ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট কত শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়? [আগস্ট, ২০২৫]
A
২০ শতাংশ
B
৩০ শতাংশ
C
৪০ শতাংশ
D
৫০ শতাংশ
উত্তরের বিবরণ
ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য
-
২০২৪-২৫ অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১৩১.৮ বিলিয়ন মার্কিন ডলার।
-
ভারতের রপ্তানি: ৮৬.৫ বিলিয়ন ডলার
-
ভারতের আমদানি: ৪৫.৩ বিলিয়ন ডলার
-
-
৩১ জুলাই, ২০২৫, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে।
-
পরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য ‘জরিমানা’ হিসেবে ৬ আগস্ট অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
-
এতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে মোট পাল্টা শুল্ক ৫০ শতাংশে পৌঁছাবে।
-
৩১ জুলাই ঘোষিত ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হয়।
-
আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 1 month ago
ভারতীয় উপমহাদেশে পুলিশি ব্যবস্থা চালু করেন কে?
Created: 1 month ago
A
লর্ড ক্যানিং
B
লর্ড কার্জন
C
লর্ড কর্নওয়ালিস
D
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ক্যানিং:
-
লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন।
-
তিনি বিখ্যাত রাজনীতিবিদ জর্জ ক্যানিংয়ের তৃতীয় পুত্র, চার্লস জন ক্যানিং।
-
তাঁর সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ।
-
লর্ড ক্যানিং এই বিদ্রোহ দমন করেন।
-
এ ঘটনার পর ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়।
-
১৮৬১ সালে ভারতীয় পুলিশ আইন পাসের মাধ্যমে তিনি ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন।
উল্লেখ্য:
-
লর্ড কর্নওয়ালিস: ১৭৯৩ সালে ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ ব্যবস্থার প্রবর্তক এবং বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ও বিচার ব্যবস্থার রূপকার।
-
লর্ড কার্জন: ১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ অক্টোবর বাংলা ভাগ করেন।
-
লর্ড মাউন্টব্যাটেন: ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়।
-
লর্ড ক্লাইভ: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ দেশ- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
পাকিস্তান
B
ভারত
C
থাইল্যান্ড
D
ভিয়েতনাম
চাল রপ্তানি
-
ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ।
-
২০২৪-২৫ সালে ভারত প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টন চাল রপ্তানি করেছে, যা বৈশ্বিক রপ্তানির প্রায় ৪০%-এর বেশি।
-
প্রধানত বাসমতি ও নন-বাসমতি চাল রপ্তানিয়ের মাধ্যমে ভারত এই অবস্থানে পৌঁছেছে।
চাল রপ্তানির শীর্ষ দেশসমূহ:
-
ভারত
-
থাইল্যান্ড
-
ভিয়েতনাম
উৎস: Global Rice Exporting Index [link]

0
Updated: 1 month ago
কোনটির জন্য ভারতের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সদ্ভাব সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়?
Created: 1 month ago
A
বঙ্গভঙ্গ রদের জন্য
B
বঙ্গভঙ্গের জন্য
C
লক্ষ্ণৌ চুক্তির জন্য
D
মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের জন্য
লক্ষ্ণৌ চুক্তি (Lucknow Pact)
-
প্রেক্ষাপট:
-
১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কার আইনের পরও ভারতীয়দের আশা পূরণ হয়নি।
-
মুসলিম সম্প্রদায় পৃথক নির্বাচনের অধিকার পেলেও সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন না।
-
১৯১১ সালে বঙ্গভঙ্গের রদ ও তুরস্কের বিরুদ্ধে ব্রিটিশ অবস্থান মুসলিমদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
-
১৯১৩ সালের কানপুর মসজিদ ঘটনার পর মুসলিমদের মধ্যে সরকার বিরোধী মনোভাব তীব্র হয়।
-
-
উদ্যোগ:
-
পাশ্চাত্য শিক্ষিত মুসলিম লীগের তরুণ সদস্যরা সক্রিয় হন।
-
মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন।
-
-
মূল বিষয়:
-
১৯১৩ সালের লক্ষ্ণৌ অধিবেশনে মুসলিম লীগের নতুন গঠনতন্ত্র গৃহীত হয়।
-
এতে হিন্দু-মুসলিম ঐক্য ও স্বরাজ অর্জনের ওপর জোর দেয়া হয়।
-
-
ফলাফল:
-
ভারতের হিন্দু ও মুসলমানদের মধ্যে সম্প্রীতি ও সদ্ভাব সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়।
-
১৯১৫ সালে বোম্বেতে উভয় দলের সম্মেলনে সরকারী নীতির সমালোচনা ও হিন্দু-মুসলিম ঐক্যের ওপর জোর দেওয়া হয়।
-
১৯১৬ সালের ডিসেম্বর কংগ্রেস ও মুসলিম লীগ উভয় বার্ষিক সম্মেলন লক্ষ্ণৌ শহরে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়।
-
উভয় সম্প্রদায় ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের নীতিতে সমঝোতায় আসে।
-
সংক্ষিপ্ত ব্যাখ্যা:
লক্ষ্ণৌ চুক্তি হলো হিন্দু ও মুসলিম লীগের মধ্যে ঐক্য এবং ভারতীয় স্বরাজের লক্ষ্যে সমঝোতার প্রতীক।

0
Updated: 1 month ago