার।
-
ভারতের রপ্তানি: ৮৬.৫ বিলিয়ন ডলার
-
ভারতের আমদানি: ৪৫.৩ বিলিয়ন ডলার
-
-
৩১ জুলাই, ২০২৫, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে।
-
পরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য ‘জরিমানা’ হিসেবে ৬ আগস্ট অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
-
এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে মোট পাল্টা শুল্ক ৫০ শতাংশে পৌঁছাবে।
-
৩১ জুলাই ঘোষিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়।
-
আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 12 hours ago
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
Created: 2 weeks ago
A
করিমগঞ্জ
B
খোয়াই
C
পেট্রাপল
D
ডাউকি
তামাবিল স্থলবন্দর
-
এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকায় অবস্থিত।
-
তামাবিলের বিপরীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এবং ডাউকি অঞ্চলের পাহাড় রয়েছে।
প্রশাসন ও কার্যক্রম
-
তামাবিল স্থলবন্দর নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হয়।
-
ভারত থেকে কয়লা আমদানির প্রধান রুট হলো তামাবিল স্থল শুল্ক বন্দর।
ভূদৃশ্য ও আকর্ষণ:
-
তামাবিল থেকে মেঘালয়ের শিলং পাহাড়ের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখা যায়।
উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
ডেকান মালভূমি কোন দেশে অবস্থিত?
Created: 1 week ago
A
নেপাল
B
পাকিস্তান
C
শ্রীলঙ্কা
D
ভারত
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশজুড়ে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিলোমিটার, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের আটটি রাজ্যে—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 1 week ago
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
পাকিস্তান
B
ভারত
C
থাইল্যান্ড
D
ভিয়েতনাম
চাল রপ্তানি
-
ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ।
-
২০২৪-২৫ সালে ভারত প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টন চাল রপ্তানি করেছে, যা বৈশ্বিক রপ্তানির প্রায় ৪০%-এর বেশি।
-
প্রধানত বাসমতি ও নন-বাসমতি চাল রপ্তানিয়ের মাধ্যমে ভারত এই অবস্থানে পৌঁছেছে।
চাল রপ্তানির শীর্ষ দেশসমূহ:
-
ভারত
-
থাইল্যান্ড
-
ভিয়েতনাম
উৎস: Global Rice Exporting Index [link]

0
Updated: 1 week ago