What is the meaning of the expression 'bottom line'?
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
উত্তরের বিবরণ
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture
0
Updated: 5 months ago
The antonym of 'arduous' is:
Created: 1 month ago
A
Discerning
B
Laborious
C
Effortless
D
Endemic
সঠিক উত্তর হলো Effortless।
Arduous একটি Adjective। এটি বোঝায় এমন কাজ যা কঠিন এবং ক্লান্তিকর, বা যার জন্য প্রচুর চেষ্টা ও শ্রমের প্রয়োজন হয়।
-
বাংলা অর্থ:
১. (কাজ সম্বন্ধে) দুঃসাধ্য; কষ্টকর।
২. (পথ ইত্যাদি সম্বন্ধে) খাড়াভাবে উঠে বা নেমে গেছে এমন; উপরের দিকে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য। -
সমার্থক শব্দ: Laborious (শ্রমসাধ্য), Tough (শক্তিশালী; কষ্টসহিষ্ণু), Challenging (কঠিন পরিস্থিতি), Difficult (কঠিন), Burdensome (দূর্বহ)
-
বিপরীতার্থক শব্দ: Easy (অনায়াস), Effortless (উদ্যমহীন; বিনাপ্রচেষ্টায়), Simple (সাধারণ), Uncomplicated (সহজ)
-
অন্য রূপ: Arduously (Adverb)
-
উদাহরণ বাক্য:
১. It can be a long and arduous task and very often ends in failure.
২. He went through a long and arduous training program.
0
Updated: 1 month ago
BROCHURE means
Created: 4 months ago
A
Opening
B
Pamphlet
C
Bureau
D
Censor
Brochure (noun)
- কোনো স্থান বা কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণসংবলিত পুস্তিকা।
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) Opening (noun)
- খোলা জায়গা; যাওয়া বা আসার পথ।
খ) Pamphlet (Noun)
- পুস্তিকা।
গ) Bureau (noun)
- দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
ঘ) Censor (verb)
- পুস্তকাদির অংশবিশেষ) পরীক্ষা করা, কেটে বাদ দেওয়া।
• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Pamphlet শব্দটি Brochure এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে - Pamphlet.
- Brochure means: Pamphlet.
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 4 months ago
Which of the following best captures the most accurate meaning of the word "Candid"?
Created: 2 months ago
A
Secretive and strategic
B
Open, honest, and straightforward
C
Polished and rehearsed
D
Evasive and guarded
Word: Candid
Part of Speech: Adjective
Meaning:
-
English: Truthful, honest, and straightforward; frank in expressing opinions or feelings, even if uncomfortable.
-
Bangla: খোলামেলা; অকপট; সোজাসাপ্টা।
Usage/Examples:
-
She was candid about the challenges she faced in her career.
→ সে তার ক্যারিয়ারে যে সমস্যার মুখোমুখি হয়েছিল, তা খোলাখুলি বলেছে। -
His candid response surprised everyone in the room.
→ তার খোলামেলা উত্তর সবার জন্য অবাক করা ছিল।
Quick Tip:
-
Candid is often used to describe people who speak openly and honestly, without hiding their thoughts.
0
Updated: 2 months ago